Ajker Patrika

মাদক মামলায় দুই ব্যক্তির কারাদণ্ড

ঝালকাঠি প্রতিনিধি
আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২১, ১৩: ৪১
মাদক মামলায় দুই ব্যক্তির কারাদণ্ড

ঝালকাঠি জেলা ও দায়রা জজ আদালত মাদক মামলায় দুজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডের আদেশ দিয়েছেন। গতকাল বিকেলে আদালতের বিচারক মো. শহিদুল্লাহ এ রায় ঘোষণা করেন। এসময় আসামি জহিরুল ইসলাম উপস্থিতি ছিলেন। তবে সাজাপ্রাপ্ত অপর আসামি বিপ্লবদাস আদালতে অনুপস্থিত ছিলেন।

বরিশালের উজিরপুর উপজেলার মুক্তাপাশা গ্রামের বিমল দাসের পুত্র বিপ্লব দাসকে (৩০) ৭ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের দণ্ডাদেশ এবং বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার কাকচিড়া গ্রামের গোলাম মোস্তফা আকনের পুত্র জহিরুল ইসলামকে (৩১) ৫ বছরের সশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা জরি মান অনাদায়ে আরও ৬ মাসের দণ্ডাদেশ প্রদান করা হয়েছে।

আদালত সূত্র জানা যায়, ২০১৭ সালে ২০ এপ্রিল বিকেল ৫টায় ঝালকাঠির ডিবি পুলিশ নলছিটি উপজেলাধীন রায়াপুর বটতলা খান স্টোরের সামনে থেকে বিপ্লব দাস ও জহিরুল ইসলামকে তল্লাশি করে দুজনের কাছ থেকে ৩০০ পিচ ইয়াবা উদ্ধার করে।

এ ব্যাপারে ডিবির এসআই আমিনুল ইসলাম বাদী হয়ে নলছিটি থানায় মামলা দায়ের করেন। এই মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক মো. কামরুজ্জামান ২০১৭ সালে ২৩ মে আদালতে অভিযোগপত্র দায়ের করেন। আদালত ৯ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত