Ajker Patrika

গুঁড়িয়ে দেওয়া ইটভাটা ফের চালু

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি
আপডেট : ১৬ ডিসেম্বর ২০২১, ১৩: ১২
গুঁড়িয়ে দেওয়া ইটভাটা ফের চালু

সপ্তাহ পেরোতে না পেরোতেই ফের সচল করা হয়েছে কুষ্টিয়ার কুমারখালীতে পরিবেশ অধিদপ্তরের অভিযানে গুঁড়িয়ে দেওয়া ইটভাটাগুলো। ওই ভাটাগুলো উপজেলার চরসাদিপুর ইউনিয়নে অবস্থিত। গতকাল বুধবার সকালে দেখা যায় চিমনি দিয়ে ধোঁয়া উড়ছে।

এর আগে গত ৭ ডিসেম্বর চরসাদিপুর ইউনিয়নে অভিযান চালায় জেলা পরিবেশ অধিদপ্তর। অভিযানে ছাড়পত্র ছাড়া ভাটা পরিচালনা করার অপরাধে ৬ ইটভাটাকে ১১ লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ৫টি ভাটা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছিলেন পরিবেশ অধিদপ্তরের ইনফোর্স ম্যান শাখার নির্বাহী ম্যাজিস্ট্রেট সায়েদা পারভিন।

নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন এলাকাবাসী বলেন, পরিবেশ অধিদপ্তরকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে অভিযানের মাত্র দুদিন পরেই আবার চালু করা হয়েছে অবৈধ ইটভাটাগুলো। অর্থের প্রভাবেই পুনরায় চালু করা হয়েছে এসব অবৈধ ইটভাটা। ফলে এলাকার পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। অনুমোদনহীন এসব ইটভাটাগুলোর জ্বালানি হিসেবে ব্যবহার করা হচ্ছে পরিবেশের ভারসাম্য রক্ষার অন্যতম উপকরণ গাছের গুঁড়ি ও খড়ি। আর ইট প্রস্তুতির জন্য ব্যবহার করা হচ্ছে ফসলি জমির উর্বর মাটি।

চরসাদিপুর ইউনিয়ন পরিষদ সূত্রে জানা গেছে, প্রায় ২৫ বর্গ কিলোমিটারের ইউনিয়নটি পদ্মা নদীর পাড়ে অবস্থিত। এর মধ্যে পদ্মায় বিলীন হয়েছে প্রায় ৫ বর্গ কিলোমিটার। ইউনিয়নে প্রায় ২০ হাজার মানুষের বসবাস। ইটভাটা আছে ছোট বড় ১৮ টি। সবগুলো ভাটাই অবৈধ।

৭ ডিসেম্বর চরসাদিপুরের ঘোষপুর এলাকার ভিএমবি ভাটাটি গুঁড়িয়ে দেয় পরিবেশ অধিদপ্তর। ভাটাটির মালিক স্থানীয় মো. জুলহক মন্ডল। তিনি বলেন, ‘সেদিন স্যারেরা ভাটা ভেঙে দিয়ে দেড় লাখ টাকা নিয়েছিলেন। পরে রশিদ দিয়ে বলেছিলেন এ বছর চালান। সামনে কিন্তু আর চালানো যাবে না। তাই আবার ভাটা শুরু করেছি।’ তিনি আরও বলেন, ‘আমরা তো সভাপতি শহিদের মাধ্যমে প্রশাসনকে টাকা দিয়েই ভাটা চালাচ্ছি।’

এ বিষয়ে চরসাদিপুর ইটভাটার মালিক সমিতির সভাপতি মো. শহিদ উদ্দিন বলেন, ‘আমরা গরিব মানুষ। ভাটা করে ফেলেছি। এবার চালিয়ে আর চালাব না। পরিবেশ অধিদপ্তরের স্যারেরা বলেছেন, এ বছরটা ভাটা চালানোর জন্য। তবে ভাটা চালানোর জন্য কাউকে টাকা দিইনি।’

জেলা পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক আতাউর রহমান বলেন, ‘অবৈধ ভাটাগুলোয় অভিযান চালিয়ে জরিমানা এবং গুঁড়িয়ে দেওয়া হয়েছিল। সেগুলো যদি ফের চালু করা হয়ে থাকে, তাহলে তা অবৈধভাবে চলছে। আবারও অভিযান পরিচালনা করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত