Ajker Patrika

পুনর্মূল্যায়ন স্থগিতাদেশ প্রত্যাহার চেয়ে মন্ত্রণালয়ে চসিকের চিঠি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ০৪ জানুয়ারি ২০২২, ১১: ৩৮
পুনর্মূল্যায়ন স্থগিতাদেশ প্রত্যাহার চেয়ে মন্ত্রণালয়ে চসিকের চিঠি

ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানের হোল্ডিংগুলোতে ২০১৭-১৮ অর্থবছরের প্রথম কোয়ার্টারে প্রকাশিত পঞ্চবার্ষিক কর পুনর্মূল্যায়ন স্থগিতাদেশ প্রত্যাহারের অনুমতি চেয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন। গত রোববার করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহীদুল আলম স্বাক্ষরিত চিঠিটি মন্ত্রণালয়ে পাঠানো হয়।

চিঠিতে বলা হয়, চট্টগ্রাম সিটি করপোরেশনের আয়ের মূল উৎস গৃহকর। সিটি করপোরেশন বিধিতে (১৯৮৬) প্রতি পাঁচ বছর পর পর কায়িক অনুসন্ধানের মাধ্যমে গৃহকর পুনর্মূল্যায়নের এখতিয়ার সিটি করপোরেশনকে দেওয়া হয়েছে। সেই অনুযায়ী ২০১৬-১৭ অর্থবছরে চট্টগ্রাম সিটি করপোরেশন সরকারি ও বেসরকারি হোল্ডিংসমূহের গৃহকর পুনর্মূল্যায়নের কার্যক্রম সমাপ্ত করা হয়। এরপর ২০১৭-১৮ অর্থ বছরের প্রথম কোয়ার্টার হতে বলবতকৃত নতুন পঞ্চবার্ষিক কর পুনর্মূল্যায়নের ওপর দায়েরকৃত আপিল আবেদন নিষ্পত্তি করে কর আদায়কালে বিভিন্ন মহলের বিরোধিতার মুখে পড়ে চসিক। এ কারণে স্থানীয় সরকার বিভাগ কর্তৃক ২০১৭ সালের ১০ ডিসেম্বর গৃহকর পুনর্মূল্যায়ন কার্যক্রম স্থগিত রাখার নির্দেশনা দেওয়ায় তা বাস্তবায়ন করা সম্ভব হয়নি।

এতে আরও বলা হয়, স্থগিতাদেশ থাকার কারণে তা কার্যকর করা যাচ্ছে না। যে কারণে ২০১০-১১ অর্থবছরের পঞ্চবার্ষিক কর পুনর্মূল্যায়ন অনুযায়ী নির্ধারিত হারে কর আদায় কার্যক্রম চালু রয়েছে। চলমান আয়ের মাধ্যমে সিটি করপোরেশনের ৬০ লাখ জনসাধারণের নাগরিক সেবা ও বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের ব্যয় নির্বাহ করা সম্ভব নয়। এই অবস্থায় নাগরিক সেবা ও উন্নয়ন কর্মকাণ্ড গতিশীল রাখতে ২০১৭-১৮ অর্থবছরের প্রথম কোয়ার্টারে প্রকাশিত পঞ্চবার্ষিক কর পুনর্মূল্যায়নের স্থগিতাদেশ প্রত্যাহারের অনুমতি প্রদানের অনুরোধ করা হলো।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কী লিখেছিলেন মাহফুজ আলম, ফেসবুকে পোস্ট দিয়ে ডিলিট করলেন কেন

এবার ‘পাকিস্তানপন্থার’ বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দিলেন আসিফ মাহমুদ

সমাবেশে দলীয় স্লোগান ও জাতীয় সংগীত পরিবেশনে বাধা দেওয়া প্রসঙ্গে এনসিপির বিবৃতি

বাহাত্তরের সংবিধান, জুলাই সনদ, প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতির ক্ষমতা নিয়ে আইন উপদেষ্টার গুরুত্বপূর্ণ মন্তব্য

রাতে গ্রেপ্তারের পর দুপুরে মুক্ত, পরে আবার গ্রেপ্তার তামান্না

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত