বগুড়া প্রতিনিধি
বগুড়ার সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে (ভিএম) তৃতীয় শ্রেণিতে ভর্তি পরীক্ষায় লটারিতে বেশ কয়েকজন ছাত্রীর নাম একাধিকবার উঠেছে। এ নিয়ে অভিভাবকেরা লটারি কার্যক্রম নিয়ে প্রশ্ন তুলেছেন। পাশাপাশি প্রতিষ্ঠান প্রধানও বিব্রতকর অবস্থায় পড়েছেন।
দেশের সব সরকারি বিদ্যালয়ে অনলাইনের মাধ্যমে ভর্তি কার্যক্রম শুরু হয়। গত সোমবার বিকেল পাঁচটার দিকে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হয়। অনলাইনে ও স্কুলের নোটিশ বোর্ডে দেখা যায় বগুড়া সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে (ভিএম) শরমিলা আক্তার নামের এক ছাত্রীর নাম তিনবার এসেছে। মেধাতালিকার প্রথম, দ্বিতীয় ও ষষ্ঠ অবস্থানে তার নাম রয়েছে। শরমিলার নাম ও ছবির সঙ্গে তিনটি জন্মনিবন্ধন নম্বর ২০১৪১০১২১৭৭১০৯৭৮৭, ২০১৩১০১৮৪৫৩১০৫৩৬৪ ও ২০১৪১০১২০৭৭১০৯৭৮৭ ব্যবহার করা হয়েছে। পাশাপাশি তার আবেদনের সময় করা ইউজার আইডিতে ভিন্নতা রয়েছে। শরমিলা ছাড়া আরও সাতজন ছাত্রীর নাম লটারিতে একাধিকবার উঠেছে।
সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলাম বলেন, লটারিতে ব্যবহার করা সফটওয়্যারের দুর্বলতার কারণে একজনের নাম একাধিকবার আসার সুযোগ হয়েছে।
আনোয়ারুল ইসলাম আরও জানান, ‘একজন ছাত্রীর তিনবারসহ আরও কয়েকজনের নাম লটারিতে একাধিকবার আসায় আমরাও বিব্রত। কেন্দ্রীয়ভাবে লটারির কার্যক্রম পরিচালিত হওয়ায় এ বিষয়ে আমরা নিশ্চিত কিছু বলতে পারব না।’
বগুড়া সরকারি বালিকা উচ্চবিদ্যালয় সূত্রে জানা যায়, এবার এই শিক্ষাপ্রতিষ্ঠানে ৮ হাজার ৭৭৯ ছাত্রী তৃতীয় শ্রেণিতে ভর্তির জন্য আবেদন করে। এর মধ্যে প্রভাতি ও দিবা শাখায় ২০৬ শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবে।
বগুড়া সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রাবেয়া খাতুন বলেন, ‘আটজন শিক্ষার্থীর নাম একাধিকবার লটারিতে উঠেছে। সফটওয়্যারে জটিলতার কারণে এমনটি হতে পারে। বিষয়টি নিয়ে আমরাও বিব্রত। যাদের নাম একাধিকবার লটারিতে উঠেছে তাদের বিষয় এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।’
বগুড়ার সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে (ভিএম) তৃতীয় শ্রেণিতে ভর্তি পরীক্ষায় লটারিতে বেশ কয়েকজন ছাত্রীর নাম একাধিকবার উঠেছে। এ নিয়ে অভিভাবকেরা লটারি কার্যক্রম নিয়ে প্রশ্ন তুলেছেন। পাশাপাশি প্রতিষ্ঠান প্রধানও বিব্রতকর অবস্থায় পড়েছেন।
দেশের সব সরকারি বিদ্যালয়ে অনলাইনের মাধ্যমে ভর্তি কার্যক্রম শুরু হয়। গত সোমবার বিকেল পাঁচটার দিকে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হয়। অনলাইনে ও স্কুলের নোটিশ বোর্ডে দেখা যায় বগুড়া সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে (ভিএম) শরমিলা আক্তার নামের এক ছাত্রীর নাম তিনবার এসেছে। মেধাতালিকার প্রথম, দ্বিতীয় ও ষষ্ঠ অবস্থানে তার নাম রয়েছে। শরমিলার নাম ও ছবির সঙ্গে তিনটি জন্মনিবন্ধন নম্বর ২০১৪১০১২১৭৭১০৯৭৮৭, ২০১৩১০১৮৪৫৩১০৫৩৬৪ ও ২০১৪১০১২০৭৭১০৯৭৮৭ ব্যবহার করা হয়েছে। পাশাপাশি তার আবেদনের সময় করা ইউজার আইডিতে ভিন্নতা রয়েছে। শরমিলা ছাড়া আরও সাতজন ছাত্রীর নাম লটারিতে একাধিকবার উঠেছে।
সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলাম বলেন, লটারিতে ব্যবহার করা সফটওয়্যারের দুর্বলতার কারণে একজনের নাম একাধিকবার আসার সুযোগ হয়েছে।
আনোয়ারুল ইসলাম আরও জানান, ‘একজন ছাত্রীর তিনবারসহ আরও কয়েকজনের নাম লটারিতে একাধিকবার আসায় আমরাও বিব্রত। কেন্দ্রীয়ভাবে লটারির কার্যক্রম পরিচালিত হওয়ায় এ বিষয়ে আমরা নিশ্চিত কিছু বলতে পারব না।’
বগুড়া সরকারি বালিকা উচ্চবিদ্যালয় সূত্রে জানা যায়, এবার এই শিক্ষাপ্রতিষ্ঠানে ৮ হাজার ৭৭৯ ছাত্রী তৃতীয় শ্রেণিতে ভর্তির জন্য আবেদন করে। এর মধ্যে প্রভাতি ও দিবা শাখায় ২০৬ শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবে।
বগুড়া সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রাবেয়া খাতুন বলেন, ‘আটজন শিক্ষার্থীর নাম একাধিকবার লটারিতে উঠেছে। সফটওয়্যারে জটিলতার কারণে এমনটি হতে পারে। বিষয়টি নিয়ে আমরাও বিব্রত। যাদের নাম একাধিকবার লটারিতে উঠেছে তাদের বিষয় এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।’
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪