Ajker Patrika

মিথ্যা মামলা দিয়ে মুক্তিযোদ্ধার সন্তানদের হয়রানির অভিযোগ

আমতলী (বরগুনা) প্রতিনিধি
আপডেট : ২৪ ডিসেম্বর ২০২১, ১৪: ০৬
মিথ্যা মামলা দিয়ে মুক্তিযোদ্ধার সন্তানদের হয়রানির অভিযোগ

বরগুনার আমতলীতে বীর মুক্তিযোদ্ধার সন্তানদের মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে। আমতলী শহরের প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আফাজ উদ্দিন বিশ্বাসের মেয়ে ফারহানা ইয়াসমিন রোজিকে প্রধান আসামি এবং দুই ছেলে জিয়া উদ্দিন সিদ্দিকি ও রবিন সিদ্দিকিকে জড়িয়ে আমতলী থানায় ওই মামলা করা হয়েছে।

জানা গেছে, ১৯৫০ সালে মুক্তিযোদ্ধা আফাজ উদ্দিন বিশ্বাসের স্ত্রী কোহিনুর বেগমকে তাঁর বাবা মরহুম জিন্নাত আলী তালুকদার আমতলী শহরের পুরাতন বাজার এলাকায় ৮ শতাংশ জমি লিখে দিয়ে যান। ওই জমিতে বাড়ি নির্মাণ করে ৭০ বছর ধরে বীর মুক্তিযোদ্ধা আফাজ উদ্দিন বিশ্বাসের পরিবার বসবাস করে আসছে। গত ২০১৭ সালে ওই বাড়ির সামনের অংশ স্থানীয় প্রভাবশালী আল রাশেদিন রোমান তালুকদার ও ওয়ালী উল্লাহ রাজন তালুকদার তাঁদের দাবি করে দখল করে নেন। পাঁচ বছর ধরে ওই জমি তাঁরা দখল করে আছেন। জমি উদ্ধারে ফারহানা রোজি স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বরগুনা জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে অভিযোগ দেন। কিন্তু গত পাঁচ বছরে কোনো প্রতিকার পাননি অভিযোগকারী রোজি বিশ্বাস। গত সোমবার রাতে ওয়ালী উল্লাহ রাজন তালুকদার বাদী হয়ে মুক্তিযোদ্ধার সন্তানদের হয়রানি করতে ফারহানা ইয়াসমিন রোজিকে প্রধান আসামি করে আমতলী থানায় মিথ্যা মামলা করেন—এমন দাবি পরিবারের সদস্যদের। ওই মামলার ভয়ে মুক্তিযোদ্ধা পরিবারের লোকজন পালিয়ে বেড়াচ্ছেন।

এদিকে এ ঘটনা সরেজমিনে তদন্তে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ কে এম আব্দুল্লাহ বিন রশিদ ২৩ ডিসেম্বর দিন ধার্য করে নোটিশ দেন। কিন্তু রাজন তালুকদার ইউএনওর নোটিশ উপেক্ষা করে মামলা করেন।

বীর মুক্তিযোদ্ধা আফাজ উদ্দিন বিশ্বাসের মেয়ে ফারহানা ইয়াসমিন রোজি বলেন, ‘আমার মা কোহিনুর বেগমকে নানার দেওয়া ৮ শতাংশ জমিতে ৭০ বছর ধরে বসবাস করে আসছি। ওই বাড়ির জমি আল রাশেদিন রোমান তালুকদার ও ওয়ালী উল্লাহ রাজন তালুকদার দখল করে নিয়েছেন। তাঁরা জোরপূর্বক জমি দখল করে আমাদের চলাচলের পথ বন্ধ করে দিয়েছেন। আমাদের জমি থেকে বিতাড়িত করতে মিথ্যা মামলা করেছেন।’

মামলার বাদী ওয়ালী উল্লাহ রাজন তালুকদার হয়রানির কথা অস্বীকার করে বলেন, ‘আমার জমির ওপরে নির্মিত ঘর ভাঙচুর করে মালামাল চুরি করে নিয়েছেন। তাই তাঁদের বিরুদ্ধে মামলা করেছি।’

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মিজানুর রহমান বলেন, ‘এ বিষয়ে থানায় মামলা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফোন-ইন্টারনেট ভাতা পাচ্ছেন মাঠ প্রশাসনের সব কর্মচারী

ভাড়া বাড়িতে চলা ১৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

হেফাজতসহ ধর্ম ব্যবসায়ীরা নারীবিদ্বেষী প্রচারণা চালাচ্ছে: ৬৮ মানবাধিকার সংগঠন

মানিকগঞ্জে সালিসে বিএনপি নেতার নির্দেশে পাঁচ ভাইকে জুতাপেটা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত