Ajker Patrika

নৌকা-ঘোড়ার নির্বাচনী ক্যাম্প ভাঙচুর, ধাওয়া

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
আপডেট : ০২ জানুয়ারি ২০২২, ১৪: ৩৩
নৌকা-ঘোড়ার নির্বাচনী ক্যাম্প ভাঙচুর, ধাওয়া

নাটোরের গুরুদাসপুর উপজেলার মশিন্দা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী ও বিদ্রোহী প্রার্থীর কর্মী-সমর্থকেরা পরস্পরের নির্বাচনী ক্যাম্প ভাঙচুর ও পোস্টার ছিঁড়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ছাড়া দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। গত শুক্রবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। এতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

মশিন্দা ইউপিতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের নৌকার প্রতীকের প্রার্থী মোস্তাফিজুর রহমান এবং ঘোড়া প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন আব্দুল বারী। তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। উপজেলা নির্বাচন কর্মকর্তার কাছে দুজনই পাল্টাপাল্টি অভিযোগ দিয়েছেন।

জানা গেছে, গত শুক্রবার রাতে মশিন্দা বাজারে আব্দুল বারীর নির্বাচনী সভা চলছিল। প্রত্যেক ওয়ার্ডের নির্বাচনী ক্যাম্প থেকে কর্মী ও সমর্থকেরা এ সভায় যোগ দিতে যান। এ সুযোগে বিদ্রোহী প্রার্থীর নির্বাচনী ক্যাম্প ফাঁকা পেয়ে নৌকার কয়েকজন কর্মী-সমর্থক ভাঙচুর চালান। এ ঘটনার খবর পেয়ে সভা শেষে বিদ্রোহী প্রার্থীর কর্মী ও সমর্থকেরা মিছিল নিয়ে নৌকার প্রার্থীর একটি নির্বাচনী ক্যাম্প ভাঙচুর করেন। এ সময় ভাঙচুরে বাধা দিলে সেখানে উভয়পক্ষের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।

স্বতন্ত্র প্রার্থীর সমর্থক ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রজিম উদ্দিন বলেন, রানীগ্রামের নির্বাচনী ক্যাম্প ভাঙচুরের পর রাত প্রায় ১১টার দিকে নৌকার সমর্থকেরা পশ্চিম চরপাড়ায় আরেকটি ক্যাম্পের চেয়ার-টেবিল ভাঙচুর ও পোস্টার ছিঁড়ে ফেলেন।

স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আব্দুল বারী অভিযোগ করেন, তাঁর জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে নৌকার সমর্থকেরা নির্বাচনী ক্যাম্প ভাঙচুর করেছেন। এ ঘটনায় তিনি উপজেলা রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

এদিকে ৬ নম্বর ওয়ার্ডে নৌকার দুটি নির্বাচনী ক্যাম্পে হামলা চালানোর অভিযোগ পাওয়া গেছে। নৌকার সমর্থক আলমগীর হোসেন বলেন, গত শুক্রবার রাত ১১টার দিকে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকেরা একটি মিছিল নিয়ে বাহাদুরপাড়ার নৌকার নির্বাচনী ক্যাম্পে অতর্কিত হামলা চালান। এ সময় ঝুলন্ত একটি নৌকা প্রতীক নামানোর পর দুটি ক্যাম্পের সামনে থাকা নৌকার পোস্টার ছিঁড়ে ফেলা হয়।

নৌকার প্রার্থী মোস্তাফিজুর রহমান বলেন, নৌকার বিজয় সুনিশ্চিত জেনেই স্বতন্ত্র প্রার্থীর সমর্থকেরা নৌকার নির্বাচনী ক্যাম্পের পোস্টার ছিঁড়ে ফেলেন। আবার নিজেদের অফিস নিজেরাই ভেঙে তাঁদের ওপর দোষ চাপাচ্ছেন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা ফেরদৌস আলম বলেন, নির্বাচনী ক্যাম্প ভাঙচুর ও পোস্টার ছেঁড়ার ঘটনায় আওয়ামী লীগের প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীর অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি ক্ষতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

মানবিক করিডর না ভূরাজনৈতিক কৌশল? সীমান্তে যুক্তরাষ্ট্রের তৎপরতায় উদ্বেগ

আইসিএক্স বাদ দিলে ঝুঁকিতে পড়বে দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব, বিশেষজ্ঞদের উদ্বেগ

‘কলেমা পড়ে বিয়ে’ করা স্ত্রীর ঘরে গিয়ে মধ্যরাতে ঘেরাও পুলিশ কনস্টেবল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত