Ajker Patrika

সিনেমা ও সিরিজ নিয়ে ওয়েবে স্পর্শিয়া

আপডেট : ২৬ এপ্রিল ২০২৩, ০৯: ০৭
সিনেমা ও সিরিজ নিয়ে ওয়েবে স্পর্শিয়া

এবার ঈদ উপলক্ষে কোনো টিভি নাটকেই কাজ করেননি অর্চিতা স্পর্শিয়া। ব্যস্ত ছিলেন ওয়েবের কাজে। ওটিটিতে মুক্তি পেয়েছে তাঁর অভিনীত সিনেমা ও সিরিজ। সিনেমার নাম ‘এখানে নোঙর’, আর সিরিজের নাম ‘ওপেন কিচেন’।

‘এখানে নোঙর’ ওয়েব সিনেমাটির ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হয়েছে একটি টেলিভিশন চ্যানেলে। রাজিবুল ইসলাম রাজিবের রচনা ও চিত্রনাট্যে সিনেমাটি পরিচালনা করছেন মেহেদী রনি। সিনেমাটি নিয়ে স্পর্শিয়া বলেন, ‘সিনেমার গল্পটা দারুণ। ক্রিটিক্যাল বা কমপ্লিকেটেড কোনো গল্প না। একেবারেই সাধারণ কমার্শিয়াল গল্প। তবে, গল্পে থ্রিলার আছে, যা দর্শককে আটকে রাখবে। সিনেমাটিতে কোনো রকম ফিল্টারিং না করে একেবারে র একটা প্রেজেন্টেশন রাখা হয়েছে।’

শুটিং অভিজ্ঞতা জানিয়ে স্পর্শিয়া বলেন, ‘সিনেমার পরিচালক মেহেদী রনি আমার পুরোনো বন্ধু। তার সঙ্গে এর আগে বড় পর্দার সিনেমা করেছি। সে তখন সিনেমাটোগ্রাফার ছিল। তখন থেকেই তার সঙ্গে আমার ভালো সম্পর্ক। এবার তার পরিচালনায় কাজ করলাম। গল্পটি যেমন ভালো, তেমনি সময় নিয়ে খুব যত্নসহকারে কাজটি করেছে নির্মাতা। শুটিং হয়েছে মানিকগঞ্জে। প্রচণ্ড ঠান্ডার মধ্যে কাজটি করতে হয়েছে। ইউনিটের সবারই অবস্থা বেশ খারাপ হয়ে গিয়েছিল ঠান্ডায়।’

এ সিনেমায় প্রথমবারের মতো স্পর্শিয়া কাজ করেছেন আদর আজাদের বিপরীতে। আদর প্রসঙ্গে স্পর্শিয়া জানান, ‘আদরের সঙ্গে কাজ করতে গিয়ে যেটা মনে হয়েছে, সে কাজের প্রতি খুব ডেডিকেটেড। খুব ভালো করেছে।’

অন্যদিকে, বঙ্গতে মুক্তি পেয়েছে স্পর্শিয়া অভিনীত রোমান্টিক কমেডি ধাঁচের সিরিজ ‘ওপেন কিচেন’। ইমরাউল রাফাতের পরিচালনায় এতে আরও অভিনয় করেছেন টয়া, শাওন, তামিম মৃধা, আরশ খান।

সিরিজটি নিয়ে স্পর্শিয়া বলেন, ‘অনেক দিন পর পুরোনো বন্ধুদের সঙ্গে কাজ করলাম। অনেক আনন্দ নিয়েই কাজ করেছি। গল্পটি তিন বন্ধুকে নিয়ে। পরে তাদের সঙ্গে আরও দুজন যুক্ত হয়।’

ওয়েবের কাজে ব্যস্ত থাকার কারণে এবার ঈদের কোনো টেলিভিশন নাটকে কাজ করতে পারেননি স্পর্শিয়া। তিনি বলেন, ‘এবার ঈদ উপলক্ষে ওয়েবের কাজ নিয়েই ব্যস্ত ছিলাম। তাই নাটকের কাজ করা হয়নি। আর আমি এমনিতেই কাজ কম করি, বেছে বেছে পছন্দমতো কাজ করার চেষ্টা করি। মন সায় না দিলে সেই কাজ করি না।’

স্পর্শিয়ার অভিনীত ‘ফিরে দেখা’ ও ‘ক্ষমা নেই’ সিনেমা দুটি রয়েছে মুক্তির অপেক্ষায়। এ ছাড়া কথা চলছে নতুন কয়েকটি কাজ নিয়ে। শিগগিরই সে কাজের ব্যাপারে জানাবেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত