চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের চন্দনাইশের বৈলতলী ইউনিয়নের ডেবারকুল এলাকায় শঙ্খ নদের তীর ঘেঁষে নির্মিত শত বছরের দৃষ্টিনন্দন মোহাম্মদ শাহ জামে মসজিদ। বর্তমানে নদীভাঙনের ফলে দুই তলা মসজিদটি হুমকির মুখে পড়েছে।
সরেজমিন দেখা গেছে, মসজিদের দক্ষিণ পাশে শঙ্খ নদের সিসি ব্লক সরে গেছে। প্রতিনিয়ত নদীগর্ভে বিলীন হচ্ছে পাড়ের মাটি। মসজিদসংলগ্ন নদীর পাড়ে দেখা দিয়েছে বড় ফাটল।
ভাঙনরোধে স্থানীয় বাসিন্দাদের পক্ষ থেকে কয়েক শ জিও ব্যাগ ফেলা হয়েছে। মসজিদ এলাকা সংরক্ষণ করতে দুই হাজারের বেশি জিও ব্যাগ প্রয়োজন বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
এদিকে মসজিদ ও মাদ্রাসা রক্ষায় ১০ সদস্যের একটি কমিটি গঠন করে নদীভাঙন প্রতিরোধে পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।
কমিটির প্রধান জামাল উদ্দিন বলেন, প্রতিদিনের জোয়ার-ভাটায় মসজিদের দক্ষিণ পাশের মাটি ধসে যাচ্ছে। আগামী বর্ষার আগে সিসি ব্লক বা বালুর বস্তা না দিলে ভেঙে পড়ার সম্ভাবনা রয়েছে।
স্থানীয় সমাজসেবক কায়েদ-এ-আজম বক্কর বলেন, প্রতিদিন ড্রেজার দিয়ে শঙ্খ নদ থেকে বালু তোলার ফলে এ পরিস্থিতি সৃষ্টি হচ্ছে।
পানি উন্নয়ন বোর্ড ডিভিশন-১ এর নির্বাহী প্রকৌশলী তয়ন কুমার ত্রিপুরা বলেন, নদীভাঙনরোধে একটি প্রকল্প প্রক্রিয়াধীন রয়েছেন। সেটি এলে কাজ শুরু হবে। গত মঙ্গলবার একটি দল পরিদর্শন শেষে ২৫০ মিটার নদীর পাড় ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে। সেখানে ডাম্পিং করে কাজটি করা হবে বলে তিনি জানান। মসজিদ রক্ষায় প্রাথমিকভাবে কিছু করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলে তিনি জানান।
স্থানীয় সাংসদ নজরুল ইসলাম চৌধুরী বলেছেন, শঙ্খ নদের বশরত নগর, ডেবারকূল ও দ্বীপপাড়াসহ বিভিন্ন স্থানে প্রায় এক কিলোমিটার জায়গায় নদী রক্ষায় সিসি ব্লক ও জিও ব্যাগ দিয়ে কাজ করেছে পানি উন্নয়ন বোর্ড। সম্প্রতি যেসব এলাকায় ভাঙন দেখা দিয়েছে, সেসব এলাকা পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের পরিদর্শন করে ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেওয়া হবে।
চট্টগ্রামের চন্দনাইশের বৈলতলী ইউনিয়নের ডেবারকুল এলাকায় শঙ্খ নদের তীর ঘেঁষে নির্মিত শত বছরের দৃষ্টিনন্দন মোহাম্মদ শাহ জামে মসজিদ। বর্তমানে নদীভাঙনের ফলে দুই তলা মসজিদটি হুমকির মুখে পড়েছে।
সরেজমিন দেখা গেছে, মসজিদের দক্ষিণ পাশে শঙ্খ নদের সিসি ব্লক সরে গেছে। প্রতিনিয়ত নদীগর্ভে বিলীন হচ্ছে পাড়ের মাটি। মসজিদসংলগ্ন নদীর পাড়ে দেখা দিয়েছে বড় ফাটল।
ভাঙনরোধে স্থানীয় বাসিন্দাদের পক্ষ থেকে কয়েক শ জিও ব্যাগ ফেলা হয়েছে। মসজিদ এলাকা সংরক্ষণ করতে দুই হাজারের বেশি জিও ব্যাগ প্রয়োজন বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
এদিকে মসজিদ ও মাদ্রাসা রক্ষায় ১০ সদস্যের একটি কমিটি গঠন করে নদীভাঙন প্রতিরোধে পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।
কমিটির প্রধান জামাল উদ্দিন বলেন, প্রতিদিনের জোয়ার-ভাটায় মসজিদের দক্ষিণ পাশের মাটি ধসে যাচ্ছে। আগামী বর্ষার আগে সিসি ব্লক বা বালুর বস্তা না দিলে ভেঙে পড়ার সম্ভাবনা রয়েছে।
স্থানীয় সমাজসেবক কায়েদ-এ-আজম বক্কর বলেন, প্রতিদিন ড্রেজার দিয়ে শঙ্খ নদ থেকে বালু তোলার ফলে এ পরিস্থিতি সৃষ্টি হচ্ছে।
পানি উন্নয়ন বোর্ড ডিভিশন-১ এর নির্বাহী প্রকৌশলী তয়ন কুমার ত্রিপুরা বলেন, নদীভাঙনরোধে একটি প্রকল্প প্রক্রিয়াধীন রয়েছেন। সেটি এলে কাজ শুরু হবে। গত মঙ্গলবার একটি দল পরিদর্শন শেষে ২৫০ মিটার নদীর পাড় ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে। সেখানে ডাম্পিং করে কাজটি করা হবে বলে তিনি জানান। মসজিদ রক্ষায় প্রাথমিকভাবে কিছু করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলে তিনি জানান।
স্থানীয় সাংসদ নজরুল ইসলাম চৌধুরী বলেছেন, শঙ্খ নদের বশরত নগর, ডেবারকূল ও দ্বীপপাড়াসহ বিভিন্ন স্থানে প্রায় এক কিলোমিটার জায়গায় নদী রক্ষায় সিসি ব্লক ও জিও ব্যাগ দিয়ে কাজ করেছে পানি উন্নয়ন বোর্ড। সম্প্রতি যেসব এলাকায় ভাঙন দেখা দিয়েছে, সেসব এলাকা পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের পরিদর্শন করে ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেওয়া হবে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪