Ajker Patrika

উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শনে রাষ্ট্রপতি

কিশোরগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১৬ নভেম্বর ২০২১, ১৮: ৫৬
উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শনে রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সাত দিনের কিশোরগঞ্জে সফরের চতুর্থ দিনে গতকাল ইটনা উপজেলায় বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন করেছেন।

রাষ্ট্রপতি বেলা আড়াইটার দিকে নিজ বাড়ি মিঠামইনের কামালপুর থেকে গাড়িতে করে ইটনায় যান। স্থানীয় ডাকবাংলো মাঠে রাষ্ট্রপতিকে গার্ড অব অনার দেওয়া হয়। এরপর তিনি ইটনার বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম ঘুরে দেখেন। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ইটনা উপজেলা পরিষদের উন্নয়ন কর্মকাণ্ড, নির্মাণাধীন বিদ্যুৎ স্টেশন এবং রাষ্ট্রপতি আবদুল হামিদ সরকারি কলেজের সম্প্রসারিত ভবন, আশ্রয়কেন্দ্রসহ উপজেলার বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শন করেন।

স্থানীয় সংসদ সদস্য রেজওয়ান আহমেদ তৌফিক, রাষ্ট্রপতির সচিবেরা এবং পদস্থ কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। ইটনা যাওয়ার আগে রাষ্ট্রপতি মিঠামইনে পুরোনো কাচারি ঘর পরিদর্শন করেন। তিনি কাচারি ঘর ঘুরে দেখেন।

আজ মঙ্গল রাষ্ট্রপতি হেলিকপ্টারে করে কিশোরগঞ্জ সদরে যাবেন। সেখানে নিজ বাসায় রাত যাপন করবেন।

পরদিন বুধবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমিতে স্থানীয় গণ্যমান্য লোকজনের সঙ্গে রাষ্ট্রপতি এক মতবিনিময় সভায় মিলিত হবেন। আগামী শুক্রবার তিনি সফর শেষ করে ঢাকায় ফিরবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রিজন ভ্যান থামিয়ে ছাগল-কাণ্ডের মতিউরকে অনৈতিক সুবিধা, ১১ পুলিশ সদস্য বরখাস্ত

মাজার ভেঙে লাশ পোড়ানোর সঙ্গে ইসলামের সম্পর্ক নেই: ইসলামী আন্দোলন

নুরাল পাগলার দাফনকে কেন্দ্র করে যেভাবে সহিংসতা ঘটল

জাকসুর ভিপি প্রার্থী অমর্ত্য রায়ের প্রার্থিতা বাতিল

তেজগাঁওয়ে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের আয়োজক সুইটি গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত