Ajker Patrika

অ্যালবামের খরচ জোগাতে সভ্যতার কনসার্ট

আপডেট : ২৯ মে ২০২২, ০৮: ৩৩
অ্যালবামের খরচ জোগাতে সভ্যতার কনসার্ট

ফান্ড রাইজিং কনসার্টের ধারণা অনেক পুরোনো। বিভিন্ন সংকটে শিল্পীরা গান গেয়ে তহবিল সংগ্রহ করেন। হয়তো কারও চিকিৎসার খরচ জোগানোর জন্য, নয়তো প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের সাহায্যের জন্য অনেক সময়ই এ ধরনের কনসার্টের আয়োজন করতে দেখা যায়। তবে সংগীতশিল্পী কারিশমা সানু সভ্যতা এবার যে ফান্ড রাইজিং কনসার্ট করার উদ্যোগ নিয়েছেন, এর উদ্দেশ্য একেবারেই ভিন্ন। নতুন অ্যালবাম তৈরি করছেন সানু। আর তার খরচ জোগানোর জন্যই এ ধরনের একটি কনসার্ট করার উদ্যোগ নিয়েছেন তিনি।

কারিশমা সানু সভ্যতা নিজেই গান লেখেন, সুর করেন, কণ্ঠ দেন। বাবা প্রখ্যাত সংগীতব্যক্তিত্ব খোদাবক্স সানু এবং ভাই-বোন সন্ধি ও স্বাগতা গানের মানুষ হলেও সভ্যতার গানের ধরন একেবারেই আলাদা। সভ্যতার গানে উঠে আসে মধ্যবিত্ত নাগরিক জীবনের সংকট ও সম্ভাবনার কথা। এ পর্যন্ত প্রকাশ হয়েছে তাঁর ‘যদি থাকতো ডানা’, ‘রেনডিশন ১.০’ অ্যালবামসহ অনেক মৌলিক গান। তবে তৃতীয় অ্যালবাম করতে গিয়ে খানিকটা সমস্যায় পড়েছেন সভ্যতা।

সভ্যতা বলেন, ‘একটা অ্যালবামের প্রচুর খরচ। যেটা কোনোভাবে শত শত মানুষকে গান শিখিয়ে আমি ম্যানেজ করতে পারছি। যুগের চাহিদায় শুধু অ্যালবাম হলেই হয় না, সাথে মিউজিক ভিডিও লাগে। স্পনসরের জন্য বহু জায়গায় পোর্টফোলিও জমা দিয়েছি, কেউ সাড়া দেয়নি। আমার মতো একজন প্রফেশনাল মিউজিশিয়ান স্পনসরের অভাবে অ্যালবামের কাজ এগিয়ে নিতে পারবে না, এটা আমি মানতে নারাজ।’

সভ্যতা তাই সিদ্ধান্ত নিয়েছেন, একটি কনসার্ট করবেন। সেখান থেকে টিকিট বিক্রি করে যে অর্থ পাওয়া যাবে, তা দিয়েই অ্যালবাম প্রকাশ করবেন তিনি। নিজের পরিকল্পনাটি ফেসবুক পোস্টেও শেয়ার করেছেন সভ্যতা। অনেক ভক্ত ও শুভাকাঙ্ক্ষী এ উদ্যোগকে সমর্থন করে তাঁর পাশে দাঁড়িয়েছেন। সভ্যতা জানিয়েছেন, আয়োজনের পুরো প্রস্তুতি শেষ করে শিগগিরই কনসার্টের দিন-তারিখ জানিয়ে দেবেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত