Ajker Patrika

নতুন ধারাবাহিক ‘ফাইভ স্টার মেস’

আপডেট : ০৯ নভেম্বর ২০২১, ১৪: ০২
নতুন ধারাবাহিক ‘ফাইভ স্টার মেস’

আজ থেকে আরটিভিতে শুরু হচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘ফাইভ স্টার মেস’। সাগর জাহানের রচনায় নাটকটি পরিচালনা করেছেন রুমান রুনি।

রিয়েলিটি শো বিজয়ী আকাশ নামের এক গায়ককে ঘিরে ধারাবাহিকের গল্প। প্রতিযোগিতায় বিজয়ী হওয়ার পর দেশজুড়ে পরিচিতি তাঁর। কিন্তু আর্থিক দৈন্য কাটেনি। থাকেন একটি ভাড়াবাড়িতে বন্ধুর সঙ্গে মেস করে। এক সকালে অনুষ্ঠানে যাওয়ার জন্য তৈরি হন। কিন্তু পকেটের অবস্থা ভালো না। তাই ড্রাইভারকে ফাঁকি দিয়ে বাসের রাস্তা ধরেন। রাস্তায় নেমে পড়েন বিপাকে। কখনো মুখোমুখি হন ভিখারির, কখনো অনাকাঙ্ক্ষিত ভক্তের। বাসে যাওয়ার পরিকল্পনা থাকলেও ভক্তের অতি আগ্রহে ট্যাক্সিতে চড়ে বসতে হয় তাঁকে। অনুষ্ঠানে গান গেয়ে টাকা পান। ভাবেন কিছুদিন নিশ্চিন্তে কাটানো যাবে। হঠাৎ করেই পথ আগলে দাঁড়ায় এক বড় ভাই। তার পাল্লায় পড়ে খরচ হয়ে যায় সব টাকা। এভাবেই আশার আলো জাগিয়ে সুদিনগুলো তাঁর মিলিয়ে যায় বারবার। কাজের বুয়া, পত্রিকার হকার থেকে শুরু করে সবার মাসিক বিল জমা পড়ে বাকির খাতায়। এমনকি যাঁর সঙ্গে প্রেম করেন আকাশ, সেই শায়লার সঙ্গেও সম্পর্কের ফাটল দেখা দেয়।

এত ঘাত-প্রতিঘাতেও নিজের পরিচিতি আর স্ট্যাটাস বজায় রাখতে নানা কৌশল অবলম্বন করতে হয় আকাশকে। ভেতরে ভেতরে ভেঙে পড়লেও বাইরে বুঝতে দেন না কাউকে।

আকাশ চরিত্রে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন। অন্য চরিত্রে নাজিয়া হক অর্ষা, তৌসিফ, নাঈম, অপর্ণা ঘোষ, আ খ ম হাসান, কোয়েল, রাইসুল ইসলাম আসাদ, মনিরা মিঠু, আরফান আহমেদ, শবনম পারভীন প্রমুখ।

‘ফাইভ স্টার মেস’ ধারাবাহিকটি প্রচারিত হবে আরটিভিতে প্রতি মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার, রাত ১০টায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হাইকোর্টের বিচারপতি হলেন সারজিস আলমের শ্বশুর

গুলি–ককটেল ছুড়তে ছুড়তে গজারিয়ার দুর্গম চরের পুলিশ ফাঁড়িতে ডাকাত দলের হামলা

ফজলুর রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে অষ্টগ্রামে বিক্ষোভ

কুমিল্লায় দুই ট্যাংকে পানি, তদন্ত শেষ হয়নি ১ মাসে

জিন সম্পাদনায় নতুন সাফল্য, ডায়াবেটিস রোগীদের আর ইনসুলিন নিতে হবে না

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত