Ajker Patrika

মুরের কাঁধে উঠছে সমন্বয়ের দায়িত্ব

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মুরের কাঁধে উঠছে সমন্বয়ের দায়িত্ব

রাসেল ডমিঙ্গোর বিদায়ের পর শুধু জাতীয় দলের প্রধান কোচ চূড়ান্তই নয়, কয়েকটি গুরুত্বপূর্ণ সংযোজন করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেটিরই অংশ হিসেবে বিসিবির ‘হেড অব প্রোগ্রামস’ হয়ে আসতে যাচ্ছেন অস্ট্রেলিয়ান কোচ ডেভিড মুর।  

মুর নিউ সাউথ ওয়েলসের সাবেক উইকেটকিপার ব্যাটার। ১টি মাত্র প্রথম শ্রেণির ম্যাচ খেলা মুর খেলোয়াড়িজীবন শেষে জড়িয়েছেন কোচিং পেশার সঙ্গে। কাজ করেছেন নিউসাউথ ওয়েলসের ক্রিকেট পারফরম্যান্সের মহাব্যবস্থাপক হিসেবে।

জাতীয় দলে খেলোয়াড় সরবরাহের পথ আরও শক্তিশালী করা, বিভিন্ন প্রোগ্রামের ভালো সমন্বয় আর কাজে গতি আনতে বিসিবি নতুন কিছু ‘পজিশন’ বা পদ তৈরি করেছে। বিভিন্ন বিভাগের প্রোগ্রাম সাধারণত চলে ব্যবস্থাপক আর প্রতিটি স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যানকে দিয়ে। যেহেতু বেশির ভাগ চেয়ারম্যান নিজেদের ব্যক্তিগত ব্যবসা কিংবা অন্যান্য কাজ নিয়ে ব্যস্ত থাকেন, তাঁরা বোর্ডে সময় দিতে পারেন তুলনামূলক কমই। এতে অনেক সময় প্রোগ্রামগুলোয় প্রত্যাশিত গতি থাকে না। জাতীয় দলে খেলোয়াড় সরবরাহের কাজও তাতে ব্যাহত হয়।

এখানে বোর্ডের উপলব্ধি, এমন একজন তদারকিতে থাকবেন, যিনি ক্রিকেট পরিচালনা বিভাগ, হাইপারফরম্যান্স, গেম ডেভেলপমেন্ট বিভাগের বিভিন্ন প্রোগ্রাম তদারকি ও সেতুবন্ধন তৈরি করে প্রয়োজনীয় খেলোয়াড় সরবরাহ করবেন জাতীয় দলে। এ লক্ষ্যেই হেড অব প্রোগ্রামস হিসেবে ডেভিড মুরকে চূড়ান্ত করেছে বিসিবি। গতকাল বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী আজকের পত্রিকাকে বলেছেন, ‘তাকে (মুর) আমরা চূড়ান্ত করেছি হেড অব প্রোগ্রামস হিসেবে। তার সঙ্গে চুক্তির মেয়াদ আমরা এখনো নির্দিষ্ট করিনি, আমাদের স্ট্যান্ডার্ড দুই-তিন বছরেরই হবে।’

মুর কাজ শুরু করবেন জাতীয় দলের কোচ চূড়ান্ত হওয়ার পর। বাংলাদেশ দলের সম্ভাব্য কোচ হিসেবে এরই মধ্যে চন্ডিকা হাথুরুসিংহের নামটি বেশি আলোচিত। বাংলাদেশ দলের সাবেক এ লঙ্কান কোচকে নিয়ে ইতিবাচক, নেতিবাচক—দুই আলোচনাই আছে। তবে বিসিবি তাঁকে চাইছে যেকোনো উপায়ে দলকে সাফল্য এনে দেওয়ার ‘গুণে’র কারণেই। এখানে আলোচনা আছে সর্বশেষ বাংলাদেশ টি-টোয়েন্টি দলের টেকনিক্যাল কনসালট্যান্ট শ্রীধরন শ্রীরামকে নিয়েও। যদি হাথুরুই চূড়ান্ত হয়ে থাকেন, কবে ঘোষণা হতে পারে, এ প্রশ্নে বিসিবির প্রধান নির্বাহী বললেন, ‘যিনিই হন, ইংল্যান্ড সিরিজের আগেই চূড়ান্ত করার চেষ্টা করছি আমরা। আমরা অনেক পরিকল্পনা করে এগোচ্ছি। সে পরিকল্পনার অংশ হিসেবে দুই-একজন নিশ্চিত হয়ে গেছে। যেমন—খেলোয়াড়দের ফিটনেস, মেডিকেল বিষয়ে কেন্দ্রীয়ভাবে তদারকি করতে একজন কাজ শুরু করেছেন (জুলিয়ান ক্যালেফাতো)। হেড অব প্রোগ্রামস হিসেবে একজন আসছেন।’

জাতীয় দলের কোচ চূড়ান্ত করার আগে কিছু ‘কোচিং পজিশন’ও ঠিক করছে বিসিবি। নিজাম উদ্দিন চৌধুরী বললেন, ‘আমাদের যে ব্যস্ত আন্তর্জাতিক সূচি, সব সময় সবাইকে নাও পাওয়া যেতে পারে। সে কারণে একটি বিকল্প টিম ম্যানেজমেন্ট সেটআপ   তৈরির লক্ষ্য আমাদের।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত