Ajker Patrika

ভর্তি পরীক্ষায় লটারিতে বেশ কয়েকজন ছাত্রীর নাম একাধিকবার

বগুড়া প্রতিনিধি
ভর্তি পরীক্ষায় লটারিতে বেশ কয়েকজন ছাত্রীর নাম একাধিকবার

বগুড়ার সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে (ভিএম) তৃতীয় শ্রেণিতে ভর্তি পরীক্ষায় লটারিতে বেশ কয়েকজন ছাত্রীর নাম একাধিকবার উঠেছে। এ নিয়ে অভিভাবকেরা লটারি কার্যক্রম নিয়ে প্রশ্ন তুলেছেন। পাশাপাশি প্রতিষ্ঠান প্রধানও বিব্রতকর অবস্থায় পড়েছেন।

দেশের সব সরকারি বিদ্যালয়ে অনলাইনের মাধ্যমে ভর্তি কার্যক্রম শুরু হয়। গত সোমবার বিকেল পাঁচটার দিকে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হয়। অনলাইনে ও স্কুলের নোটিশ বোর্ডে দেখা যায় বগুড়া সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে (ভিএম) শরমিলা আক্তার নামের এক ছাত্রীর নাম তিনবার এসেছে। মেধাতালিকার প্রথম, দ্বিতীয় ও ষষ্ঠ অবস্থানে তার নাম রয়েছে। শরমিলার নাম ও ছবির সঙ্গে তিনটি জন্মনিবন্ধন নম্বর ২০১৪১০১২১৭৭১০৯৭৮৭, ২০১৩১০১৮৪৫৩১০৫৩৬৪ ও ২০১৪১০১২০৭৭১০৯৭৮৭ ব্যবহার করা হয়েছে। পাশাপাশি তার আবেদনের সময় করা ইউজার আইডিতে ভিন্নতা রয়েছে। শরমিলা ছাড়া আরও সাতজন ছাত্রীর নাম লটারিতে একাধিকবার উঠেছে।

সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলাম বলেন, লটারিতে ব্যবহার করা সফটওয়্যারের দুর্বলতার কারণে একজনের নাম একাধিকবার আসার সুযোগ হয়েছে।

আনোয়ারুল ইসলাম আরও জানান, ‘একজন ছাত্রীর তিনবারসহ আরও কয়েকজনের নাম লটারিতে একাধিকবার আসায় আমরাও বিব্রত। কেন্দ্রীয়ভাবে লটারির কার্যক্রম পরিচালিত হওয়ায় এ বিষয়ে আমরা নিশ্চিত কিছু বলতে পারব না।’

বগুড়া সরকারি বালিকা উচ্চবিদ্যালয় সূত্রে জানা যায়, এবার এই শিক্ষাপ্রতিষ্ঠানে ৮ হাজার ৭৭৯ ছাত্রী তৃতীয় শ্রেণিতে ভর্তির জন্য আবেদন করে। এর মধ্যে প্রভাতি ও দিবা শাখায় ২০৬ শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবে।

বগুড়া সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রাবেয়া খাতুন বলেন, ‘আটজন শিক্ষার্থীর নাম একাধিকবার লটারিতে উঠেছে। সফটওয়্যারে জটিলতার কারণে এমনটি হতে পারে। বিষয়টি নিয়ে আমরাও বিব্রত। যাদের নাম একাধিকবার লটারিতে উঠেছে তাদের বিষয় এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত