রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি
নরসিংদীর রায়পুরায় মির্জাপুর ইউনিয়নের মেরাতুলি গ্রামে প্রতিবছরের মতো এবারও জালাল উদ্দীন খন্দকার গুরুজির মহাপ্রয়াণ দিবস উপলক্ষে বাউলদের নিয়ে পালিত হয়েছে আধ্যাত্মিক গানের মহোৎসব। এ উপলক্ষে গত রোববার রাতভর মেরাতুলি গ্রামে গান পরিবেশন করেন টিভি পর্দার জনপ্রিয় শিল্পী সাগর বাউল, ডলি মণ্ডল, হামিদা পারভিন ও রাখি শবনম প্রমুখ। ‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’—বাউল সম্রাট ফকির লালন শাহের আধ্যাত্মিক বাণীর স্লোগানে শুরু হয় অনুষ্ঠান। এই মহোৎসবে লালনের রেখে যাওয়া মানবমুক্তির অর্ধশতাধিক আধ্যাত্মিক বাণীসংবলিত গান গাওয়া হয়। গত রোববার সন্ধ্যার পর থেকেই মহোৎসবে জড়ো হতে থাকেন দূর-দূরান্তসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে কয়েক হাজার মানুষ।
জানা গেছে, উপজেলার মেরাতুলি গ্রামে ১৯১৩ সালে ৯ সেপ্টেম্বরে জালাল উদ্দীন খন্দকার জন্মগ্রহণ করেন। তিনি ব্রিটিশ শাসনামলে জেলা প্রশাসক ছিলেন। জীবদ্দশায় আধ্যাত্মিকতা লাভ করেন। চাকরিজীবন শেষে মানবসেবায় আত্মনিয়োগ করেন। লিখেছেন অসংখ্য আধ্যাত্মিক বই। ১৯৯৯ সালে ১৩ মার্চ তিনি মারা যান। তাঁর স্মৃতি রক্ষার্থে ভক্ত ও স্বজনদের উদ্যোগে নিজ গ্রামের বাড়িতে জন্ম ও প্রয়াণ দিবসে পালন করা হয় এই উৎসব। এ উপলক্ষে চলে গ্রামীণ মেলা।
অনুষ্ঠানে আসা ভক্ত রাজু বলেন, ‘২০০০ সালে শুরু হওয়ার পর থেকে প্রতিবছর এই মহোৎসবের অপেক্ষায় থাকি। গুরুজির প্রয়াণ দিবসের মহোৎসবে এসে সারা রাত আধ্যাত্মিক গান শুনে আমার মতো অনেকেই আনন্দিত হন।’
মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মন্জুর এলাহী বলেন, ‘আমরা গর্বিত এমন এক আধ্যাত্মিক মানুষের জন্ম আমাদের এই গ্রামে। সবাই মহোৎসবে এসে আনন্দ পান। প্রতিবছর এদিনটির অপেক্ষায় থাকতে দেখি হাজারো ভক্তকে।’
কথা হয় জালাল উদ্দীন খন্দকারের মেয়ের জামাই হাবিবুর রহমানের সঙ্গে। তিনি বলেন, জালাল উদ্দীন খন্দকার আধ্যাত্মিক মানুষ ছিলেন। চাকরিজীবন শেষে সবসময় পরোপকারে নিয়োজিত থেকে আধ্যাত্মিক ধ্যান-জ্ঞানে মত্ত থাকতেন। তাঁর স্মৃতি রক্ষার্থে বাড়িতে গ্রন্থাগার স্থাপন করা হয়েছে। পাশাপাশি প্রতিবছর ৯ সেপ্টেম্বর তাঁর জন্ম দিনে এবং ১৩ মার্চ তাঁর প্রয়াণ দিবসে এ অনুষ্ঠানের আয়োজন করে যাচ্ছি। ২০০০ সালে এই উৎসবের শুরু। আশা করি, যুগ যুগ ধরে চলবে এই মহোৎসব।’
নরসিংদীর রায়পুরায় মির্জাপুর ইউনিয়নের মেরাতুলি গ্রামে প্রতিবছরের মতো এবারও জালাল উদ্দীন খন্দকার গুরুজির মহাপ্রয়াণ দিবস উপলক্ষে বাউলদের নিয়ে পালিত হয়েছে আধ্যাত্মিক গানের মহোৎসব। এ উপলক্ষে গত রোববার রাতভর মেরাতুলি গ্রামে গান পরিবেশন করেন টিভি পর্দার জনপ্রিয় শিল্পী সাগর বাউল, ডলি মণ্ডল, হামিদা পারভিন ও রাখি শবনম প্রমুখ। ‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’—বাউল সম্রাট ফকির লালন শাহের আধ্যাত্মিক বাণীর স্লোগানে শুরু হয় অনুষ্ঠান। এই মহোৎসবে লালনের রেখে যাওয়া মানবমুক্তির অর্ধশতাধিক আধ্যাত্মিক বাণীসংবলিত গান গাওয়া হয়। গত রোববার সন্ধ্যার পর থেকেই মহোৎসবে জড়ো হতে থাকেন দূর-দূরান্তসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে কয়েক হাজার মানুষ।
জানা গেছে, উপজেলার মেরাতুলি গ্রামে ১৯১৩ সালে ৯ সেপ্টেম্বরে জালাল উদ্দীন খন্দকার জন্মগ্রহণ করেন। তিনি ব্রিটিশ শাসনামলে জেলা প্রশাসক ছিলেন। জীবদ্দশায় আধ্যাত্মিকতা লাভ করেন। চাকরিজীবন শেষে মানবসেবায় আত্মনিয়োগ করেন। লিখেছেন অসংখ্য আধ্যাত্মিক বই। ১৯৯৯ সালে ১৩ মার্চ তিনি মারা যান। তাঁর স্মৃতি রক্ষার্থে ভক্ত ও স্বজনদের উদ্যোগে নিজ গ্রামের বাড়িতে জন্ম ও প্রয়াণ দিবসে পালন করা হয় এই উৎসব। এ উপলক্ষে চলে গ্রামীণ মেলা।
অনুষ্ঠানে আসা ভক্ত রাজু বলেন, ‘২০০০ সালে শুরু হওয়ার পর থেকে প্রতিবছর এই মহোৎসবের অপেক্ষায় থাকি। গুরুজির প্রয়াণ দিবসের মহোৎসবে এসে সারা রাত আধ্যাত্মিক গান শুনে আমার মতো অনেকেই আনন্দিত হন।’
মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মন্জুর এলাহী বলেন, ‘আমরা গর্বিত এমন এক আধ্যাত্মিক মানুষের জন্ম আমাদের এই গ্রামে। সবাই মহোৎসবে এসে আনন্দ পান। প্রতিবছর এদিনটির অপেক্ষায় থাকতে দেখি হাজারো ভক্তকে।’
কথা হয় জালাল উদ্দীন খন্দকারের মেয়ের জামাই হাবিবুর রহমানের সঙ্গে। তিনি বলেন, জালাল উদ্দীন খন্দকার আধ্যাত্মিক মানুষ ছিলেন। চাকরিজীবন শেষে সবসময় পরোপকারে নিয়োজিত থেকে আধ্যাত্মিক ধ্যান-জ্ঞানে মত্ত থাকতেন। তাঁর স্মৃতি রক্ষার্থে বাড়িতে গ্রন্থাগার স্থাপন করা হয়েছে। পাশাপাশি প্রতিবছর ৯ সেপ্টেম্বর তাঁর জন্ম দিনে এবং ১৩ মার্চ তাঁর প্রয়াণ দিবসে এ অনুষ্ঠানের আয়োজন করে যাচ্ছি। ২০০০ সালে এই উৎসবের শুরু। আশা করি, যুগ যুগ ধরে চলবে এই মহোৎসব।’
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
৩ দিন আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
৩ দিন আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
৩ দিন আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫