Ajker Patrika

এক্স-রে চালু হয়নি ১১ মাসেও

টঙ্গিবাড়ী (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২২, ১০: ৩০
এক্স-রে চালু হয়নি ১১ মাসেও

মুন্সিগঞ্জের লৌহজং স্বাস্থ্য কমপ্লেক্সে বিভিন্ন সমস্যার অভিযোগ উঠেছে। উপজেলার ১০টি ইউনিয়নের প্রায় আড়াই লাখ মানুষের চিকিৎসাসেবা দেওয়ার একমাত্র ভরসা এ কমপ্লেক্সটি। তবে শেষ ভরসার সেবাকেন্দ্রটি নানা সমস্যায় জর্জরিত বলে দাবি স্থানীয়দের।

ভুক্তভোগীদের অভিযোগ, স্বাস্থ্য কমপ্লেক্সের ডিজিটাল এক্স-রে মেশিন থাকলেও সেবা পাচ্ছেন না তাঁরা। এগারো মাসেও চালু হয়নি এক্স-রে মেশিনটি। এতে কর্তৃপক্ষের গাফিলতি আছে বলে দাবি করেন ভুক্তভোগীরা। সেই সঙ্গে দ্রুত এক্স-রে মেশিনটি চালুর দাবি করেছেন এলাকাবাসী।

জানা যায়, গত বছরের ২৬ ফেব্রুয়ারি শুধু উদ্বোধন করেই ফেলে রাখা হয়েছে মেশিনটি। স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ জানায়, উদ্বোধনের পর প্রায় ৫ মাস ছিল না এক্স-রে ফিল্ম। কিন্তু এরপর আইপিএস নষ্ট থাকার কারণে এক্স-রে করা সম্ভব হয়নি। তিন মাস আইপিএসটি ঠিক করার জন্য রেখে দেয় কর্তৃপক্ষ। তিন মাস পর ঠিক হয়ে আসার পরে আবারও নষ্ট হয়ে যায় আইপিএসটি।

এদিকে এক্স-রে মেশিন ব্যবহার না করায় উপজেলার প্রায় আড়াই লাখ মানুষ কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না। যে সেবা সরকারিভাবে পাওয়ার কথা ছিল, সেই এক্স-রে বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার থেকে ৬০০-৭০০ টাকার বিনিময়ে নিতে হচ্ছে। এতে ভোগান্তি চরম আকার ধারণ করেছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক্স-রে মেশিনের দায়িত্বপ্রাপ্ত কাজী জিন্নাত হোসেন বলেন, ‘আমি সব সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থাকি। কিন্তু এক্স-রে মেশিন নষ্ট থাকার কারণে সেবা দেওয়া সম্ভব হচ্ছে না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত