Ajker Patrika

মনিরামপুরে বিএনপির কমিটি

মনিরামপুর প্রতিনিধি
আপডেট : ৩০ অক্টোবর ২০২১, ১৫: ৫৫
মনিরামপুরে বিএনপির কমিটি

মনিরামপুরে বিএনপির উপজেলা ও পৌর শাখার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

গতকাল শুক্রবার দুপুরে উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে আয়োজিত কার্যনির্বাহী কমিটির সভায় এ কমিটি গঠন করা হয়। যশোর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু ও যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন।

সভায় সর্বসম্মতিতে সাবেক পৌর মেয়র অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেনকে আহ্বায়ক ও সাবেক পৌর কাউন্সিলর মফিজুর রহমানকে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক করে ৩৬ সদস্যের উপজেলা কমিটি গঠন করা হয়। উপজেলার ১৭টি ইউনিয়নের বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদককে পদাধিকার বলে কমিটির সদস্য করা হয়েছে।

এ ছাড়া খাইরুল ইসলামকে আহ্বায়ক ও আব্দুল হাইকে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক করে ২০ সদস্যের পৌর কমিটি গঠন করা হয়েছে। পৌর এলাকার নয়টি ওয়ার্ডের বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদককে পদাধিকার বলে কমিটির সদস্য করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সেই রুহুল আমিনের বসুন্ধরা, বনানী ও উত্তরার জমিসহ ৫০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক

৬১৫ কোটি টাকা আত্মসাৎ: এক্সিম ব্যাংকের নজরুল ইসলাম মজুমদারসহ ৩০ জনের নামে মামলা

ঠাকুরগাঁওয়ের ৩টি আসনেই জয়ী হবে জামায়াত: মাওলানা হালিম

আক্কেলপুরে ‘একঘরে’ করে রাখা দিনমজুরকে মারধর, থানায় মামলা

‘কথিত আওয়ামী লীগ সদস্যদের’ বাংলাদেশবিরোধী তৎপরতার বিষয়ে ভারত অবহিত নয়: মুখপাত্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত