Ajker Patrika

অভয়নগরে আগুনে পুড়ে গেছে গুদাম

অভয়নগর প্রতিনিধি
আপডেট : ০২ ডিসেম্বর ২০২১, ১৪: ২৪
অভয়নগরে আগুনে পুড়ে গেছে গুদাম

যশোরের অভয়নগরে আগুনে একটি গুদাম পুড়ে গেছে। গত মঙ্গলবার সন্ধ্যায় অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের প্রফেসর পাড়ার বিশ্বাস বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, গত মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে বৈদ্যুতিক গোলযোগের কারণে মেসার্স জামান অ্যান্ড ব্রাদার্সের একটি আধা পাকা গুদামে আগুন লাগে। পরে নওয়াপাড়া ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। খবর পেয়ে নওয়াপাড়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

মেসার্স জামান অ্যান্ড ব্রাদার্স এর মালিক মো. অহিদুজ্জামান বিশ্বাস সাংবাদিকদের বলেন, ‘সন্ধ্যার সময় গোডাউনের লাইট জ্বালিয়ে মাগরিবের নামাজ আদায় করতে যাই। অতঃপর সাড়ে ছয়টার দিকে হঠাৎ আগুনের ফুলকি দেখতে পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করি এবং নওয়াপাড়া ফায়ার সার্ভিসে খবর দেই।’

তিনি আরও বলেন, ‘আমার এই গোডাউনে স্ট্যান্ডার্ড ফিনিশ ওয়েল কোম্পানি এবং বসুন্ধরা হাইজিন গ্রুপের ডিলারশিপের মালামাল রয়েছে। যার মধ্যে ডায়াপ্যান্ট, ফিনিশ কীটনাশক ছিল। যার মূল্য প্রায় ১৬ থেকে ১৭ লাখ টাকা। বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে সব পুড়ে গেছে।’

এ ব্যাপারে নওয়াপাড়া ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইন্সপেক্টর টিটব শিকদার জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে আগুনের সূত্রপাত হয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। তদন্ত সাপেক্ষে ক্ষতির পরিমাণ জানা যাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত