নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক সচিব ও বিএনপির সাবেক নেতা হারিছ চৌধুরীর মৃত্যু নিয়ে গণমাধ্যমে যে খবর প্রকাশিত হয়েছে, তা নিয়ে তদন্তে নেমেছে পুলিশ। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি বলছে, তাদের তদন্তে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
তবে পুলিশ সদর দপ্তরের কর্মকর্তারা বলছেন, তদন্তে হারিছ চৌধুরীর মৃত্যু নিশ্চিত হলে আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে মরদেহ তুলে ডিএনএ পরীক্ষা করা হবে।
পুলিশের তালিকায় পলাতক হারিছ চৌধুরী মারা গেছেন বলে দৈনিক মানবজমিন খবর প্রকাশ করে। এরপর একটি অনলাইন জানায়, তিনি ঢাকায় মারা গেছেন। সেসব খবরের ব্যাপারে নিশ্চিত হতে তদন্তে নামে পুলিশ। তবে গতকাল পর্যন্ত পুলিশ সে ব্যাপারে নিশ্চিত হতে পারেনি।
এর মধ্যে গতকাল রোববার ওই দৈনিকে প্রকাশিত আরেকটি খবরে বলা হয়, হারিছ চৌধুরীকে ‘মাহমুদুর রহমান’ পরিচয়ে ঢাকার সাভারের জালালাবাদে একটি মাদ্রাসার কবরস্থানে গত বছরের সেপ্টেম্বর মাসের ৪ তারিখ দাফন করা হয়েছে। ওই খবরে হারিছ চৌধুরীর মেয়ে ব্যারিস্টার সামিরা চৌধুরী জানান, তাঁর বাবা গত ১১ বছর রাজধানীর পান্থপথের একটি বাড়িতে আত্মগোপন করে ছিলেন। সে বাড়িতে থাকার সময় তিনি করোনায় আক্রান্ত হন। এরপর গত বছরের ৩ সেপ্টেম্বর তাঁকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন থাকার সময় সেখানেই তিনি মারা যান।
ওই দৈনিকের প্রতিবেদনে বলা হয়, গোয়েন্দাদের চোখ ফাঁকি দিয়ে গত ১৪ বছর ঢাকাতেই ছিলেন হারিছ চৌধুরী। ওয়ান-ইলেভেনের পরপরই কিছুদিন তিনি সিলেটে অবস্থান করেন। ঢাকায় আসার পর নিজের নাম বদল করে রাখেন অধ্যাপক মাহমুদুর রহমান। মৃত্যুর আগপর্যন্ত তিনি সে নামেই পরিচিত ছিলেন। শুধু তাই নয়, মাহমুদুর রহমান নামে তিনি পাসপোর্টও করেন। এতে ঠিকানা দেওয়া হয় শ্রীমঙ্গল, মৌলভীবাজার। বাবার নাম আবদুল হাফিজ। ২০১৮ সালের ৬ সেপ্টেম্বর ঢাকা থেকে এই পাসপোর্ট ইস্যু হয়।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্র বলছে, হারিছ চৌধুরীর মৃত্যু ও তাঁর দাফনের বিষয়টি সামনে আসায় নতুন করে খোঁজখবর নেওয়া হচ্ছে।
গতকাল ওই অনলাইনের খবরে বলা হয়, ঢাকার সাভারের জালালাবাদ এলাকায় ওই মাদ্রাসার কবরস্থানে খোঁজ নিয়ে জানা গেছে, গত বছরের ৪ সেপ্টেম্বর আসরের নামাজের পর ‘মাহমুদুর রহমান’ নামের একজনকে দাফন করা হয়। এই মরদেহ সামিরা নামের এক নারী নিয়ে যান। সামিরা নিজেকে মৃত ব্যক্তির মেয়ে বলে পরিচয় দেন। পাঁচ লাখ টাকা অনুদান দিয়ে তিনি তাঁর বাবাকে দাফন করাতে রাজি করান।
২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় হারিছ চৌধুরীর যাবজ্জীবন সাজা হয়। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় তাঁকে সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়। সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা ও বিস্ফোরক মামলারও আসামি ছিলেন হারিছ চৌধুরী। গত ১৪ বছর ধরে তাঁকে হন্যে হয়ে খুঁজেছিল পুলিশ ও গোয়েন্দারা।
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক সচিব ও বিএনপির সাবেক নেতা হারিছ চৌধুরীর মৃত্যু নিয়ে গণমাধ্যমে যে খবর প্রকাশিত হয়েছে, তা নিয়ে তদন্তে নেমেছে পুলিশ। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি বলছে, তাদের তদন্তে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
তবে পুলিশ সদর দপ্তরের কর্মকর্তারা বলছেন, তদন্তে হারিছ চৌধুরীর মৃত্যু নিশ্চিত হলে আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে মরদেহ তুলে ডিএনএ পরীক্ষা করা হবে।
পুলিশের তালিকায় পলাতক হারিছ চৌধুরী মারা গেছেন বলে দৈনিক মানবজমিন খবর প্রকাশ করে। এরপর একটি অনলাইন জানায়, তিনি ঢাকায় মারা গেছেন। সেসব খবরের ব্যাপারে নিশ্চিত হতে তদন্তে নামে পুলিশ। তবে গতকাল পর্যন্ত পুলিশ সে ব্যাপারে নিশ্চিত হতে পারেনি।
এর মধ্যে গতকাল রোববার ওই দৈনিকে প্রকাশিত আরেকটি খবরে বলা হয়, হারিছ চৌধুরীকে ‘মাহমুদুর রহমান’ পরিচয়ে ঢাকার সাভারের জালালাবাদে একটি মাদ্রাসার কবরস্থানে গত বছরের সেপ্টেম্বর মাসের ৪ তারিখ দাফন করা হয়েছে। ওই খবরে হারিছ চৌধুরীর মেয়ে ব্যারিস্টার সামিরা চৌধুরী জানান, তাঁর বাবা গত ১১ বছর রাজধানীর পান্থপথের একটি বাড়িতে আত্মগোপন করে ছিলেন। সে বাড়িতে থাকার সময় তিনি করোনায় আক্রান্ত হন। এরপর গত বছরের ৩ সেপ্টেম্বর তাঁকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন থাকার সময় সেখানেই তিনি মারা যান।
ওই দৈনিকের প্রতিবেদনে বলা হয়, গোয়েন্দাদের চোখ ফাঁকি দিয়ে গত ১৪ বছর ঢাকাতেই ছিলেন হারিছ চৌধুরী। ওয়ান-ইলেভেনের পরপরই কিছুদিন তিনি সিলেটে অবস্থান করেন। ঢাকায় আসার পর নিজের নাম বদল করে রাখেন অধ্যাপক মাহমুদুর রহমান। মৃত্যুর আগপর্যন্ত তিনি সে নামেই পরিচিত ছিলেন। শুধু তাই নয়, মাহমুদুর রহমান নামে তিনি পাসপোর্টও করেন। এতে ঠিকানা দেওয়া হয় শ্রীমঙ্গল, মৌলভীবাজার। বাবার নাম আবদুল হাফিজ। ২০১৮ সালের ৬ সেপ্টেম্বর ঢাকা থেকে এই পাসপোর্ট ইস্যু হয়।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্র বলছে, হারিছ চৌধুরীর মৃত্যু ও তাঁর দাফনের বিষয়টি সামনে আসায় নতুন করে খোঁজখবর নেওয়া হচ্ছে।
গতকাল ওই অনলাইনের খবরে বলা হয়, ঢাকার সাভারের জালালাবাদ এলাকায় ওই মাদ্রাসার কবরস্থানে খোঁজ নিয়ে জানা গেছে, গত বছরের ৪ সেপ্টেম্বর আসরের নামাজের পর ‘মাহমুদুর রহমান’ নামের একজনকে দাফন করা হয়। এই মরদেহ সামিরা নামের এক নারী নিয়ে যান। সামিরা নিজেকে মৃত ব্যক্তির মেয়ে বলে পরিচয় দেন। পাঁচ লাখ টাকা অনুদান দিয়ে তিনি তাঁর বাবাকে দাফন করাতে রাজি করান।
২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় হারিছ চৌধুরীর যাবজ্জীবন সাজা হয়। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় তাঁকে সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়। সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা ও বিস্ফোরক মামলারও আসামি ছিলেন হারিছ চৌধুরী। গত ১৪ বছর ধরে তাঁকে হন্যে হয়ে খুঁজেছিল পুলিশ ও গোয়েন্দারা।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫