Ajker Patrika

অতিরিক্ত রিকশা ভাড়ায় অতিষ্ঠ

রেজা মাহমুদ, সৈয়দপুর (নীলফামারী)
আপডেট : ১১ অক্টোবর ২০২১, ১৫: ২৫
অতিরিক্ত রিকশা ভাড়ায় অতিষ্ঠ

নীলফামারীর সৈয়দপুর পৌরসভায় দূরত্ব অনুযায়ী রিকশা ও অটোরিকশার ভাড়ার তালিকা নেই। এতে আদায় করা হচ্ছে ইচ্ছামতো ভাড়া। অতিরিক্ত ভাড়া দিতে রাজি না হলে চালকেরা যাত্রী পরিবহন করছেন না। এ অবস্থায় অনেকটা বাধ্য হয়ে অযৌক্তিক ভাড়ায় গন্তব্যে যেতে হচ্ছে বলে অভিযোগ যাত্রীদের। পৌরবাসী যৌক্তিক ভাড়ার তালিকা প্রণয়নের দাবি জানিয়েছেন।

পৌরসভা যানবাহন লাইসেন্স শাখা সূত্রে জানা যায়, ওয়ার্ড কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে ২০০৮ সালে রিকশা ভাড়ার একটি তালিকা প্রণয়ন করা হয়। কিন্তু দীর্ঘ কয়েক বছরেও তা কার্যকর হয়নি।

সরেজমিনে শহরের বিভিন্ন পয়েন্টে রিকশার যাত্রীদের সঙ্গে কথা বললে ভাড়া নিয়ে বিড়ম্বনার কথা জানিয়ে তাঁরা বলেন, চালকেরা অধিকাংশ সময় অযৌক্তিক ভাড়া দাবি করেন।

শহরের গোলাহাট এলাকার বাসিন্দা জাহাঙ্গীর হোসেন জানান, গোলাহাট কবরস্থান থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বা রেলওয়ে গুমটি পর্যন্ত আসতে ২০ থেকে ২৫ টাকা দিতে হয়। যাওয়ার সময় রিকশাচালকেরা ৩০ থেকে ৩৫ টাকা দাবি করেন। চালকদের কাছে যাওয়ার সময় বেশি ভাড়ার নেওয়ার কারণ জানতে চাইলে তাঁরা সড়কের অবস্থা এবং ফেরার সময় যাত্রী না পাওয়ার নানা অজুহাত দেখান।

নিয়ামতপুর সরকারপাড়ার রোখসানা বানু নামের এক নারী যাত্রী জানান, রিকশায় বাসা থেকে সৈয়দপুর প্লাজা শপিং কমপ্লেক্সে এসেছি ১৫ টাকায়, কিন্তু যাওয়ার সময় ৩০ টাকা দাবি করেন। বেশি ভাড়া দাবির কারণ জানতে চাইলে তাঁরা খারাপ ব্যবহার করেন।

অন্যদিকে শহরের ইসলামবাগ এলাকার জুলফিকার নামে এক রিকশাচালক বলেন, ‘বেশি রাত, বৃষ্টি ও রোদ থাকলে কিংবা ঈদের সময় আমরা ভাড়া একটু বেশি চাই। যাত্রীদের কখনো জোর করি না।’ তবে ভাড়া নিয়ে অনেক সময় যাত্রীদের সঙ্গে তর্ক-বিতর্ক বেধে যাওয়ার কথা অস্বীকার করেন তিনি।

সৈয়দপুর সরকারি কলেজের সাবেক শিক্ষক হানিফ উদ্দীন বলেন, ‘প্রথম শ্রেণির এ পৌরসভায় রিকশা কিংবা অটোরিকশার ভাড়ার তালিকা না থাকাটা অবাক করার বিষয়।’

তিনি বলেন, ‘ভাড়ার তালিকা প্রণয়ন করে শহরের প্রতিটি মোড়ে স্থাপন করলে যাত্রী ও চালক উভয়ে ভাড়ার বিড়ম্বনা থেকে রেহাই পাবেন।’

সৈয়দপুর পৌর মেয়র রাফিকা আকতার জাহান বেবী আজকের পত্রিকাকে বলেন, ‘স্বল্প দিন হলো প্রথমবারের মতো আমি দায়িত্ব নিয়েছি। তালিকার বিষয়টি যাচাই-বাছাই করে তা কার্যকর করার ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দাম্পত্য কলহের গুঞ্জন, মুখ খুললেন জাহিদ হাসান

অবশেষে ইকবালের পরিবারমুক্ত হলো প্রিমিয়ার ব্যাংক

‘হেল্প, হেল্প’ বলে চিৎকার—শিক্ষক এগিয়ে যেতেই গলায় ছুরি চালাল কিশোরী

‘আপত্তিকর’ ভিডিও: বিএফআইইউর প্রধান শাহীনুলকে বাধ্যতামূলক ছুটিতে পাঠালেন গভর্নর

১৯৭১ সালে বাংলাদেশে পাকিস্তানি সেনাদের যৌন সহিংসতার প্রসঙ্গ জাতিসংঘে তুললেন ভারতীয় দূত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত