Ajker Patrika

প্রস্তুতির ঘাটতি নিয়ে যাচ্ছেন মেয়েরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২২, ১১: ৩৫
প্রস্তুতির ঘাটতি নিয়ে যাচ্ছেন মেয়েরা

প্রস্তুতিটা ঠিক সন্তোষজনক নয়। মালয়েশিয়ায় কমনওয়েলথ গেমসের বাছাইপর্বের বাধা উতরাতে পারেনি বাংলাদেশ নারী দল। সেই হতাশা ভুলে দেশে ফিরে সামান্য প্রস্তুতি। তবু আশার কথা শুনিয়েছেন দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। বাস্তবতা অবশ্য কঠিন। স্বপ্নের প্রথম ওয়ানডে বিশ্বকাপ তাঁদের খেলতে হচ্ছে নিউজিল্যান্ডের মতো কঠিন কন্ডিশনে। প্রস্তুতির ঘাটতিটা তাই দুর্ভাবনার বড় কারণ।

আগামী ৪ মার্চ নিউজিল্যান্ডে শুরু হচ্ছে নারী ওয়ানডে বিশ্বকাপ। তবে বড় মঞ্চে বাংলাদেশের মেয়েদের অভিষেক হবে দুদিন পর; স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষের ম্যাচ দিয়ে স্বপ্নযাত্রা শুরু করবেন নিগাররা। মূল লড়াইয়ের আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবেন তাঁরা। বিশ্বকাপ খেলতে নিউজিল্যান্ডে আজ রওনা দিচ্ছে বাংলাদেশ নারী দল।

নিউজিল্যান্ডে পৌঁছানোর পর ১০ দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে দলকে। নিউজিল্যান্ড সফর ও বিশ্বকাপের আগে দলের পরিকল্পনা নিয়ে গতকাল আজকের পত্রিকাকে নারী দলের ব্যবস্থাপক তৌহিদ মাহমুদ বলেছেন, ‘কাল (আজ) দল যাবে। আমাদের ফ্লাইট সিঙ্গাপুর এয়ারলাইনসে বেলা ১টা ২০ মিনিটে। আগামীকাল স্থানীয় সময় বিকেল ৫টায় পৌঁছানোর কথা। সেখানে ১০ দিন কোয়ারেন্টিন আছে। সাত দিন করার কথা থাকলেও সেটা বেড়েছে। কোয়ারেন্টিন শেষে দল অনুশীলন করতে পারবে।’

রওনা দেওয়ার আগে বাংলাদেশের বড় স্বস্তি জাহানারা আলমের করোনা সংক্রমণ থেকে সেরে ওঠা। গতকাল দলের সব ক্রিকেটারের কোভিড পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। তবু বাড়তি সতর্কতা হিসেবে রিজার্ভ খেলোয়াড় আরও একজন বাড়িয়ে দুজনে উন্নীত করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

চিন্ময় দাসের জামিন স্থগিতের আবেদন, শুনানি রোববার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত