Ajker Patrika

বিজয়ের ৫০ বছর পূর্তি উৎসব শুরু

যশোর প্রতিনিধি
আপডেট : ১০ ডিসেম্বর ২০২১, ১৫: ৪৯
বিজয়ের ৫০ বছর পূর্তি উৎসব শুরু

জমকালো আয়োজনে যশোরে ‘বিজয়ের ৫০ বছর পূর্তি উৎসব’ উদ্বোধন করা হয়েছে। গত বুধবার বিকেলে যশোরের ঐতিহাসিক টাউন হল ময়দানে ‘চলো দুর্জয় প্রাণের আনন্দে’ স্লোগানে বেলুন ও ফেস্টুন উড়িয়ে উৎসবের উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে এ উৎসবের উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য। সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে এ উৎসবের সার্বিক সহযোগিতায় রয়েছে জেলা প্রশাসন।

উদ্বোধনী দিনে প্রথম কর্মসূচি হিসেবে ৫০ সংগীত শিল্পীর কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মধ্যে দিয়ে জেলার ৫০ বীর মুক্তিযোদ্ধা জাতীয় পতাকা উত্তোলন করেন। সম্মিলিত সাংস্কৃতিক জোটের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেলা প্রশাসক (ডিসি) তমিজুল ইসলাম খান। আরও বক্তব্য দেন পুলিশ সুপার (এসপি) প্রলয় কুমার জোয়ারদার ও মুক্তিযুদ্ধকালীন বৃহত্তর যশোরের মুজিব বাহিনীর প্রধান আলী হোসেন মণি। বুধবার থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত বিকেল সাড়ে তিনটা থেকে রাত ১০টা পর্যন্ত সাংস্কৃতিক উৎসব চলবে।

অনুষ্ঠানের প্রধান অতিথি তাঁর বক্তব্য বলেন, ‘মুক্তিযুদ্ধে বিজয়ের পর প্রবাসী বা মুজিবনগর সরকারের প্রথম জনসভা হয়েছিল যশোরের টাউন হল ময়দানে। দেশের ঐতিহ্যবাহী এ টাউন হল ময়দান ও স্বাধীনতা উন্মুক্ত মঞ্চ সংস্কারের জন্য ইতিমধ্যে দুই কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। শিগগিরই সংস্কারকাজ বাস্তবায়ন করা হবে।’ আগামী বছর টাউন হল মাঠে মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের স্মরণে বৃহৎ আকারে অনুষ্ঠানের আয়োজন করা হবে বলে জানান তিনি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কার্যকরী সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট রবিউল আলম, যশোর পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা হায়দার গণি খান পলাশ, সদর উপজেলা চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী, জেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা একেএম খয়রাত হোসেন, শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহমুদ হাসান বুলু, বিজয়ের ৫০ বছর পূর্তি উৎসব উদ্‌যাপন পর্ষদের চেয়ারম্যান হাবিবা শেফা, সদস্যসচিব সানোয়ার আলম খান দুলু, ভাইস চেয়ারম্যান চেয়ারম্যান ফারাজী আহমেদ সাঈদ বুলবুল, সুকুমার দাস, দিপংকর দাস রতন প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৬১৫ কোটি টাকা আত্মসাৎ: এক্সিম ব্যাংকের নজরুল ইসলাম মজুমদারসহ ৩০ জনের নামে মামলা

ঠাকুরগাঁওয়ের ৩টি আসনেই জয়ী হবে জামায়াত: মাওলানা হালিম

আক্কেলপুরে ‘একঘরে’ করে রাখা দিনমজুরকে মারধর, থানায় মামলা

‘কথিত আওয়ামী লীগ সদস্যদের’ বাংলাদেশবিরোধী তৎপরতার বিষয়ে ভারত অবহিত নয়: মুখপাত্র

কলকাতার নিউটাউনে বসে আয়েশ করছেন আওয়ামী লীগ নেতারা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত