Ajker Patrika

গুলশান বনানী বারিধারায় বাড়ছে হোল্ডিং ট্যাক্স

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ৩১ মার্চ ২০২২, ১৩: ৪৭
গুলশান বনানী বারিধারায় বাড়ছে হোল্ডিং ট্যাক্স

আগামী জুলাই থেকে রাজধানীর অভিজাত এলাকা গুলশান, বনানী ও বারিধারায় হোল্ডিং ট্যাক্স বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। গতকাল গুলশানে ডিএনসিসির নগর ভবনে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ সিদ্ধান্তের কথা জানিয়ে মেয়র আতিকুল ইসলাম বলেন, বর্গফুট অনুযায়ী ভাড়া এখনকার চেয়ে ৩৩ শতাংশ বেশি ধরে নতুন ট্যাক্স নির্ধারণ করা হবে।

মেয়র বলেন, ‘ঢাকায় এখন ২০০৮ সালের বাড়িভাড়ার হার অনুযায়ী প্রতি বর্গফুটের ভাড়া ১৮ টাকা হিসাব করে সেটির ওপর হোল্ডিং ট্যাক্স আদায় করা হচ্ছে। এই রেট অনেক দিন ধরে চলে আসছে। জুলাই থেকে বর্গফুট অনুযায়ী ভাড়া আরও ৩৩ শতাংশ বেশি ধরা হবে। এখন অভিজাত এলাকার বাড়িভাড়া এত কম নয়। এ জন্য আমরা তা সমন্বয় করব। প্রতি বর্গফুট ১৮ টাকা থেকে ৩৩ শতাংশ বাড়িয়ে ২৪ টাকা ধরা হবে। প্রতি বর্গফুট ২৪ টাকা হিসাব করে যা ভাড়া আসবে, তার ওপর ১২ শতাংশ হবে হোল্ডিং ট্যাক্স।’

ডিএনসিসির হোল্ডিং ট্যাক্স আদায় কার্যক্রম অটোমেশনের আওতায় আনা উপলক্ষে আয়োজিত গতকালের ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম। অভিজাত এলাকায় হোল্ডিং ট্যাক্সের পাশাপাশি গ্যাস ও পানির দাম বাড়াতে সিটি করপোরেশনের কাছে প্রস্তাব রাখেন তিনি। তিনি বলেন, রাজধানীতে হোল্ডিং ট্যাক্স, পানি, গ্যাস, বিদ্যুৎসহ অন্যান্য সেবার জন্য অঞ্চলভিত্তিক মূল্য নির্ধারণ করতে হবে।

তাজুল ইসলাম বলেন, ‘গুলশান, বনানী, বারিধারার মতো অভিজাত এলাকা এবং যাত্রাবাড়ীর পানি, বিদ্যুৎ, গ্যাসসহ অন্যান্য ইউটিলিটিক্যাল সার্ভিসের চার্জ যদি সমান হয়, তাহলে সবাই তো অভিজাত এলাকায় থাকতে চাইবে। কেউ তো যাত্রাবাড়ী বা কম সুযোগ-সুবিধাসংবলিত এলাকায় থাকবে না। তাই জোনভিত্তিক সার্ভিসের মূল্য নির্ধারণ করা এখন সময়ের দাবি।’

অটোমেশন কার্যক্রমের ফলে কর আদায়ে ভোগান্তি ও দুর্নীতি নিয়ে নাগরিকদের অভিযোগ কমে আসবে আশা করে মেয়র আতিক বলেন, ‘ট্যাক্স কালেক্টররা অসততা করেন, মানুষকে ভয়ভীতি দেখিয়ে হয়রানি করেন। ১০ জনের কাছ থেকে ট্যাক্স নেন, আটটি মানি রিসিট সিটি করপোরেশনকে দেন, দুটি দেন না। এমন হাজারো ঝামেলা আমি দেখছি।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের সভাপতি মো. জসিম উদ্দিন, নগর গবেষণা কেন্দ্রের সভাপতি অধ্যাপক নজরুল ইসলাম, বিজিএমইএর সহসভাপতি শহীদুল আজিম, ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা প্রমুখ।

অভিজাত এলাকায় হোল্ডিং ট্যাক্স বাড়ানোর সিদ্ধান্ত প্রসঙ্গে জানতে চাইলে গুলশান সোসাইটির সভাপতি ড. এ টি এম শামসুল হুদা আজকের পত্রিকাকে বলেন, ‘ডিএনসিসির মেয়র কী বলছেন, কেন বলছেন, তা বুঝে নিতে হবে। এর আগে এ বিষয়ে মন্তব্য করা ঠিক হবে না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সমাবেশে দলীয় স্লোগান ও জাতীয় সংগীত পরিবেশনে বাধা দেওয়া প্রসঙ্গে এনসিপির বিবৃতি

তোরা যারা রাজাকার, সময় থাকতে বাংলা ছাড়: ফেসবুকে বাকের মজুমদার

কঠোর হচ্ছে যুক্তরাজ্যের অভিবাসন নীতি, স্থায়ী বসবাসের আবেদনে অপেক্ষা ১০ বছর

যুদ্ধ বলিউডের সিনেমা নয়: ভারতের সাবেক সেনাপ্রধান

রাজপথের চাপে কোনো বিচার করা সম্ভব নয়: চিফ প্রসিকিউটর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত