Ajker Patrika

শহীদ মিনারে ধস

পুঠিয়া প্রতিনিধি
আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২২, ১১: ৪৬
শহীদ মিনারে ধস

পুঠিয়া উপজেলার সরিষাবাড়ি হাইস্কুলের নির্মাণাধীন শহীদ মিনার ধসে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার ও নানা অনিয়মের কারণে এ ঘটনা ঘটেছে। তবে স্কুলসংশ্লিষ্টরা বলছেন, নির্মাণকাজে কোনো অনিয়ম হয়নি।

গত সোমবার দুপুরে নির্মাণাধীন শহীদ মিনারের ইটের দেওয়া গাঁধুনির একটা বড় অংশ ধসে পড়ে।

গত বুধবার বিকেলে সরেজমিনে গিয়ে দেখা যায়, সরিষাবাড়ি স্কুলমাঠের দক্ষিণ পাশে স্থায়ী শহীদ মিনার নির্মাণ করা হচ্ছে। নির্মাণের বেশির ভাগ কাজ প্রায় শেষ। এর মধ্যে শহীদ মিনারের পূর্ব পাশের দেয়াল ধসে পড়েছে।

নাম না প্রকাশের শর্তে দুজন এলাকাবাসী জানান, নির্মাণাধীন শহীদ মিনারের কাজে ব্যাপক অনিয়ম করা হচ্ছে। নির্মাণসামগ্রীও নিম্নমানের।

এ বিষয়ে স্কুল ব্যবস্থাপনা ও পরিচালনা কমিটির সভাপতি আব্দুর রউফ বলেন, শহীদ মিনার নির্মাণকাজে কোনো অনিয়ম-দুর্নীতি হয়নি। বালি দিয়ে ভরাট করা অংশে অতিরিক্ত পানি দেওয়ার ফলে শহীদ মিনারের একটা দেয়াল ধসে গেছে। সেটা পুনরায় নির্মাণ করা হবে। কত টাকা ব্যয়ে শহীদ মিনার নির্মাণকাজ করা হচ্ছে জানতে চাইলে তিনি বলেন, স্কুলের তহবিল থেকে অর্থ ব্যয় করা হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারী কমিশনের রিপোর্ট বাতিল হলে অন্যগুলোও বাতিলযোগ্য: উমামা ফাতেমা

খালেদা জিয়ার দেশে ফেরার ফ্লাইট থেকে সরানো হলো দুই কেবিন ক্রু

নারী কমিশন তৈরির জন্য জুলাই বিপ্লবে কেউ জীবন দেয়নি: মাহমুদুর রহমান

প্রাথমিকে আবার চালু হচ্ছে বৃত্তি পরীক্ষা: গণশিক্ষা উপদেষ্টা

পিরোজপুরে ২০ কোটি টাকা নিয়ে উধাও সমিতির পরিচালক, সদস্যদের বিক্ষোভ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত