Ajker Patrika

হবিগঞ্জে জামানত হারালেন ৪০ চেয়ারম্যান প্রার্থী

হবিগঞ্জ প্রতিনিধি
আপডেট : ০৭ জানুয়ারি ২০২২, ০৭: ২৫
হবিগঞ্জে জামানত হারালেন ৪০ চেয়ারম্যান প্রার্থী

হবিগঞ্জের চুনারুঘাট ও মাধবপুর উপজেলার পঞ্চম ধাপে ২১টি ইউনিয়ন পরিষদের (ইউপি) ভোট অনুষ্ঠিত হয়েছে গত বুধবার। নির্বাচনে দুটি উপজেলাতেই ভরাডুবি হয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ প্রার্থীদের। এখানে চমক দেখিয়েছে স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতারা। এসব ইউপির মধ্যে আওয়ামী লীগ জিতেছে ছয়টিতে, বিএনপি সাতটি, জামায়াত একটি, বাকিগুলোতে আওয়ামী লীগের বিদ্রোহী।

নির্বাচন অফিস থেকে জানা যায়, দুই উপজেলায় ৪০ জন প্রার্থী তাদের জামানত হারিয়েছেন। এর মধ্যে মাধবপুরে ২৩ এবং চুনারুঘাটে ১৭ জন।

দুটি উপজেলায় সব মিলিয়ে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ১০৪ জন প্রার্থী। এর মধ্যে বিমান প্রতিমন্ত্রীর নিজের ইউনিয়ন বুল্লায় মাত্র ১ হাজার ৭৪ ভোট পেয়ে জামানত হারিয়েছে নৌকা। যেখানে বিদ্রোহী হয়ে জয় পেয়েছেন তাঁর চাচাতো ভাই।

নৌকা নিয়ে জামানত হারিয়েছেন মাধবপুর উপজেলার বুল্লা ইউনিয়নের শামীম রহমান। তিনি পেয়েছেন মাত্র ১ হাজার ৭৪ ভোট। এ ছাড়া নোয়াপাড়া ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে ১ হাজার ২৫৪ ভোট পেয়েছেন শেখ মুজাহিদ বিন ইসলাম ও বাঘাসুরা ইউনিয়নে নৌকা নিয়ে ১ হাজার ৮৬৯ ভোট পেয়েছেন মো. এখলাছ মিয়া।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত