রিমন রহমান, রাজশাহী
গ্রামীণ অবকাঠামো সংস্কারে সরকারের চাল ও গম বরাদ্দ দিয়েছেন রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) সাংসদ ওমর ফারুক চৌধুরী। কিন্তু প্রকল্পসংশ্লিষ্টরা যোগসাজশে সেই বরাদ্দ লুটপাট করেছেন। সংস্কারমূলক কাজের জন্য কোথাও এক ঝুড়ি মাটিও ফেলা হয়নি। সরেজমিন প্রকল্পের এমন ভয়াবহ চিত্র দেখা গেছে।
সাংসদ ওমর ফারুক চৌধুরী ‘২০২১-২২ অর্থবছরে প্রথম পর্যায়ে গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিখা-উন্নয়ন) কর্মসূচির’ আওতায় গোদাগাড়ী উপজেলায় ৯৬ মেট্রিক টন করে চাল ও গম বরাদ্দ দেন। ছয়টি করে চাল এবং ছয়টি করে গম মিলে মোট ১২ প্রকল্পের বিপরীতে ১৯২ টন চাল-গম বরাদ্দ দেয় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়। প্রতিটি প্রকল্পের জন্যই বরাদ্দ ছিল ১৬ টন চাল অথবা গম।
খাদ্যগুদামের এক টন গম বর্তমানে ২৮ হাজার টাকায় বিক্রি করা যায়। আর চাল ৩০ হাজার টাকা। সে হিসাবে প্রায় ২৬ লাখ ৮৮ হাজার টাকার গম ও ২৮ লাখ ৮০ হাজার টাকার চাল বরাদ্দ হয়েছিল। মোট টাকার পরিমাণ দাঁড়ায় ৫৫ লাখ ৬৮ হাজার। গমের একটি প্রকল্পের বিপরীতে ৪ লাখ ৪৮ হাজার এবং চালের ক্ষেত্রে ৪ লাখ ৮০ হাজার টাকা লুট হয়ে গেছে। প্রায় অর্ধকোটি টাকার এই পুকুরচুরির সঙ্গে ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান, সদস্য, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) এবং যুবলীগের কয়েকজন নেতা জড়িত বলে সূত্র নিশ্চিত করেছে।
গোদাগাড়ীতে মোট ইউনিয়ন ৯টি। অথচ সাংসদের গমের ছয়টি প্রকল্পের চারটিই দেওয়া হয়েছিল পদ্মা নদীর ওপারের দুর্গম চর আষাড়িয়াদহ ইউনিয়নে। আর গোদাগাড়ী সদর ও মোহনপুর ইউনিয়নে দেওয়া হয় একটি করে। অন্যদিকে চালের ছয়টি প্রকল্পের মধ্যে দুটি পাঠানো হয় পদ্মার ওপারের চরে। আর প্রত্যন্ত রিশিকুল ইউনিয়নে তিনটি এবং মোহনপুরে একটি করে প্রকল্প দেওয়া হয়। সংস্কারের জন্য নির্বাচিত সবগুলো রাস্তারই দূরত্ব প্রায় এক কিলোমিটার করে।
দেখা গেছে, ইউনিয়ন পরিষদের প্রস্তাবনা অনুযায়ী পিআইও অফিস প্রকল্প অনুমোদন করে। এরপর ইউপি চেয়ারম্যান, সদস্য অথবা সংরক্ষিত ওয়ার্ডের নারী সদস্যকে সভাপতি করে প্রকল্প বাস্তবায়ন কমিটি করা হয়। গত নভেম্বরে গোদাগাড়ীতে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোটের আগেই চেয়ারম্যান ও সদস্যরা প্রকল্প বাস্তবায়ন দেখিয়েছেন। কিন্তু বাস্তবে কোথাও কোনো কাজ হয়নি।
চর আষাড়িয়াদহ ইউনিয়নের একটি প্রকল্প এলাকার স্থান হিসেবে উল্লেখ আছে, ‘উত্তর কানাপাড়া জামালের বাড়ি থেকে হনুমন্তনগর হাবুর বাড়ি পর্যন্ত রাস্তা সংস্কার।’ ২ মার্চ চর আষাড়িয়াদহে গিয়ে কথা হয় হাবুর স্ত্রী সাবিনা বেগমের সঙ্গে। তিনি বলেন, এই রাস্তাটি চর আষাড়িয়াদহ ইউনিয়নে ঢোকার অন্যতম প্রধান রাস্তা। রাস্তায় একহাঁটু করে কাদা হয়। চলাচল করা খুব কঠিন হয়ে পড়ে। তা-ও সংস্কার করা হয় না। অনেক দিন তিনি এই রাস্তায় কোনো সংস্কারকাজ হতে দেখেননি।
চরের আরেকটি প্রকল্পের নাম ‘চর বয়ারমারি মনি মাঝির বাড়ি হতে হঠাৎপাড়া জামে মসজিদ পর্যন্ত রাস্তা সংস্কার।’ ২ মার্চ সকালে মনি মাঝির বাড়ির পাশেই তরিকুলের দোকানে আড্ডা দিচ্ছিলেন কয়েকজন ব্যক্তি। তাঁদের চলাচলের রাস্তার জন্য ১৬ টন চাল বরাদ্দ শুনে জাকির হোসেন নামের এক ব্যক্তি বলেন, ‘কুন জাগায় কাজ হয়্যাছে আপনিই লিজের চোখে দেখ্যা যান। কাজ হলে তো ভালুই হতো।’ অন্য প্রকল্প এলাকাগুলো ঘুরেও কোথাও কোনো কাজ করার নমুনা পাওয়া যায়নি।
কাগজে-কলমে প্রকল্পগুলো যখন বাস্তবায়ন হয়, তখন চর আষাড়িয়াদহের চেয়ারম্যান ছিলেন মো. সানাউল্লাহ। তিনি কয়েকটি প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতিও ছিলেন। কাজের বিষয়ে মো. সানাউল্লাহ বলেন, ‘কাজ তো হয়েছে। না হওয়া না।’ কাজের জন্য বরাদ্দের কত শতাংশ টাকা পেয়েছিলেন জানতে চাইলে মো. সানাউল্লাহ বলেন, ‘এটা তো বলা যাবে না। বলতে গেলে সমস্যা আছে। এসব কথা কি বলা যায়!’
সোমবার সকালে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কাছে মোবাইল ফোনে প্রকল্পগুলো বিষয়ে কথা বলতে চাইলে তিনি কিছুটা উত্তেজিত হয়ে ওঠেন এবং বলেন, ‘এসব বিষয়ে মোবাইলে কথা বলা যাবে না। অফিসে আসেন, কথা হবে।’
আর নিজের বরাদ্দ দেওয়া এসব প্রকল্পে লুটপাটের বিষয়ে কথা বলতে সাংসদ ওমর ফারুক চৌধুরীকে ফোন করা হয়। তিনি ফোন না ধরার কারণে তাঁর মন্তব্য জানা যায়নি।
গ্রামীণ অবকাঠামো সংস্কারে সরকারের চাল ও গম বরাদ্দ দিয়েছেন রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) সাংসদ ওমর ফারুক চৌধুরী। কিন্তু প্রকল্পসংশ্লিষ্টরা যোগসাজশে সেই বরাদ্দ লুটপাট করেছেন। সংস্কারমূলক কাজের জন্য কোথাও এক ঝুড়ি মাটিও ফেলা হয়নি। সরেজমিন প্রকল্পের এমন ভয়াবহ চিত্র দেখা গেছে।
সাংসদ ওমর ফারুক চৌধুরী ‘২০২১-২২ অর্থবছরে প্রথম পর্যায়ে গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিখা-উন্নয়ন) কর্মসূচির’ আওতায় গোদাগাড়ী উপজেলায় ৯৬ মেট্রিক টন করে চাল ও গম বরাদ্দ দেন। ছয়টি করে চাল এবং ছয়টি করে গম মিলে মোট ১২ প্রকল্পের বিপরীতে ১৯২ টন চাল-গম বরাদ্দ দেয় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়। প্রতিটি প্রকল্পের জন্যই বরাদ্দ ছিল ১৬ টন চাল অথবা গম।
খাদ্যগুদামের এক টন গম বর্তমানে ২৮ হাজার টাকায় বিক্রি করা যায়। আর চাল ৩০ হাজার টাকা। সে হিসাবে প্রায় ২৬ লাখ ৮৮ হাজার টাকার গম ও ২৮ লাখ ৮০ হাজার টাকার চাল বরাদ্দ হয়েছিল। মোট টাকার পরিমাণ দাঁড়ায় ৫৫ লাখ ৬৮ হাজার। গমের একটি প্রকল্পের বিপরীতে ৪ লাখ ৪৮ হাজার এবং চালের ক্ষেত্রে ৪ লাখ ৮০ হাজার টাকা লুট হয়ে গেছে। প্রায় অর্ধকোটি টাকার এই পুকুরচুরির সঙ্গে ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান, সদস্য, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) এবং যুবলীগের কয়েকজন নেতা জড়িত বলে সূত্র নিশ্চিত করেছে।
গোদাগাড়ীতে মোট ইউনিয়ন ৯টি। অথচ সাংসদের গমের ছয়টি প্রকল্পের চারটিই দেওয়া হয়েছিল পদ্মা নদীর ওপারের দুর্গম চর আষাড়িয়াদহ ইউনিয়নে। আর গোদাগাড়ী সদর ও মোহনপুর ইউনিয়নে দেওয়া হয় একটি করে। অন্যদিকে চালের ছয়টি প্রকল্পের মধ্যে দুটি পাঠানো হয় পদ্মার ওপারের চরে। আর প্রত্যন্ত রিশিকুল ইউনিয়নে তিনটি এবং মোহনপুরে একটি করে প্রকল্প দেওয়া হয়। সংস্কারের জন্য নির্বাচিত সবগুলো রাস্তারই দূরত্ব প্রায় এক কিলোমিটার করে।
দেখা গেছে, ইউনিয়ন পরিষদের প্রস্তাবনা অনুযায়ী পিআইও অফিস প্রকল্প অনুমোদন করে। এরপর ইউপি চেয়ারম্যান, সদস্য অথবা সংরক্ষিত ওয়ার্ডের নারী সদস্যকে সভাপতি করে প্রকল্প বাস্তবায়ন কমিটি করা হয়। গত নভেম্বরে গোদাগাড়ীতে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোটের আগেই চেয়ারম্যান ও সদস্যরা প্রকল্প বাস্তবায়ন দেখিয়েছেন। কিন্তু বাস্তবে কোথাও কোনো কাজ হয়নি।
চর আষাড়িয়াদহ ইউনিয়নের একটি প্রকল্প এলাকার স্থান হিসেবে উল্লেখ আছে, ‘উত্তর কানাপাড়া জামালের বাড়ি থেকে হনুমন্তনগর হাবুর বাড়ি পর্যন্ত রাস্তা সংস্কার।’ ২ মার্চ চর আষাড়িয়াদহে গিয়ে কথা হয় হাবুর স্ত্রী সাবিনা বেগমের সঙ্গে। তিনি বলেন, এই রাস্তাটি চর আষাড়িয়াদহ ইউনিয়নে ঢোকার অন্যতম প্রধান রাস্তা। রাস্তায় একহাঁটু করে কাদা হয়। চলাচল করা খুব কঠিন হয়ে পড়ে। তা-ও সংস্কার করা হয় না। অনেক দিন তিনি এই রাস্তায় কোনো সংস্কারকাজ হতে দেখেননি।
চরের আরেকটি প্রকল্পের নাম ‘চর বয়ারমারি মনি মাঝির বাড়ি হতে হঠাৎপাড়া জামে মসজিদ পর্যন্ত রাস্তা সংস্কার।’ ২ মার্চ সকালে মনি মাঝির বাড়ির পাশেই তরিকুলের দোকানে আড্ডা দিচ্ছিলেন কয়েকজন ব্যক্তি। তাঁদের চলাচলের রাস্তার জন্য ১৬ টন চাল বরাদ্দ শুনে জাকির হোসেন নামের এক ব্যক্তি বলেন, ‘কুন জাগায় কাজ হয়্যাছে আপনিই লিজের চোখে দেখ্যা যান। কাজ হলে তো ভালুই হতো।’ অন্য প্রকল্প এলাকাগুলো ঘুরেও কোথাও কোনো কাজ করার নমুনা পাওয়া যায়নি।
কাগজে-কলমে প্রকল্পগুলো যখন বাস্তবায়ন হয়, তখন চর আষাড়িয়াদহের চেয়ারম্যান ছিলেন মো. সানাউল্লাহ। তিনি কয়েকটি প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতিও ছিলেন। কাজের বিষয়ে মো. সানাউল্লাহ বলেন, ‘কাজ তো হয়েছে। না হওয়া না।’ কাজের জন্য বরাদ্দের কত শতাংশ টাকা পেয়েছিলেন জানতে চাইলে মো. সানাউল্লাহ বলেন, ‘এটা তো বলা যাবে না। বলতে গেলে সমস্যা আছে। এসব কথা কি বলা যায়!’
সোমবার সকালে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কাছে মোবাইল ফোনে প্রকল্পগুলো বিষয়ে কথা বলতে চাইলে তিনি কিছুটা উত্তেজিত হয়ে ওঠেন এবং বলেন, ‘এসব বিষয়ে মোবাইলে কথা বলা যাবে না। অফিসে আসেন, কথা হবে।’
আর নিজের বরাদ্দ দেওয়া এসব প্রকল্পে লুটপাটের বিষয়ে কথা বলতে সাংসদ ওমর ফারুক চৌধুরীকে ফোন করা হয়। তিনি ফোন না ধরার কারণে তাঁর মন্তব্য জানা যায়নি।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫