Ajker Patrika

পরিচালনায় স্বাগতা

পরিচালনায় স্বাগতা

প্রথমবারের মতো পরিচালনায় আসছেন অভিনেত্রী ও সংগীতশিল্পী জিনাত সানু স্বাগতা। বিটিভির ‘ছোট ছবি, বড় স্বপ্ন’ প্রকল্পের আওতায় একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করবেন তিনি। স্বাগতার প্রথম সিনেমার নাম ‘অতএব’। সিনেমাটি নিয়ে স্বাগতা বলেন, ‘এটি ভালোবাসার গল্প। রোমিও-জুলিয়েট, শিরি-ফরহাদের মতো ব্যর্থ প্রেমের গল্প। সামাজিক বৈষম্যের কারণে প্রকৃত ভালোবাসা পূর্ণতা না পাওয়ার গল্পই দেখা যাবে। পরিচিত একটি গল্প। তবে দেখাতে চাই আমার মতো করে।’

স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগে পড়েছেন স্বাগতা। মাস্টার্সের অংশ হিসেবে একটি স্বল্পদৈর্ঘ্য সিনেমা তৈরির কথা ছিল। অতএব গল্পটি তাঁর তখনকার লেখা। এখনো মাস্টার্স শেষ করা হয়ে ওঠেনি স্বাগতার। ফলে এটিও এত দিন তৈরি করা হয়নি।

স্বাগতা জানান, মাসখানেক আগে বিটিভির ‘ছোট ছবি, বড় স্বপ্ন’ প্রকল্পের সার্কুলেশন দেখে চিত্রনাট্যটি জমা দেন তিনি। প্রাথমিকভাবে নির্বাচিত হওয়ার পর সাক্ষাৎকারের জন্য ডাক আসে। সব প্রক্রিয়া শেষ করে অবশেষে ২৩ নভেম্বর বিটিভির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়, নির্বাচিত হয়েছে তাঁর চিত্রনাট্য।

স্বাগতার এই সিনেমায় কারা অভিনয় করবেন, তা এখনো চূড়ান্ত হয়নি। নতুন শিল্পীদের নিয়েই কাজটি করতে চান তিনি। স্বাগতা বলেন, ‘কয়েকজনের নাম মাথায় আছে। তবে এখনো কারও সঙ্গে কথা হয়নি। শুটিংয়ের আগে ৭ দিনের ওয়ার্কশপে অংশ নিতে হবে আমাকে।

সেটা শেষ করে অভিনয়শিল্পীদের বিষয়ে সিদ্ধান্ত নেব।’ পরিচালনায় নাম লিখিয়েই থামতে চান না স্বাগতা। নিয়মিত ক্যামেরার পেছনে থাকার পরিকল্পনা আছে তাঁর।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তোরা যারা রাজাকার, সময় থাকতে বাংলা ছাড়: ফেসবুকে বাকের মজুমদার

সমাবেশে দলীয় স্লোগান ও জাতীয় সংগীত পরিবেশনে বাধা দেওয়া প্রসঙ্গে এনসিপির বিবৃতি

যুক্তরাষ্ট্র-চীন সমঝোতায় এক দিনে ১০০ ডলার কমল সোনার দাম

যুদ্ধ বলিউডের সিনেমা নয়: ভারতের সাবেক সেনাপ্রধান

কঠোর হচ্ছে যুক্তরাজ্যের অভিবাসন নীতি, স্থায়ী বসবাসের আবেদনে অপেক্ষা ১০ বছর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত