Ajker Patrika

খালেদা জিয়ার অবস্থা আগের মতোই

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২০ নভেম্বর ২০২১, ১০: ৩৯
খালেদা জিয়ার অবস্থা আগের মতোই

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার তেমন উন্নতি হয়নি। তাঁর চিকিৎসকেরা গতকাল শুক্রবার বলেছেন, বর্তমান অবস্থায় উন্নত কোনো দেশে তাঁর চিকিৎসা একমাত্র সম্ভব। এ অবস্থায় বিএনপি ধরেই নিয়েছে, সরকার তাঁকে দেশের বাইরে যেতে অনুমতি দেবে না। তাই সরকারের মুখাপেক্ষী না থেকে অসুস্থ চেয়ারপারসনের জীবন বাঁচাতে সমমনাদের নিয়ে আন্দোলনে যেতে চায় তারা। খালেদা জিয়ার মুক্তি ও তাঁর বিদেশে চিকিৎসার দাবিতে ঘোষিত কর্মসূচিসহ আগামী দিনের সব কর্মসূচিতে পাশে চায় সমমনা দলগুলোকে।

খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে আজ শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রাজধানীসহ দেশের মহানগর ও জেলা পর্যায়ে গণ-অনশন কর্মসূচি পালন করবে বিএনপি। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ কর্মসূচি পালিত হবে। দাবি আদায়ে এ কর্মসূচি থেকে আরও নতুন কর্মসূচির ঘোষণা আসবে। এ খবর দিয়ে সমমনাদের পাশে থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় এ আহ্বান জানান ফখরুল। সমমনা দলগুলোকে বিএনপির কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমাদের কেন্দ্রীয় অফিসে গণ-অনশনের আহ্বান জানিয়েছি। আমরা আশা করব, সবাই এ গণ-অনশনে একাত্মতা ঘোষণা করবেন। আমরা আহ্বান জানাচ্ছি, দয়া করে আসবেন। দেশনেত্রী যেন বিদেশে চিকিৎসার সুযোগ পান, সেই আন্দোলনটাকে আমরা জোরদার করি। সেখান থেকেই পরবর্তী সময়ে আমরা আমাদের আরও কর্মসূচি ঘোষণা করব।’

গতকাল এ বিষয়ে জানতে চাইলে বিএনপির মহাসচিব আজকের পত্রিকাকে বলেন, ‘ম্যাডামের (খালেদা জিয়া) মুক্তি ও চিকিৎসার দাবিতে আরও কর্মসূচি ঘোষণা করা হবে।’ কী ধরনের কর্মসূচি আসছে, জানতে চাইলে তিনি বলেন, ‘এটা তো আগেই বলা যাবে না। শনিবারের (আজ) কর্মসূচি শেষ হলে জানানো হবে।’

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন খালেদা জিয়া। ১৩ নভেম্বর এই হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। চিকিৎসকদের বরাত দিয়ে বিএনপির দায়িত্বশীলরা বলছেন, তাঁর (খালেদা জিয়া) হার্ট, কিডনি, লিভারে জটিলতা প্রকট আকার ধারণ করেছে। হিমোগ্লোবিনের মাত্রা আশঙ্কাজনক হারে কমে গিয়েছে। তাঁর দুটো কিডনির একটিও ঠিকভাবে কাজ করছে না। বায়োপসি রিপোর্টে তাঁর ক্যানসার ধরা পড়েছে এবং দিনকে দিন তা শরীরে ছড়িয়ে পড়ছে। কিন্তু করোনা-পরবর্তী জটিলতার কারণে ক্যানসার প্রতিরোধে কেমোথেরাপি দেওয়া সম্ভব হচ্ছে না। এর বাইরে বার্ধক্যজনিত নানা সমস্যা তীব্র থেকে তীব্রতর হয়েছে। সব মিলিয়ে একদম ভালো নেই তিনি। মির্জা ফখরুল গত বৃহস্পতিবার বলেন, খালেদা জিয়া জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। গতকাল সন্ধ্যা পর্যন্ত তাঁর শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি বলে জানান ফখরুল।

চিকিৎসকেরা বলছেন, খালেদা জিয়ার অবস্থা এতটাই গুরুতর যে, এ অবস্থায় দেশের বাইরে উন্নত চিকিৎসার জন্য পাঠানো ছাড়া আর কোনো বিকল্প নেই। গতকাল তাঁকে রক্ত দেওয়া হয়েছে। এতে তাঁর হিমোগ্লোবিনের মাত্রা সামান্য বেড়েছে।

অনশনের নামে অরাজকতা করলে ব্যবস্থা

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বিএনপির গণ-অনশনের বিষয়ে কিছু বলা বা করার নেই। তবে অনশনের নামে কেউ রাস্তায় নেমে অরাজকতা করলে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে। গতকাল রাজধানীর পূর্ব রাজাবাজার এলাকায় ৯৯ নম্বর ওয়ার্ডের সব ইউনিট আওয়ামী লীগের সম্মেলনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, খালেদা জিয়া ভালো চিকিৎসা পান, সুস্থ হোন—আমরাও সেটা চাই। তবে দেশের প্রচলিত যে আইন রয়েছে, তার বাইরে গিয়ে কিছু নয়।

সরকার ছিনিমিনি খেলছে

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, খালেদা জিয়া জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। তাঁর জীবন নিয়ে শুধু নয়, তার চিকিৎসা নিয়ে ছিনিমিনি খেলছে সরকার। ভয়ংকর ও নিষ্ঠুর, অমানবিক সরকার ছাড়া কেউই এটা করতে পারে না। গতকাল রাজধানীর মোহাম্মদপুরে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে পথশিশুদের মাঝে শীতবস্ত্র ও খাবার বিতরণকালে তিনি এ কথা বলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নিখোঁজ সাংবাদিক বিভুরঞ্জন সরকারের লাশ মিলল মেঘনায়, শোকাহত আজকের পত্রিকা

‘সামনে চমকপ্রদ বেশ কিছু ঘটনা ঘটবে, অনেক বিষয় আমি জানি’

কিশোরগঞ্জে যুবদলের দুই পক্ষের সংঘর্ষ-গুলি, নিহত ১

‘মব’ সৃষ্টি করে ৩ কিশোরকে সেতুর সঙ্গে বেঁধে রাতভর পিটুনি, নিহত ১

সনদ জালিয়াতি: ব্যাংকের চাকরি যাওয়া জাহাঙ্গীরের স্কুল সভাপতির পদও গেল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত