Ajker Patrika

আমি এবার আর বসব না বললেন তৈমূর

বন্দর (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ২৮ ডিসেম্বর ২০২১, ১১: ১৪
আমি এবার আর বসব না বললেন তৈমূর

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী তৈমূর আলম খন্দকার বলেছেন, ‘আমি ২০০৩ সালে না দাঁড়িয়ে, ২০১১ সালে দল বসিয়ে দেওয়ায় এবং ২০১৬ সালে না দাঁড়িয়ে নগরবাসীর সঙ্গে বেইমানি করেছি। এবার কথা দিচ্ছি আমার দায়িত্ব আমার কাছে। আমি এবার আর বসব না।’

গতকাল সোমবার সকালে বন্দর খেয়াঘাটে কুশল বিনিময় করেন তৈমূর। এ সময় বাসিন্দারা তাঁদের নানা চাহিদার কথা জানান। বিগত সময়ে তাঁদের পাওয়া না পাওয়ার বিষয় তুলে ধরেন তাঁর কাছে।

তৈমূর আরও বলেন, ‘এবার নগরবাসী তাঁদের পছন্দের প্রার্থী পেয়েছে। আমাকে জানিয়েছে, তাঁরা আমার পাশে থাকবে। আমি যেন না বসি সে জন্য অনুরোধও পাচ্ছি। যেখানে যাই সেখানেই মানুষের উচ্ছ্বাস দেখতে পাচ্ছি। আমি চাচ্ছি মানুষ যেন তাদের ভোট ঠিকমতো দিতে পারে। আমি মানুষের দেওয়া জনমত মাথা পেতে নেব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

সিঙ্গাপুরে স্থায়ী বসবাসের সুযোগ, আবেদন ফি মাত্র ৭ হাজার টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত