Ajker Patrika

নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
আপডেট : ০৩ নভেম্বর ২০২১, ১৩: ২২
নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার বঙ্গসোনাহাট বাজার থেকে প্রায় আড়াই মণ নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় পিরানহা বিক্রির অপরাধে একতা মৎস্য আড়তের আনোয়ার হোসেনকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

জব্দ করা মাছ উপজেলা চত্বরে মাটি চাপা দিয়ে ধ্বংস করা হয়েছে। গত সোমবার বিকেলে এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও দীপক কুমার দেব শর্মা। অভিযানকালে মৎস্য কর্মকর্তা আদম মালিক চৌধুরী এবং স‍্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ‍্য পরিদর্শক আবু বক্কর সিদ্দিক উপস্থিত ছিলেন।

উপজেলা মৎস্য কর্মকর্তা আদম মালিক চৌধুরী বলেন, পিরানহা রাক্ষসে মাছ। এ মাছ মানবদেহের জন্য ক্ষতিকর। পিরানহা চাষ ও বিক্রি নিষিদ্ধ।

ইউএনও দীপক কুমার দেব শর্মা জানান, একশ্রেণির অসাধু মৎস্য ব্যবসায়ী অধিক লাভের আশায় বাইরে থেকে পিরানহা মাছ এনে উপজেলার বিভিন্ন হাটবাজারে রুপচাঁদা নামে বিক্রি করছেন এমন অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। উপজেলার হাটবাজারগুলোতে এ ধরনের অভিযান অব‍্যাহত থাকবে বলে জানান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত