তেলুগু সুপারস্টার মহেশ বাবু। তিনি কেবল রুপালি জগতে নয়, বাস্তব জীবনেও একজন সুপারস্টার। তাঁর ছেলের নাম গৌতম। নির্দিষ্ট তারিখের ৬ সপ্তাহ আগেই জন্ম হয়েছিল তার। প্রিম্যাচিউর বেবি বলেই ছেলের জীবন ছিল ঝুঁকিতে। সামর্থ্য ছিল বলেই ছেলেকে বাঁচাতে পেরেছিলেন মহেশ। কিন্তু যাদের সামর্থ্য নেই তারা কী করবে? এমন ভাবনা থেকেই মহেশ সিদ্ধান্ত নেন এমন শিশুদের পাশে থাকার। সেই থেকে তিনি অসচ্ছল পরিবারের শিশুদের হার্ট সার্জারির খরচ বহন করেন। এখন পর্যন্ত হাজারের ওপরে শিশুর হার্ট সার্জারির খরচ দিয়েছেন এই অভিনেতা। দুই দিন আগে বিশ্ব স্বাস্থ্য দিবসে তিনি আরও ৩০ শিশুর হার্ট সার্জারির খরচ দেওয়ার ঘোষণা দিয়েছেন।
শুধু হৃদয়ের চিকিৎসা নয়, মহেশ তাঁর আয়ের ৩০ শতাংশ অর্থ বিভিন্ন চ্যারিটিতে দান করেন। শুধু অ্যাকশন ও প্রেমের অভিনয় দিয়ে জীবন সীমাবদ্ধ রাখেননি, সমাজসেবায়ও এগিয়ে মহেশ বাবু। নারীদের অধিকার নিয়ে কথা বলেন। বহু সামাজিক ও স্বেচ্ছাসেবামূলক কাজে এগিয়ে আসেন। দুস্থ ব্যক্তি কিংবা শিশুদের দুই হাত খুলে সাহায্য করেন। অন্ধ্র প্রদেশে বুড়িপালেম ও তেলেঙ্গানা রাজ্যে সিধাপুরাম নামে দুটি গ্রাম দত্তক নিয়েছেন মহেশ বাবু। গ্রাম দুটির উন্নয়নের জন্য নানা ধরনের কাজ করে যাচ্ছেন। ভারতে করোনা মহামারি যখন ভয়াবহ আকার ধারণ করেছিল, মহেশ নিজেও করোনায় আক্রান্ত হয়েছিলেন। সে সময় ভক্তদের নানাভাবে সতর্ক ও টিকা নিতে উৎসাহ দিয়েছেন তিনি। এ ছাড়া দত্তক নেওয়া গ্রাম দুটির মানুষের পাশে থেকেছেন নানাভাবে। এমনকি সরকারি সহযোগিতায় সবার জন্য করোনার টিকার ব্যবস্থাও করেছেন তিনি।
বিনোদনজগতের সঙ্গে মহেশের যোগসূত্রটা বংশীয়। দাদা রমেশ বাবু ছিলেন অভিনেতা ও প্রযোজক। বাবা কৃষ্ণা বাবু ছিলেন সত্তর ও আশির দশকের সাড়া জাগানো দক্ষিণি তারকা। সাড়ে তিন শতাধিক সিনেমায় অভিনয় করেছেন কৃষ্ণা বাবু। মহেশের শৈশবের দুই বন্ধুও বড় তারকা। বিজয় ও কীর্তির সঙ্গে ছোটবেলা থেকেই এক স্কুলে পড়েছেন।
গত দুই দশকে ৬০টির বেশি সিনেমায় অভিনয় করেছেন মহেশ বাবু। ভারতে তো বটেই, এই তেলুগু অভিনেতার জনপ্রিয়তা বাংলাদেশেও কম নয়।
তেলুগু সুপারস্টার মহেশ বাবু। তিনি কেবল রুপালি জগতে নয়, বাস্তব জীবনেও একজন সুপারস্টার। তাঁর ছেলের নাম গৌতম। নির্দিষ্ট তারিখের ৬ সপ্তাহ আগেই জন্ম হয়েছিল তার। প্রিম্যাচিউর বেবি বলেই ছেলের জীবন ছিল ঝুঁকিতে। সামর্থ্য ছিল বলেই ছেলেকে বাঁচাতে পেরেছিলেন মহেশ। কিন্তু যাদের সামর্থ্য নেই তারা কী করবে? এমন ভাবনা থেকেই মহেশ সিদ্ধান্ত নেন এমন শিশুদের পাশে থাকার। সেই থেকে তিনি অসচ্ছল পরিবারের শিশুদের হার্ট সার্জারির খরচ বহন করেন। এখন পর্যন্ত হাজারের ওপরে শিশুর হার্ট সার্জারির খরচ দিয়েছেন এই অভিনেতা। দুই দিন আগে বিশ্ব স্বাস্থ্য দিবসে তিনি আরও ৩০ শিশুর হার্ট সার্জারির খরচ দেওয়ার ঘোষণা দিয়েছেন।
শুধু হৃদয়ের চিকিৎসা নয়, মহেশ তাঁর আয়ের ৩০ শতাংশ অর্থ বিভিন্ন চ্যারিটিতে দান করেন। শুধু অ্যাকশন ও প্রেমের অভিনয় দিয়ে জীবন সীমাবদ্ধ রাখেননি, সমাজসেবায়ও এগিয়ে মহেশ বাবু। নারীদের অধিকার নিয়ে কথা বলেন। বহু সামাজিক ও স্বেচ্ছাসেবামূলক কাজে এগিয়ে আসেন। দুস্থ ব্যক্তি কিংবা শিশুদের দুই হাত খুলে সাহায্য করেন। অন্ধ্র প্রদেশে বুড়িপালেম ও তেলেঙ্গানা রাজ্যে সিধাপুরাম নামে দুটি গ্রাম দত্তক নিয়েছেন মহেশ বাবু। গ্রাম দুটির উন্নয়নের জন্য নানা ধরনের কাজ করে যাচ্ছেন। ভারতে করোনা মহামারি যখন ভয়াবহ আকার ধারণ করেছিল, মহেশ নিজেও করোনায় আক্রান্ত হয়েছিলেন। সে সময় ভক্তদের নানাভাবে সতর্ক ও টিকা নিতে উৎসাহ দিয়েছেন তিনি। এ ছাড়া দত্তক নেওয়া গ্রাম দুটির মানুষের পাশে থেকেছেন নানাভাবে। এমনকি সরকারি সহযোগিতায় সবার জন্য করোনার টিকার ব্যবস্থাও করেছেন তিনি।
বিনোদনজগতের সঙ্গে মহেশের যোগসূত্রটা বংশীয়। দাদা রমেশ বাবু ছিলেন অভিনেতা ও প্রযোজক। বাবা কৃষ্ণা বাবু ছিলেন সত্তর ও আশির দশকের সাড়া জাগানো দক্ষিণি তারকা। সাড়ে তিন শতাধিক সিনেমায় অভিনয় করেছেন কৃষ্ণা বাবু। মহেশের শৈশবের দুই বন্ধুও বড় তারকা। বিজয় ও কীর্তির সঙ্গে ছোটবেলা থেকেই এক স্কুলে পড়েছেন।
গত দুই দশকে ৬০টির বেশি সিনেমায় অভিনয় করেছেন মহেশ বাবু। ভারতে তো বটেই, এই তেলুগু অভিনেতার জনপ্রিয়তা বাংলাদেশেও কম নয়।
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
১ দিন আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
১ দিন আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
১ দিন আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫