Ajker Patrika

দেশের খেলাতেও লঙ্কার প্রভাব

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৬ এপ্রিল ২০২২, ১২: ৩৪
দেশের খেলাতেও লঙ্কার প্রভাব

বাংলাদেশ হাইপারফরম্যান্স (এইচপি) দলের শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ড সফর বাতিল হয়েছে। রাজনৈতিক অস্থিরতায় এই মুহূর্তে শ্রীলঙ্কা সফরে যাচ্ছে না বিসিবির এইচপি দল। আর মাঠ সংকটের কারণে আয়ারল্যান্ড বাংলাদেশ সিরিজ আয়োজন করতে পারছে না।

গতকাল মঙ্গলবার বিসিবির এইচপি বিভাগের প্রধান নাঈমুর রহমান দুর্জয় সাংবাদিকদের বলেছেন, ‘এই মুহূর্তে শ্রীলঙ্কার পরিস্থিতি আমরা জানি। তাদের আর্থিক ও অর্থনৈতিক সমস্যার কারণে এটা আয়োজন করতে পারছে না। আর আয়ারল্যান্ডের যেটা সমস্যা হচ্ছে, ওদের মাঠের সংখ্যা খুব কম।’

আগামী ৮ মে দুই টেস্টের সিরিজ খেলতে লঙ্কানদের বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে। শ্রীলঙ্কায় অস্থিরতা থাকলেও তাদের বাংলাদেশ সফর নিয়ে আশাবাদী বিসিবি। সিরিজটি আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। আর আয়োজক যেহেতু বিসিবি, আর্থিক বিষয়টা লঙ্কানদের জন্য বড় বাধা হবে না বলেই মনে করেন বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী। গতকাল আজকের পত্রিকাকে তিনি বলেছেন, ‘এটা এফটিপি প্রতিশ্রুতির সিরিজ। এ ক্ষেত্রে খুব জটিল পরিস্থিতি না হলে তারা সাধারণত চালিয়ে যায়। আফগানিস্তান কিন্তু তাদের জটিল পরিস্থিতিতেই বাংলাদেশ সফর করে গেছে। সুতরাং এই সিরিজ নিয়েও আশাবাদী হওয়া উচিত।’

যাচ্ছেন না অ্যাথলেটরা
শ্রীলঙ্কায় চলমান সংকটের কারণে সেখানে যাওয়া হচ্ছে না বাংলাদেশের দ্রুততম মানবী সুমাইয়া দেওয়ান ও নুসরাত জামানের। কলম্বোয় ৮ এপ্রিল টুর্নামেন্টে অংশ নেওয়ার কথা ছিল বাংলাদেশের এই অ্যাথলেটের।

গত পরশু টুর্নামেন্টটি আপাতত স্থগিতের সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার আরও কয়েকটি দেশের অংশ নেওয়ার কথা ছিল এই টুর্নামেন্টে। ১০০ মিটারে সুমাইয়া ও ৪০০ মিটার দৌড়ে অংশ নেওয়ার কথা ছিল নুসরাতের। আজ দুপুরে শ্রীলঙ্কায় রওনা দেওয়ার কথা ছিল তাদের। শেষ মুহূর্তে টুর্নামেন্ট স্থগিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক আবদুর রকিব মন্টু।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

খালেদা জিয়ার দেশে ফেরার ফ্লাইট থেকে সরানো হলো দুই কেবিন ক্রু

নারী কমিশনের রিপোর্ট বাতিল হলে অন্যগুলোও বাতিলযোগ্য: উমামা ফাতেমা

সেদ্ধ ডিমের খোসা ছাড়ানোর সহজ উপায় জানালেন বিজ্ঞানীরা

প্রাথমিকে আবার চালু হচ্ছে বৃত্তি পরীক্ষা: গণশিক্ষা উপদেষ্টা

নারী কমিশন তৈরির জন্য জুলাই বিপ্লবে কেউ জীবন দেয়নি: মাহমুদুর রহমান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত