Ajker Patrika

আল্লাহর স্মরণ বড় ইবাদত

ড. মুফতি হুমায়ুন কবির
আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২২, ১৩: ২৮
আল্লাহর স্মরণ  বড় ইবাদত

মহানবী (সা.) সব সময় আল্লাহর স্মরণে মশগুল থাকতেন। কখনো মুখে, কখনো হৃদয়ে আবার কখনো অঙ্গপ্রত্যঙ্গের মাধ্যমে আল্লাহকে স্মরণ করতেন। ঘুমের সময়ও তাঁর অন্তর জেগে থাকত, যাতে স্বপ্নযোগে অহি আসতে পারে। তাই তাঁর ঘুমে অজু নষ্ট হতো না। আল্লাহর জিকির এমন এক ইবাদত, যা মানুষের বড় বড় বিপদ দূর করে। মহানবী (সা.) এরশাদ করেন, ‘আমি কি তোমাদের এমন উত্তম আমলের খবর দেব না, যা তোমাদের রবের কাছে অতি পবিত্র আমল? যা তোমাদের মর্যাদাকে অতি উঁচু করে, যা তোমাদের জন্য স্বর্ণ-রুপা খরচ করা থেকে উত্তম এবং...।’ তাঁরা বললেন, ‘হ্যাঁ বলুন।’ তখন তিনি বললেন, ‘তা হলো, আল্লাহর জিকির।’ (তিরমিজি) মুয়াজ ইবনে জাবাল বলেন, ‘আল্লাহর আজাব থেকে জিকিরের চেয়ে বড় মুক্তিদাতা কেউ নেই।’ (তিরমিজি)

মহানবী (সা.) বলতেন, ‘প্রত্যেক বস্তুর একটি পরিষ্কারক যন্ত্র থাকে, অন্তরের পরিষ্কারক হলো আল্লাহর জিকির। আল্লাহর শাস্তি থেকে তাঁর স্মরণের চেয়ে বড় কোনো পরিত্রাণদাতা নেই।’ তখন সাহাবিরা বললেন, ‘আল্লাহর পথে লড়াই-সংগ্রাম করার চেয়েও?’ তখন তিনি বললেন, ‘হ্যাঁ, আল্লাহর পথে লড়াই-সংগ্রাম করার চেয়েও।...’ (আদ দাওয়াতুল কবির)

এ থেকে বোঝা যায়, আল্লাহর স্মরণ বড় ইবাদত। এটি মানুষের বিপদ থেকে রক্ষা করে। তাই প্রত্যেক মুমিনের উচিত, সব সময় আল্লাহর স্মরণে মশগুল থাকা। বিশেষ করে, হাদিসে বর্ণিত সকাল-বিকেলের দোয়াগুলো পাঠ করা; সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবর, লা ইলাহা ইল্লাল্লাহ ইত্যাদি বেশি বেশি পড়া।

ড. মুফতি হুমায়ুন কবির, সহযোগী অধ্যাপক, আরবি বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

কোটি টাকা ‘ভর্তুকি’র জিম্বাবুয়ে সিরিজে বাংলাদেশ যা পেল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত