Ajker Patrika

বেচাকেনায় মিথ্যা শপথ করা গুনাহ

ড. এ এন এম মাসউদুর রহমান
বেচাকেনায় মিথ্যা শপথ করা গুনাহ

ব্যবসা-বাণিজ্য উপার্জনের উত্তম পন্থা। তাই বেচাকেনা স্বাভাবিক নিয়মে হওয়াই বাঞ্ছনীয়। শপথ ব্যক্তিকে দায়িত্ববান করে এবং কাজকে আরও আস্থাপূর্ণ করে, যদি তা সত্য শপথ হয়। কিন্তু মিথ্যা শপথ করে বেচাকেনা করার পরিণাম খুবই ভয়াবহ। মহানবী (সা.) বলেন, ‘তোমরা ব্যবসা-বাণিজ্যে শপথ করা থেকে বিরত থাকো। কারণ, শপথ পণ্যদ্রব্য বিপণনে ভূমিকা রাখলেও তা উপার্জনের বরকত নষ্ট করে দেয়।’ (বুখারি)

মহানবী (সা.) আরও বলেন, ‘যে ব্যক্তি নিজের শপথ দিয়ে কোনো মুসলিমের অধিকার হরণ করে, সে ব্যক্তির জন্য আল্লাহ জাহান্নাম ওয়াজিব ও জান্নাত হারাম করে দেন।’ (মুসলিম)

মিথ্যা শপথ করা কবিরা গুনাহ। মহানবী (সা.) বলেন, ‘কবিরা গুনাহগুলো হচ্ছে—আল্লাহর সঙ্গে কাউকে শরিক করা…মিথ্যা শপথ করা।’ (বুখারি)

মিথ্যা শপথের ব্যাপারে আল্লাহ বলেন, ‘যারা আল্লাহর প্রতিশ্রুতি এবং তাদের শপথকে স্বল্পমূল্যে বিক্রি করে, আখেরাতে তাদের কোনো অংশ নেই। আর তাদের সঙ্গে আল্লাহ কেয়ামতের দিন কথা বলবেন না। তাদের প্রতি করুণার দৃষ্টি দেবেন না। তাদের পরিশুদ্ধ করবেন না। তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি।’ (সুরা আলে ইমরান: ৭৭)

মহানবী (সা.) বলেন, ‘তিন শ্রেণির ব্যক্তির সঙ্গে আখিরাতে আল্লাহ কথা বলবেন না, তাদের দিকে তাকাবেন না, তাদের গুনাহ থেকে পবিত্র করবেন না। তারা হলো টাখনুর নিচে কাপড় পরিধানকারী, দানের খোঁটা দানকারী এবং ব্যবসায় মিথ্যা শপথকারী।’ (মুসলিম)

উদাহরণ হিসেবে হাদিসে বলা হয়েছে, ‘আসরের পর এক ব্যক্তি তার পণ্য সম্পর্কে শপথ করে বলল, তাকে পণ্যটি এত মূল্যে দেওয়া হয়েছে। ক্রেতা তার কথা বিশ্বাস করল। অথচ সে ছিল মিথ্যাবাদী।’ (আবু দাউদ) 

লেখক: অধ্যাপক, ইসলামিক স্টাডিজ বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

খালেদা জিয়ার দেশে ফেরার ফ্লাইট থেকে সরানো হলো দুই কেবিন ক্রু

নারী কমিশনের রিপোর্ট বাতিল হলে অন্যগুলোও বাতিলযোগ্য: উমামা ফাতেমা

সেদ্ধ ডিমের খোসা ছাড়ানোর সহজ উপায় জানালেন বিজ্ঞানীরা

প্রাথমিকে আবার চালু হচ্ছে বৃত্তি পরীক্ষা: গণশিক্ষা উপদেষ্টা

নারী কমিশন তৈরির জন্য জুলাই বিপ্লবে কেউ জীবন দেয়নি: মাহমুদুর রহমান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত