Ajker Patrika

মা-বাবার কাছে যেতে চায় মীম

বাগেরহাট প্রতিনিধি
আপডেট : ১৭ অক্টোবর ২০২১, ১৩: ১৭
মা-বাবার কাছে যেতে চায় মীম

মা-বাবার কাছে ফিরতে চায় বাগেরহাট শহরের মুক্তি ক্লিনিকের সামনে থেকে উদ্ধার হওয়া সাত বছরের শিশু মীম। পুলিশও খুঁজে বেড়াচ্ছে মীমের অভিভাবককে। অভিভাবকদের খোঁজ না পাওয়ায় গত বৃহস্পতিবার বিকেলে সমাজ সেবা অধিদপ্তর, বাগেরহাটের প্রবেশন অফিসার সোহেলে পারভেজের কাছে শিশুটিকে হস্তান্তর করেছে বাগেরহাট সদর থানা-পুলিশ। পরে মীমকে বাগেরহাট সরকারি শিশু পরিবারে পাঠানো হয়েছে।

এর আগে গত বুধবার রাতে ৯৯৯-এ ফোন পেয়ে বাগেরহাট শহরের মুক্তি ক্লিনিকের সামনে থেকে মীমকে উদ্ধার করে পুলিশ।

শিশু মীমের গায়ের রং কালো। তার পড়নে কালো-হলুদ ও সাদা রং মিশ্রিত একটি জামা রয়েছে। তার কাছে একটি ব্যাগও রয়েছে। সে শুধুমাত্র তার নাম মীম এবং বাড়ি সিলেট এই দুটি শব্দ স্পষ্টভাবে বলতে পারে। মা-বাবা বা অন্য অভিভাবকদের নাম জানতে চাইলে বলে শারমিন।

সামান্য তোতলা এই শিশুর অভিভাবকদের খুঁজে পেতে সকলের সহযোগিতা চেয়েছেন বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুল ইসলাম।

সমাজ সেবা অধিদপ্তর, বাগেরহাটের প্রবেশন অফিসার সোহেল পারভেজ বলেন, আপাতত শিশুটিকে শহরের দশানীর সরকারি শিশু পরিবারে রাখা হয়েছে। শিশুটির অভিভাবকদের খুঁজে পেতে তাঁরা সব ধরনের চেষ্টা করছেন। অভিভাবক না পাওয়া পর্যন্ত সেখানেই থাকবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত