Ajker Patrika

জমকালো আয়োজনের প্রস্তুতি

রাজশাহী প্রতিনিধি
আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২২, ১৬: ৪২
জমকালো আয়োজনের প্রস্তুতি

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী, বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ ও বাংলাদেশ-ভারত মৈত্রীর ৫০ বছর পূর্তি উপলক্ষে আগামী ২৫ থেকে ২৮ ফেব্রুয়ারি রাজশাহীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ-ভারত পঞ্চম সাংস্কৃতিক মিলনমেলা-২০২২। এ উপলক্ষে রাজশাহীতে জমকালো আয়োজনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। ‘ফ্রেন্ডস অব বাংলাদেশ’ এ আয়োজন করছে। তত্ত্বাবধানে থাকছে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)। এ আয়োজন উপলক্ষে রাজশাহী সাজবে বর্ণিল সাজে।

গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় নগর ভবনের সিটি হলরুমে সংবাদ সম্মেলন করে এসব বিষয়ে জানিয়েছেন সিটি মেয়র ও সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক এ এইচ এম খায়রুজ্জামান লিটন। এর আগে তিনি চার দিনব্যাপী এই সাংস্কৃতিক মিলনমেলার লোগো ও প্রোমো উন্মোচন করেন।

সংবাদ সম্মেলনে মেয়র জানান, সাংস্কৃতিক মিলনমেলায় ভারতের পশ্চিমবঙ্গ, বিহার ও ত্রিপুরা থেকে প্রাদেশিক মন্ত্রীরা আসবেন। অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ এবং বাংলাদেশ সরকারের কয়েকজন মন্ত্রী, সংসদ সদস্য ও রাজনীতিক, সামাজিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সাংবাদিক, বুদ্ধিজীবী, সরকারি কর্মকর্তাসহ বিভিন্ন স্তরের সুধীবৃন্দ অংশগ্রহণ করবেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ২৬ ফেব্রুয়ারি সকালে সিঅ্যান্ডবি মোড়ে বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করবেন তাঁরা। এরপর শহীদ এ এইচ এম কামারুজ্জামানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করা হবে। পরে নগর ভবনের গ্রীন প্লাজায় নাগরিক সংবর্ধনা এবং বিকেলে রাজশাহী কলেজের আলোচনা সভা অনুষ্ঠিত হবে। আলোচনা সভা শেষে উভয় দেশের খ্যাতিমান শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। শেষ দিন ২৮ ফেব্রুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়, তাহেরপুরে দুর্গামন্দির, বাঘা শাহী মসজিদ ও দরগা পরিদর্শন করবেন অতিথিরা। সন্ধ্যায় রাজশাহী কলেজ মাঠে অনুষ্ঠিত হবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এ ছাড়া রাজশাহী চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির সমিতির সহযোগিতায় ২৫ থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত মেলা অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলনে প্রস্তুতি কমিটির যুগ্ম আহ্বায়ক আব্দুল ওয়াদুদ দারা, কবি আরিফুল হক কুমার, কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা নওশের আলী, প্রচার উপকমিটির আহ্বায়ক আহসানুল হক পিন্টু প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত