Ajker Patrika

শত বছরের মসজিদ ঝুঁকিতে

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ২১ জানুয়ারি ২০২২, ১১: ৩৬
শত বছরের মসজিদ ঝুঁকিতে

চট্টগ্রামের চন্দনাইশের বৈলতলী ইউনিয়নের ডেবারকুল এলাকায় শঙ্খ নদের তীর ঘেঁষে নির্মিত শত বছরের দৃষ্টিনন্দন মোহাম্মদ শাহ জামে মসজিদ। বর্তমানে নদীভাঙনের ফলে দুই তলা মসজিদটি হুমকির মুখে পড়েছে।

সরেজমিন দেখা গেছে, মসজিদের দক্ষিণ পাশে শঙ্খ নদের সিসি ব্লক সরে গেছে। প্রতিনিয়ত নদীগর্ভে বিলীন হচ্ছে পাড়ের মাটি। মসজিদসংলগ্ন নদীর পাড়ে দেখা দিয়েছে বড় ফাটল।

ভাঙনরোধে স্থানীয় বাসিন্দাদের পক্ষ থেকে কয়েক শ জিও ব্যাগ ফেলা হয়েছে। মসজিদ এলাকা সংরক্ষণ করতে দুই হাজারের বেশি জিও ব্যাগ প্রয়োজন বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

এদিকে মসজিদ ও মাদ্রাসা রক্ষায় ১০ সদস্যের একটি কমিটি গঠন করে নদীভাঙন প্রতিরোধে পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

কমিটির প্রধান জামাল উদ্দিন বলেন, প্রতিদিনের জোয়ার-ভাটায় মসজিদের দক্ষিণ পাশের মাটি ধসে যাচ্ছে। আগামী বর্ষার আগে সিসি ব্লক বা বালুর বস্তা না দিলে ভেঙে পড়ার সম্ভাবনা রয়েছে।

স্থানীয় সমাজসেবক কায়েদ-এ-আজম বক্কর বলেন, প্রতিদিন ড্রেজার দিয়ে শঙ্খ নদ থেকে বালু তোলার ফলে এ পরিস্থিতি সৃষ্টি হচ্ছে।

পানি উন্নয়ন বোর্ড ডিভিশন-১ এর নির্বাহী প্রকৌশলী তয়ন কুমার ত্রিপুরা বলেন, নদীভাঙনরোধে একটি প্রকল্প প্রক্রিয়াধীন রয়েছেন। সেটি এলে কাজ শুরু হবে। গত মঙ্গলবার একটি দল পরিদর্শন শেষে ২৫০ মিটার নদীর পাড় ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে। সেখানে ডাম্পিং করে কাজটি করা হবে বলে তিনি জানান। মসজিদ রক্ষায় প্রাথমিকভাবে কিছু করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলে তিনি জানান।

স্থানীয় সাংসদ নজরুল ইসলাম চৌধুরী বলেছেন, শঙ্খ নদের বশরত নগর, ডেবারকূল ও দ্বীপপাড়াসহ বিভিন্ন স্থানে প্রায় এক কিলোমিটার জায়গায় নদী রক্ষায় সিসি ব্লক ও জিও ব্যাগ দিয়ে কাজ করেছে পানি উন্নয়ন বোর্ড। সম্প্রতি যেসব এলাকায় ভাঙন দেখা দিয়েছে, সেসব এলাকা পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের পরিদর্শন করে ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত