আফতাব আহমেদের কলাম
কী দুর্দান্ত একটা ম্যাচই-না দেখলাম। এখনো চোখে ভাসছে। অনেকে হয়তো হাসান আলীকে দোষ দিতে চাইবেন না। আমি বলব, তার ক্যাচ হাতছাড়াই ম্যাচটা অস্ট্রেলিয়ার দিকে হেলে দিয়েছে। কারণ, ক্যাচটা হলে ওই সময় নতুন কেউ এসে শাহিন শাহ আফ্রিদির মতো বোলারকে তিনটা ছক্কা মেরে দেবে—বিষয়টি অত সোজা ছিল না। জীবন পেয়ে ম্যাথু ওয়েড যে সাহসটা পেয়েছে, সেই সাহসের প্রদর্শনী ওই ছক্কাগুলো।
শুধু এই ক্যাচ মিস নয়, হাসান কিন্তু বোলিংটাও বাজে করেছে। পুরো বিশ্বকাপে নিজের ছায়া হয়ে থাকা এই বোলারের জায়গায় মোহাম্মদ ওয়াসিম জুনিয়রকে খেলানোর কথা ভাবতে পারত পাকিস্তান।
উইকেটটা শুরু থেকেই ভালো ছিল। এরপরও ১৭৬ রানের আগে অজিদের থামানোর কাজটা দুর্দান্তভাবে করে যাচ্ছিল পাকিস্তান। কিছু ছোট ছোট ভুল পিছিয়ে দিয়েছে পাকিস্তানকে। মাঝখানে মোহাম্মদ হাফিজকে ওই ওভারটা না দিয়ে ইমাদ ওয়াসিমকেই করালে ভালো হতো। আরেকটা বিষয়—যেখানে কুয়াশা থাকবে, সেখানে কিন্তু টস বড় ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। টস জিতলে পাকিস্তানও হয়তো আগে বোলিংই করত।
উইকেট যে ব্যাটারদের কাছে কত বড় ফ্যাক্টর হয়ে দাঁড়ায়, সেটি ওয়েডকে দেখে বোঝা গেল। বাংলাদেশ সিরিজে কী সংগ্রামটাই-না করল সে। সেখানে শাহিনের মতো বোলারকে নির্দ্বিধায় স্কুপ করে ছক্কা মারল। চোখের সৌন্দর্য! কিন্তু এভাবে যদি ওয়েড মিরপুরে মারত, দেখা যেত ফাইন লেগে ক্যাচ হতো।
ডেভিড ওয়ার্নারের রিভিউ না নেওয়া নিয়েও অনেক কথা হচ্ছে। তবে রিজওয়ানের হাতে বল যাওয়ার আগে কিন্তু একটা আওয়াজ হয়েছে। সেই আওয়াজের কারণে বিভ্রান্ত ওয়ার্নার রিভিউ নেওয়ার ঝুঁকিটা নিতে চায়নি।
অস্ট্রেলিয়া দুর্দান্ত খেলে জিতেছে। তবু পুরো টুর্নামেন্টে যেভাবে খেলল পাকিস্তান, দলটার জন্য হাততালি দিতেই হবে। হারার পরও পাকিস্তানের অধিনায়ক বাবর আজম ড্রেসিংরুমে দলকে যেভাবে সাহস জুগিয়ে গেল, অসাধারণ। সে বলল, ‘একটা দলকে গোছানো অনেক কষ্ট; কিন্তু ভেঙে দেওয়া খুব সহজ। কেউ যেন হারার জন্য কারও দিকে আঙুল না তোলে।’ অধিনায়কের এই ইতিবাচক মানসিকতাই দলটাকে বদলে দিয়েছে, যা বুঝলাম। সব মিলিয়ে আমি বাবরের মধ্যে ইমরান খানের ছায়া দেখতে পাচ্ছি।। বাবরের হাতে তাই আমি ২০২২ সালের বিশ্বকাপটা দেখছি।
মোহাম্মদ রিজওয়ানের আইসিইউতে থাকার বিষয়টি শুনে তো বিস্মিত হয়েছি। একটা মানুষ দুই রাত আইসিইউতে ছিল, এরপর খেলতে নেমে গেল, আবার বাউন্সারে মুখে আঘাত পাওয়ার পরও অনড় ছিল। খেলোয়াড়দের মধ্যে দলের জন্য উৎসর্গ করার এই মানসিকতা কিন্তু এসেছে ড্রেসিংরুমে অধিনায়কের এসব বার্তা থেকেই। পাকিস্তানের বিদায় হয়েছে। তবুও আমি বলব, ওরা চ্যাম্পিয়নের মতো খেলেছে।
কী দুর্দান্ত একটা ম্যাচই-না দেখলাম। এখনো চোখে ভাসছে। অনেকে হয়তো হাসান আলীকে দোষ দিতে চাইবেন না। আমি বলব, তার ক্যাচ হাতছাড়াই ম্যাচটা অস্ট্রেলিয়ার দিকে হেলে দিয়েছে। কারণ, ক্যাচটা হলে ওই সময় নতুন কেউ এসে শাহিন শাহ আফ্রিদির মতো বোলারকে তিনটা ছক্কা মেরে দেবে—বিষয়টি অত সোজা ছিল না। জীবন পেয়ে ম্যাথু ওয়েড যে সাহসটা পেয়েছে, সেই সাহসের প্রদর্শনী ওই ছক্কাগুলো।
শুধু এই ক্যাচ মিস নয়, হাসান কিন্তু বোলিংটাও বাজে করেছে। পুরো বিশ্বকাপে নিজের ছায়া হয়ে থাকা এই বোলারের জায়গায় মোহাম্মদ ওয়াসিম জুনিয়রকে খেলানোর কথা ভাবতে পারত পাকিস্তান।
উইকেটটা শুরু থেকেই ভালো ছিল। এরপরও ১৭৬ রানের আগে অজিদের থামানোর কাজটা দুর্দান্তভাবে করে যাচ্ছিল পাকিস্তান। কিছু ছোট ছোট ভুল পিছিয়ে দিয়েছে পাকিস্তানকে। মাঝখানে মোহাম্মদ হাফিজকে ওই ওভারটা না দিয়ে ইমাদ ওয়াসিমকেই করালে ভালো হতো। আরেকটা বিষয়—যেখানে কুয়াশা থাকবে, সেখানে কিন্তু টস বড় ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। টস জিতলে পাকিস্তানও হয়তো আগে বোলিংই করত।
উইকেট যে ব্যাটারদের কাছে কত বড় ফ্যাক্টর হয়ে দাঁড়ায়, সেটি ওয়েডকে দেখে বোঝা গেল। বাংলাদেশ সিরিজে কী সংগ্রামটাই-না করল সে। সেখানে শাহিনের মতো বোলারকে নির্দ্বিধায় স্কুপ করে ছক্কা মারল। চোখের সৌন্দর্য! কিন্তু এভাবে যদি ওয়েড মিরপুরে মারত, দেখা যেত ফাইন লেগে ক্যাচ হতো।
ডেভিড ওয়ার্নারের রিভিউ না নেওয়া নিয়েও অনেক কথা হচ্ছে। তবে রিজওয়ানের হাতে বল যাওয়ার আগে কিন্তু একটা আওয়াজ হয়েছে। সেই আওয়াজের কারণে বিভ্রান্ত ওয়ার্নার রিভিউ নেওয়ার ঝুঁকিটা নিতে চায়নি।
অস্ট্রেলিয়া দুর্দান্ত খেলে জিতেছে। তবু পুরো টুর্নামেন্টে যেভাবে খেলল পাকিস্তান, দলটার জন্য হাততালি দিতেই হবে। হারার পরও পাকিস্তানের অধিনায়ক বাবর আজম ড্রেসিংরুমে দলকে যেভাবে সাহস জুগিয়ে গেল, অসাধারণ। সে বলল, ‘একটা দলকে গোছানো অনেক কষ্ট; কিন্তু ভেঙে দেওয়া খুব সহজ। কেউ যেন হারার জন্য কারও দিকে আঙুল না তোলে।’ অধিনায়কের এই ইতিবাচক মানসিকতাই দলটাকে বদলে দিয়েছে, যা বুঝলাম। সব মিলিয়ে আমি বাবরের মধ্যে ইমরান খানের ছায়া দেখতে পাচ্ছি।। বাবরের হাতে তাই আমি ২০২২ সালের বিশ্বকাপটা দেখছি।
মোহাম্মদ রিজওয়ানের আইসিইউতে থাকার বিষয়টি শুনে তো বিস্মিত হয়েছি। একটা মানুষ দুই রাত আইসিইউতে ছিল, এরপর খেলতে নেমে গেল, আবার বাউন্সারে মুখে আঘাত পাওয়ার পরও অনড় ছিল। খেলোয়াড়দের মধ্যে দলের জন্য উৎসর্গ করার এই মানসিকতা কিন্তু এসেছে ড্রেসিংরুমে অধিনায়কের এসব বার্তা থেকেই। পাকিস্তানের বিদায় হয়েছে। তবুও আমি বলব, ওরা চ্যাম্পিয়নের মতো খেলেছে।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫