Ajker Patrika

জাহ্নবীর প্রশংসায় পঞ্চমুখ এনটিআর

জাহ্নবীর প্রশংসায় পঞ্চমুখ এনটিআর

‘ধাড়াক’ দিয়ে ২০১৮ সালে অভিনয়ে অভিষেক হয় জাহ্নবী কাপুরের। বলিউডে ১০টি সিনেমায় অভিনয়ের পর তিনি পা রাখলেন তেলুগু সিনেমায়। ‘দেভারা: পার্ট ১’ দিয়ে দক্ষিণি সিনেমায় অভিষেক হচ্ছে জাহ্নবীর। এতে তিনি এনটিআর জুনিয়রের নায়িকা। ২৭ সেপ্টেম্বর মুক্তি পাবে দেভারা। এরই মধ্যে এসেছে সিনেমার ট্রেলার ও তিনটি গান। প্রতিটিতে প্রশংসিত হয়েছে জাহ্নবীর উপস্থিতি। সম্প্রতি এক সাক্ষাৎকারে তাঁর প্রশংসায় সরব হলেন এনটিআর জুনিয়রও।

দেভারার মুক্তি উপলক্ষে একটি চ্যাট শোর আয়োজন করা হয়। সন্দীপ রেড্ডি ভাঙার উপস্থাপনায় এ শোয়ে হাজির ছিলেন এনটিআর জুনিয়র, সাইফ আলী খান, জাহ্নবী ও নির্মাতা করতালা শিবা। এতে জাহ্নবীর তেলুগু ভাষায় দক্ষতা ও তাঁর অভিনয়ের প্রশংসায় সরব হয়েছেন এনটিআর। উপস্থাপক ভাঙা দেভারায় অভিনয়ের অভিজ্ঞতা জানতে চান জাহ্নবীর কাছে। অভিনেত্রী উত্তর দেওয়ার আগেই তাঁর কথা কেড়ে নিয়ে এনটিআর বলেন, ‘জাহ্নবীকে দেখে আমি নিজেই চমকে গেছি। এ মেয়েটা মুম্বাই থেকে এসেছে। অথচ কী চমৎকার তেলুগু সংলাপ বলতে পারে, কীভাবে শিখল সে! যদিও তার শিকড় দক্ষিণ ভারতে, অল্প অল্প তেলুগু পারে, এটুকু জানতাম। কিন্তু তার সাবলীল সংলাপ বলার দক্ষতা আমাকে সত্যিই অবাক করেছে।’

এনটিআরের মুখে এমন কথা শুনে অবাক হন জাহ্নবীও। হাসতে হাসতে তিনি বলেন, ‘দিনটাই ভালো হয়ে গেল আমার। সব চিন্তা দূর হয়ে গেল।’

জাহ্নবী সম্পর্কে এনটিআরের এ বক্তব্য কতটা সত্যি, সেটা বোঝা যাবে সিনেমা মুক্তির পর। তবে সম্প্রতি প্রকাশ পাওয়া ‘দাভুদি’ ও ‘পতথাভিকম’ গানে তাঁর পারফরম্যান্সে মুগ্ধ হয়েছেন সবাই। সে জায়গা থেকেই অনেকের অনুমান, দেভারা মুক্তির পর সর্বভারতীয় স্তরে সাড়া ফেলবেন জাহ্নবী। এ সিনেমায় দেখানো হয়েছে একটি উপকূলীয় অঞ্চলের গল্প।

ওই অঞ্চলের মানুষের জীবন রক্ষায় এগিয়ে আসে দেভারা। তার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয় তারই ভাই ভৈরা। একপর্যায়ে দেভারা মানুষের জানমাল রক্ষায় দায়িত্ব দেয় তার সহজসরল ছেলে ভারাদার কাছে। নেতিবাচক চরিত্রটিতে অভিনয় করেছেন সাইফ আলী খান। আর জাহ্নবীকে দেখা যাবে থাঙ্গাম নামের চরিত্রে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত