Ajker Patrika

ভ্রাম্যমাণ ভূমি অফিস স্থাপন করে সেবা

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ০৩ ডিসেম্বর ২০২১, ১৩: ০০
ভ্রাম্যমাণ ভূমি অফিস স্থাপন করে সেবা

চট্টগ্রামের লোহাগাড়ায় ভ্রাম্যমাণ ভূমি অফিস স্থাপন করে সেবা কার্যক্রম শুরু করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদ রানা। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে এই সেবা চালু করা হয়েছে।

জনগণকে ভূমি-সংক্রান্ত সেবা গ্রহণের আহ্বান জানিয়েছেন মো. মাসুদ রানা।

উপজেলা ভূমি অফিস সূত্রে জানা গেছে, ভ্রাম্যমাণ ভূমি অফিসে সহকারী কমিশনার (ভূমি) উপস্থিত থেকে ই-নামজারি আবেদন, নামজারি, শুনানি, অনুমোদিত নামজারি (ডিসিআর) ও খতিয়ান সংগ্রহ, ভূমি উন্নয়ন কর (খাজনা) দেওয়াসহ ভূমি-সংক্রান্ত যেকোনো সমস্যার তাৎক্ষণিকভাবে সমাধান বা পরামর্শ দেবেন।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদ রানা বলেন, ‘ভূমি অফিসে দালালদের মাধ্যমে সেবা নিতে গিয়ে গ্রহীতারা প্রতারিত হন। অনেকেই সরাসরি কথা বলার সুযোগ পান না। ভূমি-সংক্রান্ত জটিলতাও বোঝে না অনেকে। ফলে সুযোগ নেন দালালেরা।’

মো. মাসুদ রানা আরও বলেন, ‘ভোগান্তি কমাতে এবং মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে এ ভ্রাম্যমাণ ভূমি অফিস স্থাপন করা হয়েছে। ভূমি সেবাগ্রহীতারা এতে সহজে সেবা পাবেন। দালালদের খপ্পরে পড়বেন না। সাধারণ মানুষ সরাসরি আমাকে তাঁদের সমস্যার কথা বলতে পারবেন। এ জন্য এ উদ্যোগ নেওয়া হয়েছে।’

এ উদ্যোগটি অব্যাহত থাকবে বলে জানান মো. মাসুদ রানা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মৌচাকে গাড়িতে লাশ: ২৫ লাখ টাকায় যুক্তরাষ্ট্রের কথা বলে জাকিরকে শ্রীলঙ্কায় নিয়েছিল দালাল

যেভাবে শেখ হাসিনাকে ফেরানোর পরিকল্পনা চলছিল, স্বীকারোক্তিতে জানালেন মেজর সাদিকের স্ত্রী জাফরিন

পুলিশের এডিসিকে ছুরি মেরে পালিয়ে গেল ছিনতাইকারী

টেলিটক এখন গলার কাঁটা পর্যায়ে চলে এসেছে: ফয়েজ আহমদ তৈয়্যব

সিন্ধু পানিবণ্টন নিয়ে আন্তর্জাতিক আদালতের রায় পাকিস্তানের বড় জয়: পররাষ্ট্র মন্ত্রণালয়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত