Ajker Patrika

শুটার ইউসুফ ভেবে আদিলকে শুভেচ্ছা

শুটার ইউসুফ ভেবে  আদিলকে শুভেচ্ছা

কাঁচা-পাকা চুল, চোখে চশমা। পরনে সাদা টি-শার্ট আর ট্রাউজার। পকেটে হাত দিয়েই লক্ষ্যভেদ। তুরস্কের ইউসুফ ডিকেচকে নিয়ে সাড়া পড়ে গেছে। তাঁর ছবি শেয়ার করে সোশ্যাল মিডিয়ায় প্রশংসায় ভাসাচ্ছেন নেটিজেনরা। তুরস্কের এই বন্দুকবাজ অভিনব কায়দায় শুট করে এবারের প্যারিস অলিম্পিকে জিতে নিয়েছেন রুপার পদক।

ইউসুফের রুপা জয়ের পর থেকে শুভেচ্ছার বন্যায় ভাসছেন বলিউড অভিনেতা আদিল হোসেন। কিন্তু কেন? ব্যাপারটা একটু বিশদে বলা যাক। তুরস্কের এই শুটারের সঙ্গে আদিলের চেহারার অনেকটা মিল। তাই ইউসুফের রুপা জয়ের পর এক ব্যক্তি এক্সে পোস্ট করেছেন আদিল ও ইউসুফের ছবি। আদিলকে উদ্দেশ করে লিখেছেন, ‘আদিল হোসেন স্যারকে শুভেচ্ছা জানাচ্ছি অলিম্পিকে রুপা জয়ের জন্য। তুর্কির হয়ে তিনি এটা জিতলেন। শ্রদ্ধা।’

শুধু ওই ব্যক্তিই নয়, ইউসুফকে শুভেচ্ছা জানাতে গিয়ে অনেকে আদিলকে মেসেজ করছেন। এ রকম প্রশংসার মেসেজে ভরে যাচ্ছে তাঁর ইনবক্স। এতে অবশ্য বেশ মজাই পেয়েছেন আদিল। তিনি বলেন, ‘আমিও প্রথমে দেখে অবাক হয়ে গিয়েছিলাম। কিন্তু পরে বেশ মজা পেয়েছি। যদিও চশমা এবং পাকা চুল ছাড়া দুজনের আর কোনো কিছুতে মিল নেই।’

এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ডিকেচের ছবি। তাঁকে ঘিরে এত আলোচনার কারণ গিয়ারলেস অবস্থায় ডিকেচের শুটিংয়ের স্টাইল। সাধারণত শুটাররা অত্যাধুনিক চশমা ও এয়ারপ্লাগ পরে ইভেন্টে নামেন। থাকে বিশেষ ধরনের পোশাকও। কিন্তু ডিকেচের এক হাত পকেটে, চোখে সাদামাটা চশমা, দাঁড়ানোর ক্যাজুয়াল ভঙ্গি ও ঠান্ডা মানসিকতা দেখে তাঁকে ঘিরে চর্চা শুরু চলছে নেটদুনিয়ায়। এ সুযোগে প্রচারের কিছুটা আলো এসেছে আদিল হোসেনের দিকেও।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশসহ এশিয়ার ৫ দেশে সফর বাতিল করলেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি

স্ত্রীকে হতে হবে নোরা ফাতেহির মতো, না খাইয়ে রেখে তিন ঘণ্টা করে ব্যায়াম করান স্বামী

বাংলা বলায় কলকাতার মার্কেটে ছুরি, বন্দুকের বাঁট ও হকিস্টিক নিয়ে ছাত্রদের ওপর হামলা

ঢাকা কলেজের বাস ভাঙচুর, আবারও শিক্ষার্থীদের সংঘর্ষ, পুলিশের টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড

২০২৬ সালের পাঠ্যবইয়ে শেখ হাসিনার নামের আগে গণহত্যাকারী, ফেসবুকে আসিফ মাহমুদ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত