Ajker Patrika

মোটরসাইকেল কেনার টাকা জোগাতে খুন!

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
আপডেট : ১০ নভেম্বর ২০২১, ১৬: ০০
মোটরসাইকেল কেনার টাকা জোগাতে খুন!

ভালোবাসার মানুষের জন্য শেষ রক্তবিন্দু দিতে প্রস্তুত থাকে অনেকেই। রক্ষা করে বিচিত্র সব আবদারও। কিন্তু কারও আবদার মেটাতে গিয়ে মানুষ ঘাতক হয়ে উঠেছেন এমন কুনজির খুব কমই আছে। বিস্ময়কর হলেও এ ঘটনা ঘটিয়েছেন খুলনার পাইকগাছার ফয়সাল নামের এক যুবক। কথিত প্রেমিকার আবদারের মোটরসাইকেল কেনার জন্য অন্য এক যুবককে খুন করেছেন তিনি। গ্রেপ্তারের পর একথা স্বীকারও করেছেন ফয়সাল।

পুলিশের কাছে দেওয়া ফয়সালের স্বীকারোক্তির বরাত দিয়ে পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান জানান, একটি মেয়ের সঙ্গে সম্পর্ক ছিল ফয়সালের। মেয়েটি তাঁর কাছে ‘আর ওয়ান ফাইভ’ মডেলের একটি মোটরসাইকেল কেনার জন্য বায়না ধরে। কিন্তু দামি এ মোটরসাইকেল কেনার জন্য এত টাকা জোগাড় করা সম্ভব ছিল না। তাই টাকা পেতে তিনি বেছে নেন ভয়ানক পথ। পরিকল্পনা করেন শ্যামনগরের সুরমান গাজীর ছেলে আমিনুলকে অপহরণের। পরিকল্পনামতো গত রোববার রাত ৯টার দিকে আমিনুলকে কপোতাক্ষ নদের তীরে নিয়ে আসেন। পরে পানির সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে খাইয়ে অচেতন করেন। এরপর লুকিয়ে রাখা দা দিয়ে কুপিয়ে হত্যা করেন আমিনুলকে। পরে তাঁর লাশ কপোতাক্ষ নদে ফেলে দেন।

ওসি জানান, হত্যার পর আমিনুলের ব্যবহৃত মোবাইল ফোন দিয়ে তাঁর বাবাকে ফোন করে ফয়সাল জানান তাঁর ছেলেকে অপহরণ করা হয়েছে। ছেলেকে পেতে হলে ১০ লাখ টাকা লাগবে। টাকা নিয়ে পাইকগাছা ব্রিজের কাছে আসতে বলেন ফয়সাল। টাকা নেওয়ার সময় আগে থেকে ওত পেতে থাকা পুলিশ টাকাসহ ফয়সালকে হাতেনাতে ধরে ফেলে।

পরে তাঁর স্বীকারোক্তিতে লাশ উদ্ধারে অভিযান চালানো হয়। তবে গতকাল সন্ধ্যা পর্যন্ত লাশের সন্ধান মেলেনি। ঘটনাস্থলে ও নদীর পাড়ে পুলিশ ও স্বজনেরা অপেক্ষা করছেন কখন লাশটি ভেসে ওঠে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বৈপ্লবিক পরিবর্তন করার সুযোগ হাতছাড়া হয়ে গেছে

ব্যাংকের চাকরি যায় জাল সনদে, একই নথি দিয়ে বাগালেন স্কুল সভাপতির পদ

৬৮ কোটি টাকা আত্মসাৎ: ডেলটা গ্রুপের চেয়ারম্যান ফারুকসহ ১৫ জনের নামে মামলা

১ লাখ ৮২২ শিক্ষক নিয়োগ: যোগ্য প্রার্থীদের প্রাথমিক তালিকা চলতি সপ্তাহে

‘বউ আমাকে মিথ্যা ভালোবাসত, টাকা না থাকলে ছেড়ে যাবে, তাই মরে গেলাম’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত