Ajker Patrika

পাওনা টাকা চাওয়ায় যুবককে কুপিয়ে জখম

পাইকগাছা প্রতিনিধি
আপডেট : ১৪ নভেম্বর ২০২১, ১৮: ০১
পাওনা টাকা চাওয়ায় যুবককে কুপিয়ে জখম

পাইকগাছার কপিলমুনিতে পাওনা টাকা চাওয়ার অপরাধে মেহেদি (২৫) নামে এক যুবককে কুপিয়ে মারাত্মক জখম করেছে দেনাদার। আহত যুবক কপিলমুনি নাছিরপুর গ্রামের মৃত আফসার মল্লিকের পুত্র। তাকে তালা ও কপিলমুনি হাসপাতালে ভর্তি করলেও তার অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

আহতের মা জানিয়েছেন, উপজেলার কপিলমুনি ইউনিয়নের নাসিরপুর গ্রামের তালেব সরদারের ছেলে লিটনের (২৬) কাছে আমার ছেলে টাক পেত। তার কাছে টাকা চাইলে সে কালক্ষেপণ করে। বৃহস্পতিবার রাত ৯টার দিকে টাকা দেবে বলে নাসিরপুর তার বাড়ির সামনে আমার ছেলেকে ডেকে নিয়ে দা দিয়ে কুপিয়ে জখম করে। এ ঘটনায় এলাকার লোকজন প্রথমে কপিলমুনি ও তালা হাসপাতালে ভর্তি করলে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকেরা তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। স্বজনেরা আরও জানিয়েছেন, আহত মেহেদির অবস্থা আশঙ্কাজনক। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মো. জিয়াউর রহমান জানান, ঘটনা শুনেছি ও খোঁজ খবর নিয়েছি। থানায় এখনো কোন অভিযোগ বা মামলা হয়নি। হলে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বৈপ্লবিক পরিবর্তন করার সুযোগ হাতছাড়া হয়ে গেছে

শাহজালালে তৃতীয় টার্মিনাল চালুতে বাধা রাজস্ব ভাগাভাগি নিয়ে টানাপোড়েন

বিশ্ববিদ্যালয়ের কোন নিয়ম ভঙ্গের জন্য ট্রান্স নারী শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার, জানতে চান ১৬২ নাগরিক

ব্যাংকের চাকরি যায় জাল সনদে, একই নথি দিয়ে বাগালেন স্কুল সভাপতির পদ

ঝুঁকিপূর্ণ সম্পদ নিয়ে হাবুডুবু খাচ্ছে এবি ব্যাংক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত