Ajker Patrika

মৌলভীবাজারে কনস্টেবল পদে ৪০ জন বাছাই

মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট : ২৬ নভেম্বর ২০২১, ১০: ০৯
মৌলভীবাজারে  কনস্টেবল পদে ৪০ জন বাছাই

মৌলভীবাজার কনস্টেবল নিয়োগের বাছাই শেষে ৪০ জন কনস্টেবল নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে পুরুষ ৩৪ জন ও নারী ছয়জন।

গত বুধবার বিকেলে মৌলভীবাজার পুলিশ লাইনসে জেলা সুপার মো. জাকারিয়া বিভিন্ন ধাপে পরীক্ষায় উত্তীর্ণদের নাম ঘোষণা করেন। গত ১৪ নভেম্বর থেকে এ প্রক্রিয়া শুরু হয়। এতে নারী ও পুরুষ প্রার্থী মিলে ১ হাজার ৫৬৮ জন অংশ নেন। যার মধ্যে ১৩২৮ জন পুরুষ ও ২৪০ জন নারী।

পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া বলেন, শারীরিক যোগ্যতা ও মেধার ভিত্তিতে অত্যন্ত স্বচ্ছতা ও নিরপেক্ষতার সঙ্গে ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ শেষ হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত