Ajker Patrika

রায়পুরায় প্রতীক পেলেন ৪২ জন

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি
আপডেট : ০৮ ডিসেম্বর ২০২১, ১২: ৪৮
রায়পুরায় প্রতীক পেলেন ৪২ জন

নরসিংদীর রায়পুরা পৌরসভা নির্বাচনে মেয়র, সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলরদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, মোট ৪২ জনকের প্রতীক দেওয়া হয়েছে। এর মধ্যে মেয়র পদে ৫ জন, নয়টি ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদে ২৮ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৯ জন রয়েছেন। গতকাল মঙ্গলবার তাঁদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করা পাঁচজন হলেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীক নিয়ে লড়ছেন মোহাম্মদ মাহবুব আলম শাহীন, আওয়ামী লীগের বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থী মো. আনোয়ার হোসেন (জগ), স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান মেয়র মো. জামাল মোল্লা (মোবাইল), স্বতন্ত্র প্রার্থী আবদুল কুদ্দুস (নারিকেল গাছ), ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মো. শামীম মোল্লা (হাতপাখা)।

রায়পুরা উপজেলা অফিস সূত্রে জানা যায়, পৌরসভায় প্রায় ২৬ হাজার ৫১৭ জন ভোটার রয়েছেন। এর মধ্যে ১৩ হাজার ৫৬৭ জন মহিলা। ১২ হাজার ৯৫০ জন পুরুষ ভোটার। ভোট কেন্দ্রের সংখ্যা ৯ টি। ভোটগ্রহণ কক্ষের সংখ্যা ৭৬টি।

জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো. মেজবাহ্ উদ্দিন বলেন, ‘মঙ্গলবার জেলা কার্যালয় থেকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। এখন পর্যন্ত আচরণবিধি লঙ্ঘনের কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। কোনো অভিযোগ পাওয়া মাত্রই নির্বাচন কার্যালয় থেকে মনিটরিং টিম পাঠিয়ে ব্যবস্থা নেওয়া হবে। সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করতে ইতিমধ্যে সব প্রস্তুতি নেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

সিঙ্গাপুরে স্থায়ী বসবাসের সুযোগ, আবেদন ফি মাত্র ৭ হাজার টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত