দীর্ঘ ৯ মাস পাকিস্তানি হানাদার বাহিনীর নির্মম হত্যা ও ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে রক্তাক্ত সংগ্রাম আর লাখো প্রাণের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীন বাংলাদেশ। মুক্তিযুদ্ধ আমাদের অহংকার হলেও স্বাধীনতার ৫১ বছরে সেভাবে নির্মাণ হয়নি মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র। মুক্তিযুদ্ধ নিয়ে ১৯৭২ সালে প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ওরা ১১ জন’ নির্মাণ করেন চাষী নজরুল ইসলাম। সত্তরের দশকে মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমা নির্মাণ হলেও এরপর ধীরে ধীরে কমে যায় নির্মাণ।
সাম্প্রতিক সময়ে নির্মাতাদের মধ্যে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র নির্মাণে আগ্রহ দেখা যাচ্ছে। গত দুই বছরেই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে বেশ কিছু সিনেমা। এরই ধারাবাহিকতায় গতকাল মুক্তি পেয়েছে মুক্তিযুদ্ধবিষয়ক দুটি সিনেমা ‘জয় বাংলা’ ও ‘৭১-এর একখণ্ড ইতিহাস’। সরকারি অনুদানে ‘জয় বাংলা’ বানিয়েছেন কাজী হায়াৎ। ইতিহাসবিদ ও সাহিত্যিক মুনতাসীর মামুনের উপন্যাস ‘জয় বাংলা’ অবলম্বনে তৈরি হয়েছে সিনেমার চিত্রনাট্য। অভিনয় করেছেন বাপ্পী চৌধুরী, জাহারা মিতু, শ্রাবণ শাহ, সিয়াম খান রাতুল, নাদের চৌধুরী, রেবেকা রউফ, কাজী হায়াৎ, দুলারী প্রমুখ। আর ‘৭১-এর একখণ্ড ইতিহাস’ বানিয়েছেন মিজানুর রহমান শামীম। মুক্তিযোদ্ধা চরিত্রে আছেন রুবেল।
এ ছাড়া এ মাসের শেষ দিকে মুক্তি পাওয়ার কথা রয়েছে ‘বীরাঙ্গনা ৭১’। সিনেমাটিতে অভিনয় করছেন শাহেদ শরীফ খান ও চিত্রনায়িকা শিরিন শিলা। পরিচালনা করছেন এম সাখাওয়াত হোসেন।
২০২১ সালে মার্চে মুক্তি পাওয়া তৌকীর আহমেদ পরিচালিত ‘স্ফুলিঙ্গ’ সিনেমায় ফুটে উঠেছিল মুক্তিযুদ্ধ। সিনেমার প্রেক্ষাপট একটি ব্যান্ডকে নিয়ে হলেও মুক্তিযুদ্ধ ও বর্তমান প্রজন্মের স্ফুলিঙ্গের গল্প দেখানো হয়েছে। এতে অভিনয় করেছেন জাকিয়া বারী মম, শ্যামল মাওলা, পরীমণি, রওনক হাসান, আবুল হায়াত, মামুনুর রশীদ, শহীদুল আলম সাচ্চু প্রমুখ।
একই দিনে মুক্তি পায় শাহরিয়ার নাজিম জয় পরিচালিত ‘প্রিয় কমলা’। যুদ্ধের সময়কার একেবারের অজপাড়াগাঁয়ের নিটোল প্রেমের গল্প ফুটে উঠেছে এতে। ‘প্রিয় কমলা’র প্রধান চরিত্রে অভিনয় করেছেন অপু বিশ্বাস ও বাপ্পী চৌধুরী। আরও আছেন সোহেল খান, সেহেঙ্গাল বিপ্লব, মালা প্রমুখ।
গত বছরের ১০ ডিসেম্বর মুক্তি পায় সরকারি অনুদানের ‘লাল মোরগের ঝুঁটি’ ও ‘কালবেলা’ সিনেমা দুটি। নুরুল আলম আতিকের পরিচালনায় ‘লাল মোরগের ঝুঁটিতে দেখানো হয়েছে ১৯৭১ সালের আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বরের গল্প। সৈয়দপুরে বিমানবন্দর নির্মাণের জন্য ঘাঁটি গড়ে তোলে দুই পাকিস্তানি ক্যাপ্টেন ও কয়েকজন সেনা।
রাজাকারদের সহায়তায় নির্মাণশ্রমিকদের আটকে রেখে মানবেতরভাবে কাজ করানো হয়। এই গ্রামের প্রান্তিক মানুষ, যাদের রেডিও ছাড়া মুক্তিযুদ্ধ সম্পর্কে জানার আর কোনো মাধ্যম নেই, তারা প্রগাঢ়ভাবে উপস্থিত এই সিনেমায়। পরোক্ষভাবে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের ভূমিকাও উঠে এসেছে এতে। অভিনয় করেছেন লায়লা হাসান, আহমেদ রুবেল, আশনা হাবিব ভাবনা, অশোক বেপারী, আশীষ খন্দকার, জয়রাজ, জ্যোতিকা জ্যোতি, স্বাগতা প্রমুখ।
অন্যদিকে একাত্তরের মুক্তিযুদ্ধের পটভূমিতে একজন নারীর সংগ্রামের কাহিনি নিয়ে নির্মিত ‘কালবেলা’ সাইদুল আনাম টুটুলের সর্বশেষ নির্মাণ। এই চলচ্চিত্রে আরও ফুটে উঠেছে যুদ্ধকালীন সাধারণ মানুষের আশ্রয়ের সন্ধানে অনিশ্চিত যাত্রা, পাকিস্তানি বাহিনী ও তার দোসরদের নির্মমতা এবং যুদ্ধকালীন সামাজিক অস্থিরতা। এই সিনেমার প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন শিশির আহমেদ ও তাহমিনা অথৈ।
২০২২ সালের আগস্টে মুক্তি পায় মুক্তিযুদ্ধের আরেক সিনেমা ‘আশীর্বাদ’। সত্তরের দশকের ছাত্ররাজনীতি, মুক্তিযুদ্ধ থেকে শুরু করে বর্তমান সময়ের পরিস্থিতি নিয়ে কয়েকটি ধাপে সিনেমাটির গল্প সাজানো হয়েছে। পরিচালনায় মোস্তাফিজুর রহমান মানিক। সরকারি অনুদানের এই সিনেমার সহপ্রযোজনার পাশাপাশি কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন তাহেরা ফেরদৌস জেনিফার। প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন জিয়াউল রোশান ও মাহিয়া মাহি।
অক্টোবরে মুক্তি পায় স্বাধীন বাংলা ফুটবল দলকে কেন্দ্র করে নির্মিত সিনেমা ‘দামাল’। ফরিদুর রেজা সাগরের গল্পে সিনেমাটির চিত্রনাট্য করেছেন নাজিম উদ দৌলা ও রায়হান রাফী। পরিচালনায় রায়হান রাফী। এতে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, বিদ্যা সিনহা মিম, শরিফুল রাজসহ অনেকেই। এ ছাড়া গত দুই বছরে বঙ্গবন্ধুকে নিয়ে নির্মিত ‘টুঙ্গিপাড়ার মিয়াভাই’, ‘মুজিব আমার পিতা’ ও ‘চিরঞ্জীব মুজিব’ সিনেমাতেও ফুটে উঠেছে মুক্তিযুদ্ধের চিত্র।
এ ছাড়া মুক্তির অপেক্ষায় আছে ‘রেডিও’, ‘ক্ষমা নেই, ‘দামপাড়া’, ‘জে কে ১৯৭১’, ‘১৯৭১ সেইসব দিনগুলো’, ‘ফিরে দেখা’, ‘একটি না বলা গল্প’, ‘ওরা সাতজন’সহ বেশ কিছু মুক্তিযুদ্ধবিষয়ক সিনেমা। দেরিতে হলেও মহান মুক্তিযুদ্ধ নিয়ে সিনেমা নির্মাণকে সাধুবাদ জানাচ্ছেন চলচ্চিত্রসংশ্লিষ্ট ব্যক্তিরা। তবে অবশ্যই খেয়াল রাখতে হবে মহান মুক্তিযুদ্ধের ইতিহাস যেন বিকৃত না হয়, অক্ষুণ্ন থাকে মুক্তিযুদ্ধের মহিমা।
দীর্ঘ ৯ মাস পাকিস্তানি হানাদার বাহিনীর নির্মম হত্যা ও ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে রক্তাক্ত সংগ্রাম আর লাখো প্রাণের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীন বাংলাদেশ। মুক্তিযুদ্ধ আমাদের অহংকার হলেও স্বাধীনতার ৫১ বছরে সেভাবে নির্মাণ হয়নি মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র। মুক্তিযুদ্ধ নিয়ে ১৯৭২ সালে প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ওরা ১১ জন’ নির্মাণ করেন চাষী নজরুল ইসলাম। সত্তরের দশকে মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমা নির্মাণ হলেও এরপর ধীরে ধীরে কমে যায় নির্মাণ।
সাম্প্রতিক সময়ে নির্মাতাদের মধ্যে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র নির্মাণে আগ্রহ দেখা যাচ্ছে। গত দুই বছরেই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে বেশ কিছু সিনেমা। এরই ধারাবাহিকতায় গতকাল মুক্তি পেয়েছে মুক্তিযুদ্ধবিষয়ক দুটি সিনেমা ‘জয় বাংলা’ ও ‘৭১-এর একখণ্ড ইতিহাস’। সরকারি অনুদানে ‘জয় বাংলা’ বানিয়েছেন কাজী হায়াৎ। ইতিহাসবিদ ও সাহিত্যিক মুনতাসীর মামুনের উপন্যাস ‘জয় বাংলা’ অবলম্বনে তৈরি হয়েছে সিনেমার চিত্রনাট্য। অভিনয় করেছেন বাপ্পী চৌধুরী, জাহারা মিতু, শ্রাবণ শাহ, সিয়াম খান রাতুল, নাদের চৌধুরী, রেবেকা রউফ, কাজী হায়াৎ, দুলারী প্রমুখ। আর ‘৭১-এর একখণ্ড ইতিহাস’ বানিয়েছেন মিজানুর রহমান শামীম। মুক্তিযোদ্ধা চরিত্রে আছেন রুবেল।
এ ছাড়া এ মাসের শেষ দিকে মুক্তি পাওয়ার কথা রয়েছে ‘বীরাঙ্গনা ৭১’। সিনেমাটিতে অভিনয় করছেন শাহেদ শরীফ খান ও চিত্রনায়িকা শিরিন শিলা। পরিচালনা করছেন এম সাখাওয়াত হোসেন।
২০২১ সালে মার্চে মুক্তি পাওয়া তৌকীর আহমেদ পরিচালিত ‘স্ফুলিঙ্গ’ সিনেমায় ফুটে উঠেছিল মুক্তিযুদ্ধ। সিনেমার প্রেক্ষাপট একটি ব্যান্ডকে নিয়ে হলেও মুক্তিযুদ্ধ ও বর্তমান প্রজন্মের স্ফুলিঙ্গের গল্প দেখানো হয়েছে। এতে অভিনয় করেছেন জাকিয়া বারী মম, শ্যামল মাওলা, পরীমণি, রওনক হাসান, আবুল হায়াত, মামুনুর রশীদ, শহীদুল আলম সাচ্চু প্রমুখ।
একই দিনে মুক্তি পায় শাহরিয়ার নাজিম জয় পরিচালিত ‘প্রিয় কমলা’। যুদ্ধের সময়কার একেবারের অজপাড়াগাঁয়ের নিটোল প্রেমের গল্প ফুটে উঠেছে এতে। ‘প্রিয় কমলা’র প্রধান চরিত্রে অভিনয় করেছেন অপু বিশ্বাস ও বাপ্পী চৌধুরী। আরও আছেন সোহেল খান, সেহেঙ্গাল বিপ্লব, মালা প্রমুখ।
গত বছরের ১০ ডিসেম্বর মুক্তি পায় সরকারি অনুদানের ‘লাল মোরগের ঝুঁটি’ ও ‘কালবেলা’ সিনেমা দুটি। নুরুল আলম আতিকের পরিচালনায় ‘লাল মোরগের ঝুঁটিতে দেখানো হয়েছে ১৯৭১ সালের আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বরের গল্প। সৈয়দপুরে বিমানবন্দর নির্মাণের জন্য ঘাঁটি গড়ে তোলে দুই পাকিস্তানি ক্যাপ্টেন ও কয়েকজন সেনা।
রাজাকারদের সহায়তায় নির্মাণশ্রমিকদের আটকে রেখে মানবেতরভাবে কাজ করানো হয়। এই গ্রামের প্রান্তিক মানুষ, যাদের রেডিও ছাড়া মুক্তিযুদ্ধ সম্পর্কে জানার আর কোনো মাধ্যম নেই, তারা প্রগাঢ়ভাবে উপস্থিত এই সিনেমায়। পরোক্ষভাবে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের ভূমিকাও উঠে এসেছে এতে। অভিনয় করেছেন লায়লা হাসান, আহমেদ রুবেল, আশনা হাবিব ভাবনা, অশোক বেপারী, আশীষ খন্দকার, জয়রাজ, জ্যোতিকা জ্যোতি, স্বাগতা প্রমুখ।
অন্যদিকে একাত্তরের মুক্তিযুদ্ধের পটভূমিতে একজন নারীর সংগ্রামের কাহিনি নিয়ে নির্মিত ‘কালবেলা’ সাইদুল আনাম টুটুলের সর্বশেষ নির্মাণ। এই চলচ্চিত্রে আরও ফুটে উঠেছে যুদ্ধকালীন সাধারণ মানুষের আশ্রয়ের সন্ধানে অনিশ্চিত যাত্রা, পাকিস্তানি বাহিনী ও তার দোসরদের নির্মমতা এবং যুদ্ধকালীন সামাজিক অস্থিরতা। এই সিনেমার প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন শিশির আহমেদ ও তাহমিনা অথৈ।
২০২২ সালের আগস্টে মুক্তি পায় মুক্তিযুদ্ধের আরেক সিনেমা ‘আশীর্বাদ’। সত্তরের দশকের ছাত্ররাজনীতি, মুক্তিযুদ্ধ থেকে শুরু করে বর্তমান সময়ের পরিস্থিতি নিয়ে কয়েকটি ধাপে সিনেমাটির গল্প সাজানো হয়েছে। পরিচালনায় মোস্তাফিজুর রহমান মানিক। সরকারি অনুদানের এই সিনেমার সহপ্রযোজনার পাশাপাশি কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন তাহেরা ফেরদৌস জেনিফার। প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন জিয়াউল রোশান ও মাহিয়া মাহি।
অক্টোবরে মুক্তি পায় স্বাধীন বাংলা ফুটবল দলকে কেন্দ্র করে নির্মিত সিনেমা ‘দামাল’। ফরিদুর রেজা সাগরের গল্পে সিনেমাটির চিত্রনাট্য করেছেন নাজিম উদ দৌলা ও রায়হান রাফী। পরিচালনায় রায়হান রাফী। এতে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, বিদ্যা সিনহা মিম, শরিফুল রাজসহ অনেকেই। এ ছাড়া গত দুই বছরে বঙ্গবন্ধুকে নিয়ে নির্মিত ‘টুঙ্গিপাড়ার মিয়াভাই’, ‘মুজিব আমার পিতা’ ও ‘চিরঞ্জীব মুজিব’ সিনেমাতেও ফুটে উঠেছে মুক্তিযুদ্ধের চিত্র।
এ ছাড়া মুক্তির অপেক্ষায় আছে ‘রেডিও’, ‘ক্ষমা নেই, ‘দামপাড়া’, ‘জে কে ১৯৭১’, ‘১৯৭১ সেইসব দিনগুলো’, ‘ফিরে দেখা’, ‘একটি না বলা গল্প’, ‘ওরা সাতজন’সহ বেশ কিছু মুক্তিযুদ্ধবিষয়ক সিনেমা। দেরিতে হলেও মহান মুক্তিযুদ্ধ নিয়ে সিনেমা নির্মাণকে সাধুবাদ জানাচ্ছেন চলচ্চিত্রসংশ্লিষ্ট ব্যক্তিরা। তবে অবশ্যই খেয়াল রাখতে হবে মহান মুক্তিযুদ্ধের ইতিহাস যেন বিকৃত না হয়, অক্ষুণ্ন থাকে মুক্তিযুদ্ধের মহিমা।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫