Ajker Patrika

সভাপতি শওকত, সম্পাদক জয়

সখীপুর প্রতিনিধি
আপডেট : ২০ ডিসেম্বর ২০২১, ১৭: ১০
সভাপতি শওকত, সম্পাদক জয়

সখীপুর উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে শওকত শিকদারকে সভাপতি ও অনুপম শাহজাহান জয়কে সাধারণ সম্পাদক করা হয়েছে। গতকাল রোববার সকালে উপজেলা পরিষদ মাঠে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাংসদ জোয়াহেরুল ইসলাম সন্ধ্যা সাড়ে ৬টায় সমঝোতার ভিত্তিতে এ কমিটি ঘোষণা করেন।

কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, বাংলাদেশে আর কোনো দিন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে না। বিএনপি সেটা মানেন না। তাঁরা একই কথা, একই গীত ও একই রেকর্ড বাজিয়েই চলেছে। ফখরুল ইসলাম আলমগীরকে বলতে চাই, একবার শিক্ষা পেয়েছেন। মানুষকে আবার হরতাল অবরোধ দিয়ে পুড়িয়ে হত্যার চেষ্টা আর করবেন না।

গতকাল সখীপুর উপজেলা পরিষদ মাঠে আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন। সম্মেলনে সখীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি কুতুব উদ্দিন আহমেদ সভাপতিত্ব করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শওকত শিকদার।

কৃষিমন্ত্রী আরও বলেন, নির্বাচন হবে প্রচলিত আইনের মাধ্যমে। আমরা আশা করছি এমন একটি নির্বাচন কমিশন হবে, যে কমিশন সুন্দর সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেবেন। হুমকি ও ষড়যন্ত্র যতভাবেই দেশ অচল করার চেষ্টা করা হোক এবং এটা বিএনপি করবেই। তাই আগামী দুই বছর আমাদের সতর্ক থাকতে হবে।

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাংসদ মির্জা আজম, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান খান ফারুক, কেন্দ্রীয় আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদবিষয়ক সম্পাদক শামসুন নাহার চাঁপা, কার্যনির্বাহী সদস্য এবিএম রিয়াজুল কবীর কাওছার, সাংসদ ছোট মনির, ভালুকার সাংসদ কাজীম উদ্দিন ধনু প্রমুখ বক্তব্য দেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফোন-ইন্টারনেট ভাতা পাচ্ছেন মাঠ প্রশাসনের সব কর্মচারী

ভাড়া বাড়িতে চলা ১৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

পিপির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ৪৯ জন সহকারী পিপির

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

শান্ত যে কারণে টি-টোয়েন্টি দলে, মিরাজ কেন নেই

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত