Ajker Patrika

মঞ্চে আসছে ‘হ্যামলেট মেশিন’

মঞ্চে আসছে ‘হ্যামলেট মেশিন’

আজ সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে মঞ্চায়ন হবে নতুন নাটক ‘হ্যামলেট মেশিন’। এই নাটকের মধ্য দিয়ে ঢাকার নাট্যদলগুলোর তালিকায় যুক্ত হচ্ছে নতুন নাম অ্যাক্টোম্যানিয়া।

হাইনার মুলারের নাটক ‘হ্যামলেট মেশিন’ নির্দেশনা দিয়েছেন তেজগাঁও কলেজের থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের প্রভাষক নওরীন সাজ্জাদ। অভিনয় করছেন সায়েম সিজান, আমির হামজা আকাশ, তালহা জুবায়ের, সাগর বড়ুয়া, জয়ব্রত বিশ্বাস, পারিশা মেহজাবিন, অদ্রি প্রমুখ। উদ্বোধনী প্রদর্শনীতে উপস্থিত থাকবেন নাট্যব্যক্তিত্ব সারা যাকের।

সমকালীন যুদ্ধবিধ্বস্ত ইউরোপ, নারী নির্যাতন, বাণিজ্যিক সভ্যতা, সমাজের নানা স্খলনের চিত্র উপস্থাপনের সঙ্গে সঙ্গে নাটকের চরিত্রগুলোর অভিব্যক্তি, অন্তর্নিহিত দহন ও নানা ধরনের প্রতীকী ঘটনার সংমিশ্রণে এই নাটক। অনুবাদ করেছেন জাতীয় অধ্যাপক প্রয়াত কবির চৌধুরী।

নির্দেশক নওরীন সাজ্জাদ বলেন, ‘জটিল প্রতীকাবলি, বিচিত্র উপমা, স্থান-কালের সংকলন-প্রসারণসহ বহুমাত্রিক বিষয়াদি নাটকটিকে সমসাময়িক করে তুলেছে। আমরা চেষ্টা করছি মূল পাণ্ডুলিপির নির্যাস অপরিবর্তিত রেখে এই আপাত-দুর্বোধ্য নাটকের সহজ উপস্থাপনা করতে।’

অ্যাক্টোম্যানিয়ার আহ্বায়ক তালহা জুবায়ের জানান, গত বছরের ১৫ অক্টোবর নাটকটির মহড়া শুরু হয়। গতকাল হয়েছে কারিগরি প্রদর্শনী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত