Ajker Patrika

সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
আপডেট : ০৩ নভেম্বর ২০২১, ১৪: ৩৬
সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮

নওগাঁর রাণীনগরে সদস্য প্রার্থীদের সমর্থকদের মধ্যে সংঘর্ষে এক প্রার্থীসহ উভয় পক্ষের আটজন আহত হয়েছেন। আহতদের নওগাঁ সদর হাসপাতাল ও আদমদীঘি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গতকাল সোমবার রাতে উপজেলার পারইল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কামতা গ্রামে ঘটনাটি ঘটেছে।

আহত প্রার্থীর নাম আজাদুল ইসলাম (৪১)। তিনি আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে পারইল ইউনিয়নে ৯ নম্বর ওয়ার্ডে মেম্বার (সাধারণ সদস্য) পদে ফুটবল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আহত প্রার্থী আজাদুল ইসলাম বলেন, গত সোমবার বিকেলে তিনি কর্মী-সমর্থক নিয়ে পুরো ওয়ার্ডে একটি মিছিল বের করেন। মিছিল শেষে রাত সাড়ে ৯টার দিকে কামতা গ্রামে মসজিদের সামনে পৌঁছালে প্রতিদ্বন্দ্বী মোরগ প্রতীকের মেম্বার প্রার্থী মিজানুর রহমান ও তাঁর সমর্থকেরা হামলা চালায়। এতে প্রার্থী আজাদুল এবং তাঁর সমর্থক কামতা গ্রামের ইয়াছিন আলী (৫২), ইয়াদুল (২৩), সাফি (২৪) ও জামিল হোসেন (৩৫) আহত হন। আহতদের রাতে নওগাঁ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানতে চাইলে অভিযোগ অস্বীকার করে প্রতিদ্বন্দ্বী প্রার্থী মিজানুর রহমান বলেন, তাঁর কর্মী-সমর্থকরাও মিছিল শেষ করলে আজাদুল ও তাঁর লোকজন তাঁদের ওপর হামলা চালিয়ে মারপিট করেছে। এতে কামতা গ্রামের তাঁর কর্মী-সমর্থক ইয়াছিন (৫৫), মোহাম্মদ আলী (৫২) ও সিদ্দিকুর রহমান (৬০) আহত হয়েছেন। আহতদের রাতে আদমদীঘি হাসপাতালে ভর্তি করলে চিকিৎসা নিয়ে তাঁরা বাড়িতে আসেন।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন আকন্দ বলেন, এ ঘটনায় এক পক্ষের কাছ থেকে একটি অভিযোগ পেয়েছি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত