Ajker Patrika

দুই পক্ষের সংঘর্ষ বাস চলাচল বন্ধ

লালমনিরহাট প্রতিনিধি
আপডেট : ২২ মার্চ ২০২২, ১৮: ২৩
দুই পক্ষের সংঘর্ষ বাস চলাচল বন্ধ

লালমনিরহাট বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় বাস বন্ধ রেখে কর্মবিরতিতে শ্রমিকেরা। গতকাল সোমবার সন্ধ্যায় প্রতিবেদন লেখা পর্যন্ত জেলায় বাস চলাচল বন্ধ ছিল। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। এর আগে গত রোববার দফায় দফায় সংঘর্ষে পাঁচজন আহত হন।

শ্রমিকদের অভিযোগ, প্রায় দুই বছর আগেই বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের কমিটির মেয়াদ শেষ হয়েছে। কমিটির সভাপতি আমিনুল ইসলাম ও সাধারণ সম্পাদক বুলবুল শ্রমিকদের কার্যালয়ের জন্য কেনা জমি গোপনে বিক্রি করে দেন। বিষয়টি জানাজানি হলে সাধারণ শ্রমিকদের মধ্যে ক্ষোভ তৈরি হয় এবং এতে দুটি পক্ষে বিভক্ত হন শ্রমিকেরা।

এদিকে মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্তের দাবিতে গত রোববার দুপুরে শহরে বিক্ষোভ মিছিল করে কেন্দ্রীয় বাস টার্মিনালে যান এক পক্ষের শ্রমিকেরা। এ সময় আমিনুল-বুলবুল সেখানে এলে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের পাঁচজন আহত হন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ওই দিন রাত ৮টার দিকে আমিনুল-বুলবুল পক্ষের শ্রমিকেরা শহরে বিক্ষোভ মিছিল নিয়ে বাস টার্মিনালে যাওয়ার পথে স্থানীয় বিনিময় ফিলিং স্টেশনে হামলা ও ভাঙচুর করেন। এর প্রতিবাদে ও বিচারের দাবিতে অন্য পক্ষের শ্রমিকেরা লালমনিরহাট-ঢাকা-মহাসড়ক ঘণ্টাব্যাপী অবরোধ করেন। এ সময় ঢাকাগামী বাসসহ শত শত যানবাহন আটকা পড়ে এবং যানজটের সৃষ্টি হয়। ফলে চরম বিপাকে পড়েন যাত্রীরা। প্রশাসন থেকে হামলাকারীদের গ্রেপ্তারের আশ্বাস দিলে রাত সাড়ে ৯টার দিকে শ্রমিকেরা অবরোধ তুলে নেন।

এদিকে হামলাকারীরা গ্রেপ্তার না হওয়ায় গতকাল সোমবার সকাল থেকে বাস বন্ধ রেখে কর্মবিরতি পালন করছেন শ্রমিকেরা। বাস চলাচল বন্ধ থাকায় যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন।

বাসযাত্রী আলমগীর বাদশা বলেন, ‘পরিবার নিয়ে রংপুর যাওয়ার জন্য টার্মিনালে এসে দেখি বাস বন্ধ। চিকিৎসার জন্য হাসপাতালে যাচ্ছি। এখন ইজিবাইক নিয়ে কষ্ট করে যেতে হচ্ছে।’

এ বিষয়ে শ্রমিক নেতা রবিন হোসেন বাপ্পি বলেন, ‘আমিনুল-বুলবুলের লোকজন হামলা চালিয়ে আমাদের আহত করেন। পরে আবার তাঁরা রাতে সাধারণ শ্রমিকদের না পেয়ে বিনিময় তেলের পাম্পে হামলা চালান।’

এ ঘটনায় শিফাত হোসেন মুন্না নামের বাস শ্রমিক বাদী হয়ে কমিটির সাধারণ সম্পাদক বুলবুল আহমেদকে প্রধান করে ছয়জনের বিরুদ্ধে লালমনিরহাট সদর থানায় রোববার বিকেলে অভিযোগ দায়ের করেন।

এদিকে শারীরিক নির্যাতন ও মারধরের অভিযোগ এনে কমিটির সভাপতি আমিনুল ইসলাম থানায় রোববার সন্ধ্যায় অভিযোগ দায়ের করেন।

অতিরিক্ত পুলিশ সুপার মারুফা জামাল বলেন, ‘এ বিষয়ে দুটি অভিযোগ পাওয়া গেছে। জিজ্ঞাসাবাদের জন্য দুই পক্ষকে থানায় আনা হয়েছে। সিসিটিভির ফুটেজ দেখে আসামিদের শনাক্তের চেষ্টা চলছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাহজালালে তৃতীয় টার্মিনাল চালুতে বাধা, রাজস্ব ভাগাভাগি নিয়ে টানাপোড়েন

ঝুঁকিপূর্ণ সম্পদ নিয়ে হাবুডুবু খাচ্ছে এবি ব্যাংক

বৈপ্লবিক পরিবর্তন করার সুযোগ হাতছাড়া হয়ে গেছে

ব্যাংকের চাকরি যায় জাল সনদে, একই নথি দিয়ে বাগালেন স্কুল সভাপতির পদ

১ লাখ ৮২২ শিক্ষক নিয়োগ: যোগ্য প্রার্থীদের প্রাথমিক তালিকা চলতি সপ্তাহে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত