Ajker Patrika

বাঘায় চার চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

বাঘা প্রতিনিধি
আপডেট : ০৭ ডিসেম্বর ২০২১, ১১: ২৯
বাঘায় চার চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

চতুর্থ ধাপে বাঘার আড়ানি, বাউসা ও চকরাজাপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদের স্বতন্ত্র চার প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। গতকাল সোমবার নির্বাচন অফিসে আবেদন করে প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন তাঁরা।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মুজিবুল আলম জানান, তিনটি ইউনিয়নের মধ্যে বাউসায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন বাউসা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আফতাব হোসেন ও ইউনিয়ন যুবলীগের সদস্য আনারুল ইসলাম। চকরাজাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুস সালাম ও ইউনিয়ন যুবলীগের কর্মী রুবেল রানা মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন।

এদিকে চকরাজাপুর ইউনিয়নের বিএনপির স্বতন্ত্র প্রার্থী মোজাম্মেল হক ও আড়ানী ইউনিয়নের হামিদুল হক মনোনয়নপত্র দাখিলের সময় বিধি অনুযায়ী কাগজপত্র জমা না দেওয়ায় তাঁদের মনোনয়নপত্র বাতিল করা হয়।

চকরাজাপুর ইউনিয়নের চৌমাদিয়া চরের ২ নম্বর ওয়ার্ডে একমাত্র প্রার্থী বর্তমান মেম্বর আবদুর রহমানের বিপক্ষে কেউ মনোনয়নপত্র দাখিল না করায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন তিনি।

আড়ানী ইউনিয়নে চেয়ারম্যান পদে চারজন, বাউসা ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে তিনজনও চকরাজাপুর ইউনিয়নে দুজন চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

অস্থিরতার সামান্য ইঙ্গিত পেলেই আমরা চলে যাব

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল

জর্ডান-মিসরকে নিয়ে বৃহত্তর ইসরায়েল প্রতিষ্ঠা করতে চান নেতানিয়াহু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত