Ajker Patrika

অভিজ্ঞদের পরামর্শ নেওয়ার গুরুত্ব

ড. এ এন এম মাসউদুর রহমান
অভিজ্ঞদের পরামর্শ নেওয়ার গুরুত্ব

আল্লাহতায়ালা মানুষের পুরো জীবনকেই বিভিন্ন পরীক্ষায় ভরিয়ে দিয়েছেন। এসব পরীক্ষা থেকে মানুষ অনেক অভিজ্ঞতা সঞ্চয় করে এবং পরবর্তী জীবনে তা কাজে লাগিয়ে সমস্যার সমাধান করে। তাই অভিজ্ঞতাকে শিক্ষকের সঙ্গে তুলনা করা হয়। আলি (রা.) বলেন, ‘যে বিষয়গুলো পণ্ডিতেরা কষ্ট করে সংগ্রহ করেছেন এবং তোমার জন্য মুক্ত করেছেন, পরবর্তী কিছু করার জন্য সেগুলো মনোযোগসহকারে ও ভালোভাবে অধ্যয়ন করো।’

যখন কোনো ব্যক্তি কোনো কাজ সম্পাদন করতে গিয়ে তিক্ত অভিজ্ঞতা লাভ করে, তখন সে দ্বিতীয়বার সে কাজ করতে যায় না। কারণ তাতে ক্ষতির আশঙ্কা রয়েছে। বাধ্য হয়ে সে কাজ করতে গেলেও খুব সাবধানতা অবলম্বন করে। মহানবী (সা.) বলেন, ‘একজন মুমিন ব্যক্তি কখনো একই গর্তে দুবার পতিত হয় না।’ (বুখারি)। অর্থাৎ, মুমিন ব্যক্তি একবার প্রতারিত হলে দ্বিতীয়বার তা করে না।

সঠিক পথ গ্রহণ এবং ভুল পদ্ধতি এড়ানোর জন্য অভিজ্ঞতা মানুষের শ্রেষ্ঠ বন্ধু। যিনি যত বেশি কাজ করেন, তিনি তত বেশি অভিজ্ঞ।কাজের মাধ্যমেই অভিজ্ঞতা বৃদ্ধি পায়। আলি (রা.) বলেন, ‘নৈতিক নিয়মকানুন শেখানোর ক্ষেত্রে অভিজ্ঞতা শ্রেষ্ঠ প্রতিনিধি। জ্ঞানীদের জন্য অভিজ্ঞতা উপদেশের শ্রেষ্ঠ উৎস। প্রতিটি অভিজ্ঞতার মধ্যে উপদেশ লুকিয়ে থাকে।’

নাহজুল বালাগাহ গ্রন্থে বলা হয়েছে, ‘শিক্ষাগ্রহণের বিষয় অসংখ্য, কিন্তু খুব অল্পসংখ্যক মানুষই শিক্ষাগ্রহণ করে।’ ইমাম জাফর সাদিক (রহ.) তাঁর এক ছাত্রকে উপদেশ দিয়ে বলেন, ‘পৃথিবী ও তার অধিবাসীদের কাছ থেকে উপদেশ গ্রহণ করো।’

কাজ করার সুবাদে মানুষের অভিজ্ঞতা দিনে দিনে বৃদ্ধি পায়। পরবর্তী জীবনে এগিয়ে যাওয়ার জন্য অভিজ্ঞতা কাজে লাগানোর বিকল্প নেই। 

লেখক: অধ্যাপক, ইসলামিক স্টাডিজ বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত