ময়মনসিংহ প্রতিনিধি
তিন দিন বন্ধ থাকার পর খুলে দেওয়া হয়েছে আনন্দ মোহন কলেজের হল। কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্তকে কেন্দ্র করে ময়মনসিংহ জেলা ও মহানগর ছাত্রলীগের বিবাদে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়। পরে গত সোমবার দিনভর কয়েক দফা মিটিং শেষে রাত ৯টার দিকে কলেজের অধ্যক্ষ আমান উল্লাহ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে হল খোলার কথা জানান। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে জেলা ছাত্রলীগ। এ ছাড়া তাঁদের বিবাদে আহত দুই শিক্ষক বিচার দাবি করেছেন।
জেলা ছাত্রলীগের সভাপতি আল আমিন হোসেন বলেন, শিক্ষার্থীদের কথা বিবেচনায় নিয়ে হল খোলার সিদ্ধান্তকে স্বাগত জানাই। ছাত্রলীগ সব সময় শিক্ষার্থীদের পাশে থেকে তাঁদের সহযোগিতা করতে চায়।
এদিকে হল খোলায় উচ্ছ্বসিত শিক্ষার্থীরা ছাত্রলীগের বিবাদে না জড়ানোর আহ্বান জানিয়েছেন। গতকাল মঙ্গলবার সকালে কলেজ ক্যাম্পাসে গিয়ে দেখা যায়, দু-একজন করে শিক্ষার্থী হলে আসছেন। তাঁদের মধ্যে অনেকেই উচ্ছ্বসিত। আবার অনেকে ক্ষোভ প্রকাশ করেছেন।
জসিম উদ্দিন হলের ছাত্র আরিফুল ইসলাম বলেন, ‘পাঁচ দিন আমাদের খুব ভোগান্তিতে কাটাতে হয়েছে। আমি বন্ধুর বাসায় ছিলাম। বাকি বন্ধুরা গ্রাম থেকে আসছে।’
শেখ হাসিনা ছাত্রী নিবাসের চতুর্থ বর্ষের ছাত্রী জেসমিন নাহার বলেন, হল বন্ধ হওয়ায় আসবাবপত্র নিয়ে বাড়িতে চলে গিয়েছিলাম। হল খোলার সিদ্ধান্ত হওয়ায় আবার সকালেই এসেছি।’
জসিম উদ্দিন হলের হল সুপার ও অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক কামরুল হাসান বলেন, গত শনিবার তিনি ও সহযোগী অধ্যাপক স্বপন কুমার দাশ আহত হন। পুলিশের কাছে সিসি ক্যামেরার ফুটেজও দেওয়া হয়েছে।
আনন্দ মোহন কলেজের অধ্যক্ষ মো. আমান উল্লাহ বলেন, কয়েক দফা আলোচনা করে শর্তসাপেক্ষে হল খোলার সিদ্ধান্ত হয়। ছেলে-মেয়েরা পরিচয়পত্র ছাড়া হলের ভেতরে এবং বাইরে যেতে পারবে না।
শিক্ষক আহত হওয়ার ঘটনায় অধ্যক্ষ বলেন, পুলিশ সিসি ফুটেজ নিয়েছে। যাদের দ্বারা শিক্ষকেরা আহত হয়েছেন, তাঁদের বিচার হোক।
কোতোয়ালি থানার ওসি শাহ কামাল আকন্দ বলেন, শিক্ষক আহত হওয়ার ঘটনায় সাধারণ ডায়েরি হয়েছে। কারও নাম উল্লেখ না থাকায় অপরাধীদের শনাক্ত করা কঠিন হচ্ছে।
তিন দিন বন্ধ থাকার পর খুলে দেওয়া হয়েছে আনন্দ মোহন কলেজের হল। কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্তকে কেন্দ্র করে ময়মনসিংহ জেলা ও মহানগর ছাত্রলীগের বিবাদে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়। পরে গত সোমবার দিনভর কয়েক দফা মিটিং শেষে রাত ৯টার দিকে কলেজের অধ্যক্ষ আমান উল্লাহ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে হল খোলার কথা জানান। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে জেলা ছাত্রলীগ। এ ছাড়া তাঁদের বিবাদে আহত দুই শিক্ষক বিচার দাবি করেছেন।
জেলা ছাত্রলীগের সভাপতি আল আমিন হোসেন বলেন, শিক্ষার্থীদের কথা বিবেচনায় নিয়ে হল খোলার সিদ্ধান্তকে স্বাগত জানাই। ছাত্রলীগ সব সময় শিক্ষার্থীদের পাশে থেকে তাঁদের সহযোগিতা করতে চায়।
এদিকে হল খোলায় উচ্ছ্বসিত শিক্ষার্থীরা ছাত্রলীগের বিবাদে না জড়ানোর আহ্বান জানিয়েছেন। গতকাল মঙ্গলবার সকালে কলেজ ক্যাম্পাসে গিয়ে দেখা যায়, দু-একজন করে শিক্ষার্থী হলে আসছেন। তাঁদের মধ্যে অনেকেই উচ্ছ্বসিত। আবার অনেকে ক্ষোভ প্রকাশ করেছেন।
জসিম উদ্দিন হলের ছাত্র আরিফুল ইসলাম বলেন, ‘পাঁচ দিন আমাদের খুব ভোগান্তিতে কাটাতে হয়েছে। আমি বন্ধুর বাসায় ছিলাম। বাকি বন্ধুরা গ্রাম থেকে আসছে।’
শেখ হাসিনা ছাত্রী নিবাসের চতুর্থ বর্ষের ছাত্রী জেসমিন নাহার বলেন, হল বন্ধ হওয়ায় আসবাবপত্র নিয়ে বাড়িতে চলে গিয়েছিলাম। হল খোলার সিদ্ধান্ত হওয়ায় আবার সকালেই এসেছি।’
জসিম উদ্দিন হলের হল সুপার ও অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক কামরুল হাসান বলেন, গত শনিবার তিনি ও সহযোগী অধ্যাপক স্বপন কুমার দাশ আহত হন। পুলিশের কাছে সিসি ক্যামেরার ফুটেজও দেওয়া হয়েছে।
আনন্দ মোহন কলেজের অধ্যক্ষ মো. আমান উল্লাহ বলেন, কয়েক দফা আলোচনা করে শর্তসাপেক্ষে হল খোলার সিদ্ধান্ত হয়। ছেলে-মেয়েরা পরিচয়পত্র ছাড়া হলের ভেতরে এবং বাইরে যেতে পারবে না।
শিক্ষক আহত হওয়ার ঘটনায় অধ্যক্ষ বলেন, পুলিশ সিসি ফুটেজ নিয়েছে। যাদের দ্বারা শিক্ষকেরা আহত হয়েছেন, তাঁদের বিচার হোক।
কোতোয়ালি থানার ওসি শাহ কামাল আকন্দ বলেন, শিক্ষক আহত হওয়ার ঘটনায় সাধারণ ডায়েরি হয়েছে। কারও নাম উল্লেখ না থাকায় অপরাধীদের শনাক্ত করা কঠিন হচ্ছে।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫